18/09/2025
রাজত্ব হারাল আর্জেন্টিনা। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে ফিফা র্যাংকিংয়ের মসনদে থাকা আলবেসেলিস্তারা এবার সিংহাসন হারিয়েছে। তাদের পেছনে ফেলে রাজত্বে বসেছে স্পেন।
আর্জেন্টিনা শীর্ষস্থান হারানোর দিনে উন্নতি-অবনতি কিচ্ছু হয়নি বাংলাদেশের।
আগের মতোই ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সামান্য পয়েন্ট বেড়েছে। ৮৯৯.০১ পয়েন্টের বদলে এখন হামজা চৌধুরী-মিতুল মারমাদের পয়েন্ট ৮৯৯.২৪।
নেপালেরও অবস্থার উন্নতি-অবনতি কোনোটিই হয়নি।
তবে তাদের ১৭৬ অবস্থানের বিপরীতে ভারত-শ্রীলঙ্কার অবনতি হয়েছে। এক ধাপ করে পিছিয়ে ভারতের ১৩৪-এর বিপরীতে শ্রীলঙ্কার ১৯৭। অন্যদিকে ২ ধাপ এগিয়ে ১৯৯তম স্থানে উঠে এসেছে পাকিস্তান। এশিয়া অঞ্চলের মধ্যে শীর্ষে আছে ২ ধাপ পেছানো জাপান।
তাদের বর্তমান অবস্থান ১৯তম।
সিংহাসন হারানো আর্জেন্টিনা দুইয়েও জায়গা পায়নি। লিওনেল মেসির দলের অবস্থান এখন তিনে। দুই ধাপ পেছানোয় এক ধাপ করে এগিয়েছে স্পেন (১) ও ফ্রান্স (২)। অন্যদিকে অবনতি হয়েছে ব্রাজিলেরও।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে ষষ্ঠ নম্বরে। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবনতির কারণ সর্বশেষ ম্যাচে দুই দলই পরাজয় দেখেছে। ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারা আর্জেন্টিনার বিপরীতে সমান ব্যবধানে বলিভিয়ার কাছে হেরেছে সেলেসাওরা।
ব্রাজিলের অবনতি হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ক্রিস্টিয়ানো রোনালদোর দল এখন ৫ নম্বরে। চার নম্বরে হ্যারি কেইনের ইংল্যান্ড। শীর্ষ ১১ নম্বরে আরো তিনটি পরিবর্তন এসেছে। জার্মানি (১২) তিন ধাপ পিছিয়ে যাওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো (১১), ইতালি (১০) ও ক্রোয়েশিয়ার (৯)। আর আগের অবস্থানেই আছে বেলজিয়াম (৮) ও নেদারল্যান্ড (৭)।