26/03/2025
মানুষ মানুষকে প্রয়োজনেই নক দিবে এটাই স্বাভাবিক। আর সে প্রয়োজনের সময় যদি, আপনি ভাবেন ও আমাকে প্রয়োজন ছাড়া নক দেয়না এবং এর জন্য ভাব দেখাবেন, বাজে কথা শোনাবেন তাহলে আপনি অস্বাভাবিক। একটা কথা মনে রাখবেন সে প্রয়োজনে আপনাকেই স্বরণ করেছে অন্য কাউকে না তার মানে ওনার স্বরণে আপনিই আছেন। পৃথিবীতে কোনো কাজ কারোর জন্য থেমে থাকে না আপনি না করলে সে কাজ অন্য কেউ না কেউ করে দিবে এটাই প্রকৃতির সুন্দর নিয়ম। কারণ প্রকৃতি খালি স্থান পছন্দ করে না আর কারো প্রয়োজন হতে পারা এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বড় উপহার। 🙂