Traffic Community

Traffic Community Better Dhaka to Live & Work

ছিনতাইকারী আটক ও থানায় হস্তান্তর  অদ্য ২৮/৪/২০২৫ ইং বিকাল ৪.১৫ ঘটিকায় শি: সার্জেন্ট আব্দুর রহিম রোমন টেংগো- ১০৩ সোনারগাঁ...
28/04/2025

ছিনতাইকারী আটক ও থানায় হস্তান্তর
অদ্য ২৮/৪/২০২৫ ইং বিকাল ৪.১৫ ঘটিকায় শি: সার্জেন্ট আব্দুর রহিম রোমন টেংগো- ১০৩ সোনারগাঁও সিগনাল এর মেট্রোরেল স্টেশনের নিচে ডিউটিরত অবস্থায় দেখতে পান একজন ছিনতাইকারী বাসের গেট থেকে এক জন ভদ্রলোকের পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনি ছিনতাইকারীর পিছু ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন এবং মোবাইল ফোন উদ্ধার করেন। শি: সর্জেন্ট কায়েস রানা, সার্জেন্ট মেহেদী হাসান, সর্জেন্ট কামরুল ইসলাম এবং কন: শামীমের সহযোগিতায়।
পরবর্তী ছিনতাইকারীকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

মোবাইল ছিনতাইকারী আটক কোতোয়ালি থানাধীন নয়াবাজার জিন্দাবাহার পার্কের ট্রাফিক সিগন্যালের সামনে  পথচারী এক ভদ্রমহিলার মোব...
21/04/2025

মোবাইল ছিনতাইকারী আটক
কোতোয়ালি থানাধীন নয়াবাজার জিন্দাবাহার পার্কের ট্রাফিক সিগন্যালের সামনে পথচারী এক ভদ্রমহিলার মোবাইল টান দিয়ে নিয়ে যায়।ওই সময় উক্ত মহিলার চিৎকার চেঁচামেচি শুনে সিগন্যালের দাঁড়িয়ে থাকা কনস্টেবল বিষয়টি লক্ষ্য করে।ঐ সময় সিগন্যালের কনস্টেবল /2095মোজাফফর ও সার্জেন্ট /শহিদুল ইসলাম
ট্রাফিক কোতোয়ালি জোন আসামীকে ধাওয়া করে ধরে ফেলি। পরবর্তীতে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। ছিনতাইকারী একজন পেশাদার ছিনতাইকারী হিসেবে এলাকার লোকজন পরবর্তীতে চিহ্নিত করে। কোতোয়ালি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

10/03/2025

বাসে জালানার পাশে সাবধানে মোবাইল ব্যবহার করবেন।

01/03/2025

বিকট শব্দ সৃ‌ষ্টিকারী সাই‌লেন্স ব্যবহার করে জনসাধারন‌কে বিরক্ত ক‌রে মোটর সাই‌কেল চালনা করায় চাল‌কের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

#আইনগত #চালনা

03/10/2024

একজন সাধারণ মানুষ বা যাত্রীদের সচেতনতার অবস্থা যদি এমন হয়। তাহলে ঢাকা থেকে অটোরিকশা বন্ধ হবে কেমন করে।

15/07/2024
অদ্য ০৮/০৭/২০২৪ আনুমানিক সময় ৮:০০ ঘটিকায় (এসি ট্রাফিক ডেমরা) মোস্তাইন  বিল্লাহ ফেরদৌস এর নেতৃত্বে টিআই মৃদুল কুৃমার কুম...
08/07/2024

অদ্য ০৮/০৭/২০২৪ আনুমানিক সময় ৮:০০ ঘটিকায় (এসি ট্রাফিক ডেমরা) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর নেতৃত্বে টিআই মৃদুল কুৃমার কুমার পাল,সার্জেন্ট রমজান মুন্সি, সার্জেন্ট আরেফিন, সার্জেন্ট সুমন এর টিম ডেমরা থানাধীন ডেমরা- ২ পয়েন্টে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন একজন মোটরসাইকেল আরোহীকে গাড়ি চেকিং এর জন্য সিগন্যাল দিলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাদের দুজনকে একটি মোটরসাইকেল সহ ধাওয়া করে আটক করা হয়। আটকের পর তাদের শরীরে পেঁচানো অবস্থায় আনুমানিক ০৪(চার) কেজি গাঁজা পাওয়া যায়।

Address

Dhaka
1203

Telephone

+8801312434087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traffic Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share