02/08/2025
বাংলাদেশের তৈরী পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ পানি পুনঃব্যবহার প্রকল্পের উদ্বোধন-
বাংলাদেশের তৈরী পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ “ওয়াটার রিইউজ এন্ড ইমপ্রুভড ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট ডেমোনস্ট্রেশন সাইট”-এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। এ উদ্যোগটি যৌথভাবে আয়োজিত হয়েছে প্রাইমার্ক, ফকির নিটওয়্যার লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ-এর সহযোগিতায়।
নারায়ণগঞ্জে ফকির নিটওয়্যার লিমিটেড-এর কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন নতুন এই প্রকল্পটি একটি দৃষ্টান্তমূলক টেকসই মডেল হিসেবে বিবেচিত হবে । এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার ৩০% কমিয়ে আনা, যা সরাসরি বাংলাদেশ সরকারের সাসটেইনেবল ওয়াটার রোডম্যাপ ২০৩০ এবং ইউনাইটেড নেশনস-এর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ৬ (ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্পটি প্রতি বছর ৪৩৮,০০০ কিউবিক মিটার পানি পুনঃব্যবহারের সুযোগ তৈরি করবে, যার মাধ্যমে তৈরী পোশাক শিল্প উৎপাদনে পানির ব্যবহার ২২% হ্রাস পাবে। এটি প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম, পান্তা রেইসহ একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম দ্বারা বাণিজ্যিক ও প্রযুক্তিগতভাবে পরীক্ষিত এই প্রকল্পটি সহায়তা করেছে যুক্তরাজ্য সরকারের এসএমইপি প্রোগ্রাম ও ইউএনসিটিএডি ।
শিল্প পর্যায়ে স্বচ্ছ বা মিঠা পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এবং বর্জ্য পানি ব্যবস্থাপনা উন্নত করে এই প্রকল্পটি স্থানীয় জনগণের জন্য বেশি পরিমাণে পরিষ্কার পানি সহজলভ্য করবে, ফলে পানির সংকট ও স্থানীয় দূষণ হ্রাস পাবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রাইমার্ক- এর প্রতিনিধি লুইস আইজাক বলেন গবেষণা দেখা যায় বাংলাদেশের ৯০% শিল্প কারখানার পার্শবর্তী জলাধার অতি দূষণে আক্রান্ত। এই উদ্যোগ দূষণ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার অনুপ্রেরণা যোগাবে।
এচএন্ডএম এর আঞ্চলিক প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, “টেকসই পরিবেশ উন্নয়নে সবার একযোগে কাজ করতে হবে।”
ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান বলেন, “তৈরী পোশাক শিল্পে দায়িত্বশীল ভূমিকা আগামী পৃথিবী এবং প্রজন্মকে নিরাপদ রাখবে। সবার সহযোগিতায় আমাদের এই প্রকল্পটি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।”
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ, এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (WARPO)-র পরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
এছাড়াও, ফকির নীটওয়্যার লিমিটেডের পরিচালক ফকির মাশফিকুজ্জামান ফাবি, বিজিএমইএ, বিকেএমইএ, ফরাসি উন্নয়ন ব্যাংক এবং কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা পোশাক শিল্পে টেকসইতা উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতার প্রতিফলন।
এই উদ্যোগটি ন্যাশনাল অ্যালায়েন্স ফর ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইক্লিং-এর অধীনে প্রথম বৃহৎ উদাহরণ হিসেবে কাজ করছে, যা ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (WARPO)-র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এই অ্যালায়েন্স-এর লক্ষ্য হলো দেশের পোশাক শিল্পখাতে টেকসই পানি ব্যবস্থাপনা পদ্ধতির বিস্তার ঘটানো।
ওয়াটার রিইউজ ডেমোনস্ট্রেশন সাইট বাংলাদেশের ওয়াটার অ্যাক্ট ২০১৩, ন্যাশনাল ওয়াটার পলিসি ১৯৯৯, এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিস্তারযোগ্য মডেল। এটি ভবিষ্যতে পানি পুনঃব্যবহার প্রযুক্তিকে ব্যাপকভাবে গ্রহণ করার পথে অনুপ্রেরণা জোগাবে এবং দায়িত্বশীল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
উন্নত পানি শোধন প্রযুক্তির গ্রহণযোগ্যতা নতুন কর্মসংস্থান এবং প্রশিক্ষণভিত্তিক দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে, বিশেষত কারখানা শ্রমিক, প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য। এটি বাংলাদেশের শিল্পখাতে একটি সবুজ কর্মসংস্থানের নতুন যুগের সূচনা করবে।