kheladhula.com

kheladhula.com খেলার সব খবর

18/09/2025

রাজত্ব হারাল আর্জেন্টিনা। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে ফিফা র‌্যাংকিংয়ের মসনদে থাকা আলবেসেলিস্তারা এবার সিংহাসন হারিয়েছে। তাদের পেছনে ফেলে রাজত্বে বসেছে স্পেন।

আর্জেন্টিনা শীর্ষস্থান হারানোর দিনে উন্নতি-অবনতি কিচ্ছু হয়নি বাংলাদেশের।

আগের মতোই ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সামান্য পয়েন্ট বেড়েছে। ৮৯৯.০১ পয়েন্টের বদলে এখন হামজা চৌধুরী-মিতুল মারমাদের পয়েন্ট ৮৯৯.২৪।
নেপালেরও অবস্থার উন্নতি-অবনতি কোনোটিই হয়নি।

তবে তাদের ১৭৬ অবস্থানের বিপরীতে ভারত-শ্রীলঙ্কার অবনতি হয়েছে। এক ধাপ করে পিছিয়ে ভারতের ১৩৪-এর বিপরীতে শ্রীলঙ্কার ১৯৭। অন্যদিকে ২ ধাপ এগিয়ে ১৯৯তম স্থানে উঠে এসেছে পাকিস্তান। এশিয়া অঞ্চলের মধ্যে শীর্ষে আছে ২ ধাপ পেছানো জাপান।
তাদের বর্তমান অবস্থান ১৯তম।
সিংহাসন হারানো আর্জেন্টিনা দুইয়েও জায়গা পায়নি। লিওনেল মেসির দলের অবস্থান এখন তিনে। দুই ধাপ পেছানোয় এক ধাপ করে এগিয়েছে স্পেন (১) ও ফ্রান্স (২)। অন্যদিকে অবনতি হয়েছে ব্রাজিলেরও।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে ষষ্ঠ নম্বরে। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবনতির কারণ সর্বশেষ ম্যাচে দুই দলই পরাজয় দেখেছে। ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারা আর্জেন্টিনার বিপরীতে সমান ব্যবধানে বলিভিয়ার কাছে হেরেছে সেলেসাওরা।
ব্রাজিলের অবনতি হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ক্রিস্টিয়ানো রোনালদোর দল এখন ৫ নম্বরে। চার নম্বরে হ্যারি কেইনের ইংল্যান্ড। শীর্ষ ১১ নম্বরে আরো তিনটি পরিবর্তন এসেছে। জার্মানি (১২) তিন ধাপ পিছিয়ে যাওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো (১১), ইতালি (১০) ও ক্রোয়েশিয়ার (৯)। আর আগের অবস্থানেই আছে বেলজিয়াম (৮) ও নেদারল্যান্ড (৭)।

18/09/2025

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের চার গোলদাতা সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথমার্ধের প্রথম ১৫-২০ মিনিট কিছুটা এলোমেলো ফুটবল খেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ছেলেরা।

পঞ্চম মিনিটে প্রতিপক্ষের অরক্ষিত রক্ষণ পেয়েও অধিনায়ক নাজমুল হুদার শট যায় পোস্টের পাশ দিয়ে।
২৭ মিনিটে বক্সের ওপর থেকে নাজমুলের বাড়ানো বলে মাথা ছোঁয়ালেও নিশানা ঠিক রাখতে পারেননি অপু রহমান। ৩০ মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনো মতে রুখলেও বিপদমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির।

এক গোলে এগিয়ে থাকার পর কিছুটা গুছিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। তবে সুযোগ নষ্টের কারণে বিরতির আগে আর গোল বাড়েনি। ৩৭ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে মোহাম্মদ মানিক বাইসাইকেল কিক নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। ৪৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।

মানিকের নিখুঁত ক্রস পেয়েও ঠিকমতো হেড নিতে পারেননি রিফাত কাজী।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল বাড়িয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৪৯ থেকে ৫১—এই তিন মিনিটে দুইবার গোল উদ্‌যাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

সাত দলের প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। নেপাল ছাড়া তাদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে থাকা চার দল ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

18/09/2025

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। তাতে কাঁটায় কাঁটায় ১০১ রানের সমীকরণ মিলে যায়।

শ্রীলঙ্কা এশিয়া কাপ নিশ্চিত করলেও বাকি ছিল ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কারা? আফগানিস্তান নাকি বাংলাদেশ।

সেই নাম নিশ্চিত হলো ম্যাচ শেষে। আবুধাবির ম্যাচে তাকিয়ে থাকা বাংলাদেশই তাদের সঙ্গী হয়েছে। লিটন দাস-জাকের আলি অনিকদের শেষ চার নিশ্চিত হওয়ার পেছনে কৃতিত্ব অবশ্য শ্রীলঙ্কারই। বিশেষ করে কুশল মেন্ডিসের।

শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটারের ফিফটিতেই তো বাংলাদেশকে দেশে ফেরার টিকিট টাকতে হয়নি। তার ৭৪ রানের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। বল বাকি ছিল ৮ টি। ৫২ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে।
দুটি পচিশোর্ধ্ব ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন কুশল পেরেরা (২৮) ও কামিন্দু মেন্ডিস (২৬*)। এতে আফগানিস্তানের শেষ চারের স্বপ্ন শেষ হয়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নুয়ান তুষারার পেসের তোপে পড়ে আফগানিস্তান। মালিঙ্গার মতো বোলিং করা পেসারের কাছে পরাস্ত হয়ে ৭৯ রানে ৬ ‍উইকেট হারায় আফগানরা। এতে করে ১২০ রান হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

তবে শেষ দিকে মরুর বুকে ঝড় তোলেন মোহাম্মদ নবী। ৬০ রানে ঝোড়ো ইনিংস খেলে আফগানদের ত্রাণকর্তা হন তিনি। তার ২৭২.৭২ স্ট্রাইকরেটের ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করায় আফগানরা। নিজের ইনিংসটি সাজান ৩ চার ও ৬ ছক্কায়। ৫ ছক্কা আবার শেষ ওভারে মেরেছেন ৪০ বছর বয়সী ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তুষারা।

13/09/2025

দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এবার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যাচ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি, অথচ এখনো পর্যন্ত টিকিট পুরোপুরি বিক্রি হয়নি। সাধারণত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা গেলেও এবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের বয়কট ট্রেন্ডের কারণে ম্যাচে আগ্রহ কমে গেছে।

এপ্রিলের পেহেলগাঁম হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রীড়া সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে।

দ্বিপক্ষীয় সিরিজ বহু বছর ধরেই বন্ধ, তবে বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় এশিয়া কাপে অন্তত একবার নয়, সম্ভাব্য তিনবার মুখোমুখি হতে পারে দুই দল। তবে সিদ্ধান্তে অসন্তুষ্ট ভারতীয় সমর্থকরা বিসিসিআই-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ এবং ।

অনেকেই লিখেছেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা মানে সন্ত্রাসবাদের মদদ দেওয়া। কেউ কেউ এমনকি ভারতের খেলে না নামার পক্ষেও মত দিচ্ছেন, যদিও তাতে পাকিস্তান বিনা খেলায় পয়েন্ট পেয়ে যাবে।

এদিকে, ভারতের সুপ্রিম কোর্ট ম্যাচ বাতিলের আবেদন খারিজ করে জানিয়েছে—খেলাধুলাকে রাজনৈতিক মামলায় টেনে আনা ঠিক নয়। তবু ভারতীয় সমর্থকদের একাংশের ক্ষোভ টিকিট বিক্রিতে প্রভাব ফেলেছে বলেই ধারণা করা হচ্ছে।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এখন প্রশ্ন, স্টেডিয়াম কি ভরবে দর্শকে নাকি সত্যিই বয়কট ট্রেন্ড প্রভাব ফেলবে? উত্তর মিলবে মাঠে নামার দিনই।

13/09/2025

পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজের দারুণ সময় যাচ্ছে বললে ভুল হবে না। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৫ উইকেট। শেষ ১১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শিকার ২০ উইকেট।

তবে এতেই কি তিনি বিশ্বসেরা স্পিনার? পাকিস্তান কোচ মাইক হেসন কিন্তু সে দাবিই করেছেন।

এশিয়া কাপে ওমানের বিপক্ষে ম্যাচের আগের দিন দুবাইয়ে সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘আমাদের কাছে মোহাম্মদ নেওয়াজ আছে, যে বর্তমানে বিশ্বের সেরা স্পিন বোলার। ছয় মাস আগে দলে ফেরার পর থেকেই সে এই জায়গায় আছে।’

তবে বাস্তবতা ভিন্ন। আইসিসির র‌্যাঙ্কিং বলছে, টি-টোয়েন্টি বোলারদের তালিকায় নেওয়াজ আছেন ৩০ নম্বরে।

পাকিস্তানি স্পিনারদের মধ্যে সেরা অবস্থানে আছেন সুফিয়ান মুকিম, তার অবস্থান ১৫তম।
পাকিস্তান এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি নিয়েছে। শারজায় আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ১২ দিনে খেলেছে পাঁচ ম্যাচ। বৃহস্পতিবার খেলোয়াড়েরা বিশ্রামে থাকলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ খুঁটিয়ে দেখেছেন হেসন।

তিনি বলেন, ‘শারজার তুলনায় এখানে উইকেটে ঘাস বেশি। আমি মনে করি না, এই পিচে তেমন টার্ন হবে।’
এশিয়া কাপে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে হেসন বলেন, ‘খেলোয়াড়দের মূল্যায়নে সৎ থাকা জরুরি। আমি কারও দুর্বলতা নিয়ে কিছু বলিনি।

আধুনিক ক্রিকেটে যে ধরনের স্ট্রাইক রেট প্রয়োজন, সেটার কথাই বলেছি। খেলোয়াড়েরা কোচদের কাছ থেকে সততাই আশা করে, আর সেটিই আমার দায়িত্ব।’

13/09/2025

এ পর্যন্ত ১৬ আসরের ১৫টিতে খেলা টাইগাররা এখনো শিরোপা ঘরে তুলতে না পারলেও হয়েছে তিনবারের রানার্সআপ। তবে ইতিহাস বলছে, বাংলাদেশ সফল না হলেও—এশিয়া কাপের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশেরই।

১৯৮৬ সালে, এশিয়া কাপের দ্বিতীয় আসরেই প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। ভেন্যু ছিল শ্রীলঙ্কা। সেই আসরে অংশ নেয় মাত্র তিন দল—স্বাগতিক শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ।
ভারত অংশ নেয়নি শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ এশিয়া কাপে জায়গা করে নিয়েছিল ১৯৮৪ সালের সাউথ-ইস্ট এশিয়া কাপ জিতে।

৩১ মার্চ মরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। হারে ৭ উইকেটে। দুই দিন পর শ্রীলঙ্কার বিপক্ষেও হারে একই ব্যবধানে।

তখনো বাংলাদেশ ওয়ানডে মর্যাদা না পাওয়ায় ওই ম্যাচগুলো আন্তর্জাতিক হিসেবে ধরা হয়নি। পরে ১৯৯৭ সালে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর ম্যাচগুলো আনুষ্ঠানিক ওয়ানডে হিসেবে যোগ হয়।

১৯৮৮ সালে এশিয়া কাপের তৃতীয় আসরের আয়োজক হয় বাংলাদেশ। ঢাকা এবং চট্টগ্রামে বসেছিল সেই আসরের খেলা। চার দলের সেই আসরে ভারত ফেরে প্রতিযোগিতায়। তবে বাংলাদেশ ঘরের মাঠেও জয়ের দেখা পায়নি। সব ম্যাচে হেরে বিদায় নেয় টাইগাররা।

১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত সাত আসরে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছিল বাংলাদেশ। যার মধ্যে ২০০৪ সালে হংকংয়ের বিপক্ষে, ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
তবে ২০১২ সালে সবকিছু পাল্টে যায়। ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে টাইগাররা। তবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের কাছে ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

২০১৬ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপেও ফাইনাল খেলে বাংলাদেশ। তবে এবার ভারতের কাছে হেরে রানার্সআপ হয়।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে আবারও ফাইনালে ওঠে টাইগাররা। কিন্তু আবারও শেষ হাসি হাসে ভারত।

টানা চার আসরে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারলেও এ অর্জনই এখন পর্যন্ত যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য।

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরোতেই পারেনি বাংলাদেশ। ২০২৩ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা যৌথ আয়োজিত আসরে সুপার ফোরে থেমে যায় টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে বেশ গোছানো দল বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এবার টাইগাররা নামবে ১৬তম এশিয়া কাপ অভিযানে। লক্ষ্য একটাই—শিরোপা জয়ের খরা ঘোচানো। তবে কি এশিয়া কাপ দিয়েই শিরোপা খরা ঘুচবে টাইগারদের?

13/09/2025

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান ও ভারত। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে। তবে সাবেক ভারতীয় বোলার অতুল ওয়াসান মনে করেন, দুই দলের মধ্যে গুণগত পার্থক্য এতটাই বড় যে, ভারতের ‘বি’ দলও সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে সহজেই হারাতে পারবে।

ওয়াসান বলেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতি ভারতের জন্য কোনো সমস্যা হয়নি।

বর্তমানে ভারতীয় দলের এমন সমৃদ্ধি সিলেক্টরদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে—কাকে রাখবেন, কাকে বাদ দেবেন তা ঠিক করা কঠিন।’
তিনি আরো যোগ করেন, ‘৯০-এর দশকে আমরা যখন খেলতাম, পাকিস্তান খুবই শক্তিশালী দল ছিল। এখন পরিস্থিতি পাল্টেছে। আমি রোহিত এবং কোহলিকে মিস করব না, তাহলে সুনীল গাভাস্কার ও কপিল দেবকেও মিস করা শুরু করতে হবে।

দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। সময় এগোচ্ছে, নতুন সুপারস্টার আসছে। এটাই খেলাধুলার নিয়ম।’
সাবেক ভারতীয় লেগ স্পিনার পিউষ চাওলাও ওয়াসানের মতামতকে সমর্থন করেছেন।

তিনি বলেন, ‘বর্তমান ভারতীয় দল রোহিত ও কোহলি যুগের পরও অবিশ্বাস্যভাবে ভালো করছে। এমনকি টপ ফাইভ বিশ্ব টি-টোয়েন্টি বোলার আর্শদীপও প্লেয়িং ইলেভেনে সুযোগ পাচ্ছেন না। এই দলটি খুবই সজ্জিত। একজন খেলোয়াড় চলে যায়, আরেকজন আসে— এটাই খেলাধুলার নিয়ম।’
চাওলা আরো উল্লেখ করেন, ‘বর্তমান ভারতীয় দল অভিজ্ঞতায় পরিপূর্ণ।

তারা আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের চাপ সামলাতে জানে, তাই বড় মঞ্চেও ভালো করবে।’

আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে লিটনদের
09/09/2025

আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে লিটনদের

সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ঢাকায় ফিরে আর অনুশীলন করেনি বাংলাদেশ দল। তিন দিন বিশ্রাম নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচের ভেন্যু আবুধাবিতে উড়ে গেছেন লিটন দাসরা। গতকাল সেখানে প্রথম দিনের মতো অনুশীলন করার কথা ছিল তাঁদের। তবে শরীরের চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরমের কারণেই নাকি এই অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।

অর্থাৎ কখনো এই টুর্নামেন্টের শিরোপা না জিততে পারার বৃত্তটা ভাঙার লড়াইয়ে সেখানকার আবহাওয়ায় নিজেদের প্রস্তুত করার জন্য মাত্র দুটি দিনই পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে লিটনদের। তার আগেই অবশ্য পর্দা উঠছে এই প্রতিযোগিতার। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-হংকং।

‘বি’ গ্রুপে থাকা এ দুই দল ছাড়াও বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে কিছুদিন আগে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন তাসকিন আহমেদরা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো জয়ের টাটকা স্মৃতি নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ৭টি জেতা লিটনরা অধরা শিরোপা ছোঁয়ার লক্ষ্য নিয়েই এবার দেশ ছেড়েছেন।

এই টুর্নামেন্টের আগের ১৬ আসরের মধ্যে বাংলাদেশের সাফল্য বলতে তিনবার ফাইনালে অংশ নেওয়া।

তবে ২০১৮ সালের পর সেটাও আর হয়নি। এবার এই বৃত্ত ভাঙার চ্যালেঞ্জের সামনে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেরই সমর্থন পাচ্ছে না বাংলাদেশ দল। এমনকি আফগানিস্তান, শ্রীলঙ্কাকে টপকে লিটনরা সুপার ফোরে যেতে পারবেন বলেও মনে করছেন না রাসেল আর্নল্ড, আকাশ চোপড়া, হার্শ ভোগলের মতো ক্রিকেটবোদ্ধারা। তার ওপর অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই প্রতিযোগিতায় অংশ নিতে গেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপে খেলা সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটারও এবার নেই।

যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সেটার ধারাবাহিকতা ধরে রেখে এবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইছে দল। তার আগে দুবাইয়ের অর্থাৎ সুপার ফোর পর্বের টিকিটে চোখ রেখেছেন লিটনরা।

বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
08/09/2025

বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সকালে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে না দুই দল। প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

কেননা সামাজিক মাধ্যম বন্ধ করায় এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছে নেপালের ছাত্ররা। জেন জি- পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে অস্থির সময় পার করা কাঠমাণ্ডুতে। তাই খেলোয়াড়দের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও আমরা বিষয়টি বিশেষভাবে বলেছিলাম।’

এমন পরিস্থিতিতে তাই বাংলাদেশের খেলোয়াড়দের হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বের হতে মানা করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

এ জন্য পরে জাতীয় দলের অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
#

শেষ চারের সমীকরণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে।
08/09/2025

শেষ চারের সমীকরণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে।

এশিয়া কাপ শুরু হতে সময়ের হিসেবে ২৪ ঘণ্টাও আর বাকি নেই। আগামীকাল রাত সাড়ে ৮টায় আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে দামামা বাজবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে। টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং শেষ চারে সুযোগ পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে।

সেই তালিকায় নাম লেখালেন হার্শা ভোগলে।

তবে জনপ্রিয় এই ধারাভাষ্যকার যে ভবিষ্যদ্বাণী করেছেন তাতে বাংলাদেশের জন্য দুসংবাদেরই। কেননা ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশকে শেষ চারে দেখছেন না ভারতীয় ধারাভাষ্যকার। বিপরীতে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে দেখছেন তিনি।
শেষ চারের সমীকরণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে।

কারণ দারুণ দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা যে দল দিয়েছে তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সুপার ফোরে তাই শ্রীলঙ্কাকে বাজি ধরছি। অন্যটার তুলনায় এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি।

আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ফেভারিট হিসেবেই শুরু করছে। তবে বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ।’
কেন গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যাটা যেন এই মন্তব্যে দিলেন হার্শা, ‘বাংলাদেশের এই দলটার খেলা দেখতে মুখিয়ে আছি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা আরো যারা ছিল তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য বড় ব্যাপার। লিটন দাসের অধীনে তারা কেমন খেলে সেটা এখন দেখার বিষয়।’

কিছুদিন আগে একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়াও। তিনি জানিয়েছিলেন, গ্রুপ পর্বেই শেষ বলে বাংলাদেশের এশিয়া কাপের গল্প। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর। লিটন-জাকের আলি অনিকদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। ম্যাচটি হবে আবুধাবিতে।

ত্রিদেশীয় সিরিজ জয়ের অর্থ ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
08/09/2025

ত্রিদেশীয় সিরিজ জয়ের অর্থ ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ভূপেন হাজারিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত গানটি শুনে থাকলে নিশ্চয়ই এখন নিজেদের নিয়ে গর্ববোধ করতেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আগারা। কেননা গর্ববোধ করার মতোই এক কাজ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

বিখ্যাত গানটির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন প্রয়াত গায়ক হাজারিকা তার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহীন আফ্রিদি-সালমানরা। পাকিস্তানের বন্যাদূর্গত লোকদের পাশে দাঁড়িয়ে।

ত্রিদেশীয় সিরিজ জয়ের অর্থ ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন পাকিস্তানের অধিনায়ক সালমান। তিনি লিখেছেন, ‘দল হিসেবে আমরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশ কঠিন সময় পার করছে।

শাহীন আফ্রিদি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ত্রিদেশীয় সিরিজের অর্থ বন্যার্তদের জন্য দান করব। যাদের জীবন বিপন্ন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন অঙ্গনের তারকাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
পাকিস্তানের পাঞ্জাবে হওয়া গত জুনে শুরু হওয়া ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯ শতাধিকের ওপরে মানুষের প্রাণহানি হয়েছে। প্লাবিত হয়েছে প্রায় ১৫০০ গ্রাম।

সঙ্গে ১০ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান।
গতকাল শারজায় ত্রিদেশীয় ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ব্যাট করে ১৪২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

তাদের একাই গুঁড়িয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাটট্রিক। কীর্তিটি গড়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের পঞ্চম ও শেষ বলে আউট করার পর অষ্টম ওভারের প্রথম বলে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি স্পিনার। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা নওয়াজ ব্যাটিংয়েও দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। ত্রিদেশীয় সিরিজের অপর দল ছিল সংযুক্ত আরব আমিরাত।

With Rang Digital – I just got recognised as one of their top fans! 🎉
08/09/2025

With Rang Digital – I just got recognised as one of their top fans! 🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when kheladhula.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kheladhula.com:

Share