27/05/2025
আমার একটা আদোরের ছোটট বোন আজ ওর বিয়ে হয়ে গেছে কবে এতো বরো হয়ে গছে দেখতে দেখতে 'এখন ও একটা পরিবার আলোকিত করে রবে, আমার জন্য এটা খুব চাওয়ার ছিল বোনটা জেন একজন ভালো মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে ও সুখে থাকে কিন্তু মনে মানে না ,মনে হচছে আমার ঘরের সকোল আলো ও সাথে করে নিয়ে চলে গেছে মনটা কিছুতেই বুছতে চায় না কষ্ট গুলো আমার সাথে ঘোরাঘুরি করছে সারাটি দিন !তবু দোয়া করি আললাহ যেন আমার ছোটট বোনটাকে সুখি করে জীবনে হয়তো কখনো ওকে সুখে রাখতে পারেনি হে আল্লাহ যেন স্বামীর সংসারে ও সুখে থাকে এতোটুকু চাওয়া তোমার কাছে মাবুদ মানুষের জীবন কেমন জানি সকল চাওয়া পাওয়া পূর্ণ হয় না !আমার জীবনের এই চাওয়াটা মাবুদ তুমি পূর্ণ করো আমরা দুই ভাই বোন এতিম 'শুনেছি এতিমের দোয়া তুমি কবুল কর তাই যদি হয় তাহলে আমার দোয়া টা একটু কবুল করা মাবুদ। কারণ দোয়া করা ছাড়া ওর জন্য আমার কাছে আর কিছুই নাই বুকের ভেতরটা কেমন যেন মচোর দিয়ে উঠতেছে 'সেই ছোটবেলায় হাটি হাটি পায়ে আজকে কত বড় হয়ে গেছে ,ওর মাকে দেওয়া কথা আমি আজ রাখতে পেরেছি' নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে সেই সাথে অনেক কষ্ট হচ্ছে' ভাই হিসেবে সারা জীবন যেন আমি ওর পাশে থাকতে পারি আমার ঘরের সকল আলো ওর সাথে সাথে চলে গেছে' তবু যেন ওর নতুন জীবনে সে আলোয় আলোকিত হয় ওর স্বামী যেন ওর জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে যে চাওয়া পাওয়া আমরা কখনো পূরণ করতে পারেনি ওর জীবনে যেন কোন অভিযোগ না থাকে বোনের জন্য এক এতিম ভাইয়ের এই আর্তনাদ যেন মাবুদ তুমি কবুল করো 'বুকের ভিতর শূন্য শূন্য মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছি সেটা বুঝতে পারতেছি হে আল্লাহ তুমি আমাকে অনেক শক্তি দিও সবকিছু যেন সহ্য করতে পারি 'ওর মাকে আমি মা বলে জানতাম কখন যে আমার মা ওর মা হয়ে গেছে সেটাই তো বুঝতে পারেনি। কিছু কিছু সময় জীবন বড়ই নিষ্ঠুর আচরণ করে আমি ভুলতে পারিনি ওর মায়ের কথাগুলো আজও হৃদয়ের এক কোণে ঢং ঢং করে বাজে 'তখন রাত সাড়ে এগারোটা বাজে আমার খালাম্মা আমাকে ফোন দিয়ে বলেছিল আব্বা আজ থেকে জ্যোতি তোর নিজের আপন বোন ওকে সেই ভাবেই মানুষ করবে মাত্র দুই দিনের ব্যবধানে সে আমার মায়ের মত খালাম্মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল আজ মনে হচ্ছে ওকে দেওয়া কথা কিছুটা পূরণ করতে পেরেছি মনে হচ্ছে কিছুটা ঋণ সোধ করতে পেরেছি আমার খালাম্মা উপর থেকে হলেও যেন আমার বোনের জন্য একটু দোয়া করে আজ নিজেকে একজন পূর্ণ মানুষ হিসেবে মনে হচ্ছে 'অবহেলিত এই ছেলেটা কাউকে দেওয়া কথা রাখতে পেরেছি বোন তোর জীবনের অনেক চাওয়া পাওয়া আমি পূর্ণ করতে পারিনি আমি তোর কাছে খুব ক্ষমা চাই। দয়া করে সকল অভিযোগগুলো বাক্সবন্দী করে রেখে দিস সকল চাওয়া পাওয়া গুলো স্বামীর কাছ থেকে বুঝে নিস সকল অভিযোগ গুলো থেকে আমাকে মুক্তি দিস ভালো থাকিস সারা জীবন এই দোয়াই করি খোদার কাছে অনেক কিছু চাওয়ার ছিল অনেক কিছু পারিনি বাবা মায়ের ভালোবাসা সুযোগ মত পাইনি শুধু চাওয়া ছিল তোর জীবনের চাওয়া গুলো যেন পূরণ করতে পারি কিন্তু হয়তো পারিনি আমি যে বড়ই এক হতভাগা বড়ই অসহায় এই হতভাগা ভাইয়ের বোন হয়ে সারা জীবন থাকিস আর কিছু চাওয়ার নেই আমার পাওয়ারও নেই!