Raihan Haque

Raihan Haque Alhumdulillah For Everything Let's Say Alhamdulillah

এইমাত্র কুড়িল বিশ্ব রোডে একজন ট্রেনে কাটা পড়ছে।দুই লাইনেই ট্রেন আসছে উনি ভিডিও করতেছিলো ক্যান্টনমেন্টের ঢুকার আগে রেললাই...
02/05/2025

এইমাত্র কুড়িল বিশ্ব রোডে একজন ট্রেনে কাটা পড়ছে।
দুই লাইনেই ট্রেন আসছে
উনি ভিডিও করতেছিলো
ক্যান্টনমেন্টের ঢুকার আগে রেললাইনে দাঁড়িয়ে ৭৫০ কে ভিডিও করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের কাটা পড়ে এক যুবক নিহত

ডাবল লাইনে যারা ট্রেনের ভিডিও/ছবি নেন প্লিজ সাবধানে থাকবেন। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।

একই দিনে, তিনটি মায়ের গল্প।একজন মা  —  নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়।আরেকজন — ...
19/04/2025

একই দিনে, তিনটি মায়ের গল্প।
একজন মা — নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়।

আরেকজন — ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন নিজ সন্তানকে, আর সেই অর্থে কেনেন ফোন, নুপুর, নাকফুল… ধরা খেয়ে করেন কান্না।

অন্যদিকে চট্টগ্রামের এক মা — ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুকফাটা আর্তনাদ।

একদিনে তিনটা কান্না।
তিনটা গল্প।

এই পৃথিবীতে ‘মা’ শব্দটা আজও পবিত্র।
তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে, লোভে, আর নৃশংসতায় কালিমা লেপে দেয়।

কখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে,
আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ফাঁস।

01/04/2025

আজ 1st. April, আজকে অনেকেই বোকা বানাবার চেষ্টা করবে। তাই কমন কয়েকটা জিনিস বলে রাখি যেগুলো থেকে সাবধান হলেই চলবে। একদম পয়েন্ট ধরেই বলছি:
১) এই যেমন ধরুন ... See more

Ramadan Mubarak 🤲🤲🤲
01/03/2025

Ramadan Mubarak 🤲🤲🤲

12/10/2024

ডেঙ্গু টেস্ট করানোর জন্য পপুলার হসপিটাল এ কল দিলাম বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করার জন্য। ওখান থেকে বলা হলো একজন স্যাম্পল সংগ্রহকারী আপনাকে কল দিবেন।
সরকারি নির্ধারিত ডেঙ্গু পরীক্ষা NS১ টাকার পরিনাম ৩০০.
স্যাম্পল সংগ্রহকারী আমার থেকে টোটাল ৮০০ টাকা চাইলো।
৩০০ (NS১ টেস্ট ফি ) + ৫০০ (ডেলিভারি চার্জ ) = ৮০০.
পরে ক্ষমা চেয়ে কল কেটে দিলাম. 😂🙄🤨😁😂

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ -  ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুত...
21/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ -

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

এই নাটকের শুটিং আমাদের পাকশী তে করা হয়েছে। নিজের এলাকা দেখে খুব ভালো লাগলো। পাকশীর অপরূপ সৌন্দর্য এবং দৃষ্টি নন্দন প্ৰাক...
08/05/2024

এই নাটকের শুটিং আমাদের পাকশী তে করা হয়েছে। নিজের এলাকা দেখে খুব ভালো লাগলো। পাকশীর অপরূপ সৌন্দর্য এবং দৃষ্টি নন্দন প্ৰাকৃতিক দৃশ্য তুলে ধরেছে এই নাটক

Drama : BanaphoolCast : Manoj Pramanik, Maftoha Jannat Jim and many more.Script & Direction ...

রাসূল (সা.) বলেছেন,"দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে, তোমরা যা আহার করবে বা পরিধান করবে তাদেরও তা আহার করাবে এবং পরিধান...
01/05/2024

রাসূল (সা.) বলেছেন,"দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে, তোমরা যা আহার করবে বা পরিধান করবে তাদেরও তা আহার করাবে এবং পরিধান করাবে। তারা যদি অর্মাজনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দিবে তবু তাদের সাথে দুর্ব্যবহার করবে না। কেননা তারাও তোমাদের মতোই মানুষ, আল্লাহর সৃষ্টি। তোমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।"
"তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই।"

আন্তর্জাতিক শ্রমিক দিবস।

শ্রমজীবী মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা❤️❤️❤️❤️❤️

Address

Free Street School
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Raihan Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihan Haque:

Share