
28/04/2025
ছিনতাইকারী আটক ও থানায় হস্তান্তর
অদ্য ২৮/৪/২০২৫ ইং বিকাল ৪.১৫ ঘটিকায় শি: সার্জেন্ট আব্দুর রহিম রোমন টেংগো- ১০৩ সোনারগাঁও সিগনাল এর মেট্রোরেল স্টেশনের নিচে ডিউটিরত অবস্থায় দেখতে পান একজন ছিনতাইকারী বাসের গেট থেকে এক জন ভদ্রলোকের পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনি ছিনতাইকারীর পিছু ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন এবং মোবাইল ফোন উদ্ধার করেন। শি: সর্জেন্ট কায়েস রানা, সার্জেন্ট মেহেদী হাসান, সর্জেন্ট কামরুল ইসলাম এবং কন: শামীমের সহযোগিতায়।
পরবর্তী ছিনতাইকারীকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।