23/09/2025
হাতি আর দড়ির গল্প
একটা সার্কাসে অনেক বড় বড় হাতি ছিলো।
ওরা বিশাল আর শক্তিশালী হলেও পা বাঁধা থাকতো একটা ছোট্ট দড়ি দিয়ে।
দড়িটা এতই সরু যে, যে কেউ দেখলে বলতো – “এতে হাতিকে আটকানো যাবে?”
একদিন এক ছোট্ট ছেলে সার্কাসের লোককে জিজ্ঞেস করলো,
“হাতি এত শক্তিশালী, এত বড় – তবুও এই ছোট্ট দড়ি ভেঙে পালাচ্ছে না কেন?”
লোকটা বললো –
“যখন হাতিগুলো ছোট থাকে, তখন আমরা এই একই দড়ি দিয়ে তাদের বেঁধে রাখি।
তখন তারা ছোট, দুর্বল থাকে; দড়ি ছিঁড়তে পারে না।
কতবার চেষ্টা করেও পারে না।
তারপর ধীরে ধীরে ওদের মনে হয়, ‘আমি পারব না।’
ওরা বড় হওয়ার পরও মনে করে – ‘আমি পারব না’ – তাই আর চেষ্টা করে না।
আসলে চাইলে মুহূর্তেই দড়ি ছিঁড়তে পারত।”
শিক্ষা:
আমরা মানুষও অনেক সময় শৈশবের ভয়, কষ্ট বা ব্যর্থতা নিয়ে বড় হই।
মনে করি “আমি পারব না।”
আসলে পারি, কিন্তু বিশ্বাস করি না।
যেমন ওই হাতির মতো, যদি একবার সাহস করে চেষ্টা করি,
দড়িটা ছিঁড়ে নতুন জীবন শুরু করা যায়!!!!!