22/07/2025
আমার স্কুলের বন্ধুর ছোট বোনের জন্য আজকে আপনাদের কাছে সাহায্য চাইছি। আলিয়া ক্লাস টেনে পড়ে কমার্স বিভাগ । সে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। শ্বাস নিতে তার অনেক কষ্ট হয় আর খাবার গিলতে পারে না। তার চিকিৎসা চলছে ঢাকার পিজি হসপিটালে। তার চিকিৎসার জন্য ৭-৮ লক্ষ টাকা দরকার
দিন আনা দিন খাওয়া পরিবার।বাবা একজন টেইলর কর্মী (দর্জি) + তিনি শ্বাসকষ্টের রোগী ।টাকার পরিমাণ প্রায় শেষ।টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ আজকে কয়েক সপ্তাহ।দিনদিন তার অবস্থা খারাপ হচ্ছে। তার বাবা-মা নুরূপায় হয়ে গেছেন ।
যারা সামর্থ্যবান তারা দয়া করে এগিয়ে আসুন।
Bkash 01967829793(personal)
BKash name - Kazi Alena
Nagad 01989674919 (personal)
সহযোগিতা করতে না পারলেও পোস্ট টি শেয়ার করে সহযোগিতা করেন তাহলে হয়তো সমাজের দানশীল ব্যাক্তিদের নজরে আসে ।
#হেল্প #মাইলস্টোন