News Cloud 21

News Cloud 21 Bangladesh's most popular, top-rated, and leading News Portal channels

বাংলাদেশের তৈরী  পোশাক শিল্প কারখানায়  প্রথম ও সর্ববৃহৎ পানি পুনঃব্যবহার প্রকল্পের উদ্বোধন-বাংলাদেশের তৈরী  পোশাক শিল্প ...
02/08/2025

বাংলাদেশের তৈরী পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ পানি পুনঃব্যবহার প্রকল্পের উদ্বোধন-

বাংলাদেশের তৈরী পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ “ওয়াটার রিইউজ এন্ড ইমপ্রুভড ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট ডেমোনস্ট্রেশন সাইট”-এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। এ উদ্যোগটি যৌথভাবে আয়োজিত হয়েছে প্রাইমার্ক, ফকির নিটওয়্যার লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ-এর সহযোগিতায়।

নারায়ণগঞ্জে ফকির নিটওয়্যার লিমিটেড-এর কারখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন নতুন এই প্রকল্পটি একটি দৃষ্টান্তমূলক টেকসই মডেল হিসেবে বিবেচিত হবে । এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার ৩০% কমিয়ে আনা, যা সরাসরি বাংলাদেশ সরকারের সাসটেইনেবল ওয়াটার রোডম্যাপ ২০৩০ এবং ইউনাইটেড নেশনস-এর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ৬ (ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রকল্পটি প্রতি বছর ৪৩৮,০০০ কিউবিক মিটার পানি পুনঃব্যবহারের সুযোগ তৈরি করবে, যার মাধ্যমে তৈরী পোশাক শিল্প উৎপাদনে পানির ব্যবহার ২২% হ্রাস পাবে। এটি প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম, পান্তা রেইসহ একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম দ্বারা বাণিজ্যিক ও প্রযুক্তিগতভাবে পরীক্ষিত এই প্রকল্পটি সহায়তা করেছে যুক্তরাজ্য সরকারের এসএমইপি প্রোগ্রাম ও ইউএনসিটিএডি ।

শিল্প পর্যায়ে স্বচ্ছ বা মিঠা পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এবং বর্জ্য পানি ব্যবস্থাপনা উন্নত করে এই প্রকল্পটি স্থানীয় জনগণের জন্য বেশি পরিমাণে পরিষ্কার পানি সহজলভ্য করবে, ফলে পানির সংকট ও স্থানীয় দূষণ হ্রাস পাবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রাইমার্ক- এর প্রতিনিধি লুইস আইজাক বলেন গবেষণা দেখা যায় বাংলাদেশের ৯০% শিল্প কারখানার পার্শবর্তী জলাধার অতি দূষণে আক্রান্ত। এই উদ্যোগ দূষণ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার অনুপ্রেরণা যোগাবে।

এচএন্ডএম এর আঞ্চলিক প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, “টেকসই পরিবেশ উন্নয়নে সবার একযোগে কাজ করতে হবে।”
ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান বলেন, “তৈরী পোশাক শিল্পে দায়িত্বশীল ভূমিকা আগামী পৃথিবী এবং প্রজন্মকে নিরাপদ রাখবে। সবার সহযোগিতায় আমাদের এই প্রকল্পটি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।”

প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ, এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (WARPO)-র পরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এছাড়াও, ফকির নীটওয়্যার লিমিটেডের পরিচালক ফকির মাশফিকুজ্জামান ফাবি, বিজিএমইএ, বিকেএমইএ, ফরাসি উন্নয়ন ব্যাংক এবং কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা পোশাক শিল্পে টেকসইতা উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতার প্রতিফলন।

এই উদ্যোগটি ন্যাশনাল অ্যালায়েন্স ফর ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইক্লিং-এর অধীনে প্রথম বৃহৎ উদাহরণ হিসেবে কাজ করছে, যা ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (WARPO)-র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এই অ্যালায়েন্স-এর লক্ষ্য হলো দেশের পোশাক শিল্পখাতে টেকসই পানি ব্যবস্থাপনা পদ্ধতির বিস্তার ঘটানো।

ওয়াটার রিইউজ ডেমোনস্ট্রেশন সাইট বাংলাদেশের ওয়াটার অ্যাক্ট ২০১৩, ন্যাশনাল ওয়াটার পলিসি ১৯৯৯, এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিস্তারযোগ্য মডেল। এটি ভবিষ্যতে পানি পুনঃব্যবহার প্রযুক্তিকে ব্যাপকভাবে গ্রহণ করার পথে অনুপ্রেরণা জোগাবে এবং দায়িত্বশীল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

উন্নত পানি শোধন প্রযুক্তির গ্রহণযোগ্যতা নতুন কর্মসংস্থান এবং প্রশিক্ষণভিত্তিক দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে, বিশেষত কারখানা শ্রমিক, প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য। এটি বাংলাদেশের শিল্পখাতে একটি সবুজ কর্মসংস্থানের নতুন যুগের সূচনা করবে।

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোনবিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদ...
29/07/2025

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়।

‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে, অপো তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে – ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও আগে কেবল পেশাদার ইকুইপমেন্টের সাথে পাওয়া যেত এমন উন্নত এআই ইমেজিং টুলস রয়েছে।

রেনো১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। রাতের অনুষ্ঠান হোক কিংবা ক্যান্ডেললাইট ডিনার; উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় এখন প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে; যেন প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়!

রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশসহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।

ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা
বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।

যুগান্তকারী অগ্রগতি হিসেবে দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। সমুদ্রতট হোক, সুইমিং পুল বা বর্ষাকালের বৃষ্টি; প্রতিটি ঢেউ, প্রতিফলন ও পানির নিচে থাকা মুহূর্ত এখন ফুটে উঠবে জীবন্তভাবে।

ফটোগ্রাফি বাদেও, রেনো১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসাথে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong.com এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”

10/03/2025

The world largest craft store

18/01/2025
31/12/2024
কিংবদন্তি কখনো হারে না। প্রতিটি হারেই থাকে একটি জয়ের গল্প। জীবনের শেষার্ধে এসে এমন একটি হার কখনই তার হার নয়। এ যেন জয়ের ...
19/11/2024

কিংবদন্তি কখনো হারে না। প্রতিটি হারেই থাকে একটি জয়ের গল্প।
জীবনের শেষার্ধে এসে এমন একটি হার কখনই তার হার নয়। এ যেন জয়ের অন্যরকম গল্প।

১৬ নভেম্বর ২০২৪ শনিবার পুরো আট রাউন্ড খেলা হয়। দুই প্রতিদ্বন্দ্বীর কেউ কাউকে নক আউট করতে পারেননি। শেষ পর্যন্ত পয়েন্টের বিচারে জিতে যায় পল। এই ম্যাচের পর বিশ্রামে যেতে হবে টাইসন ও পলকে। সাধারণত একটি ম্যাচের পর অন্তত সাত থেকে ১০ দিন বিশ্রাম দেওয়া হয় বক্সারদের। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল ‘টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন’-এর।

দীর্ঘ ১৯ বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন টাইসন। ৫৮ বছর বয়সে তিনি লড়লেন ২৭ বছরের পলের বিরুদ্ধে। শনিবার পলের বিরুদ্ধে হেরে গেলেও আবার লড়তে চান টাইসন। ম্যাচ শেষে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এটাই শেষ কি না। টাইসন বলেন, “আমি জানি না। আগামী দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে। আমার মনে হয় না এটাই শেষ। আমি এর পর লোগানের বিরুদ্ধে লড়তে পারি।” লোগান হচ্ছেন পলের ভাই। তিনিও ২৯ বছর বয়সী বক্সার।

ধন্যবাদ অফুরন্ত। পাশে থাকার জন্য।
26/10/2024

ধন্যবাদ অফুরন্ত। পাশে থাকার জন্য।

মুখ খুললেন মঈন ইউ আহমেদ
12/10/2024

মুখ খুললেন মঈন ইউ আহমেদ

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে...

কাদির এর বিরুদ্ধে খুনের অভিযোগ..
10/10/2024

কাদির এর বিরুদ্ধে খুনের অভিযোগ..

ভূমি দস্যু, সিন্ডিকেট দুর্নীতিতে উঠে এসেছে মো: আব্দুল কাদির ওরফে লন্ডন কাদিরের নাম। সরকারি-বেসরকারি নানা দপ্তরের...

এটা কেয়ার টেকার সরকার নয়, এটা অর্ন্তবর্তীকালীন সরকার..
02/10/2024

এটা কেয়ার টেকার সরকার নয়, এটা অর্ন্তবর্তীকালীন সরকার..

এম. সাখাওয়াত হোসেন বলেন এটা কেয়ার টেকার সরকার নয়, এটা অর্ন্তবর্তীকালীন সরকার.. তার নির্দিষ্ট মন্ত্রণালয়ে কোন রকম দ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News Cloud 21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share