AJR Vlogs

AJR Vlogs Hey everyone, This is Abdul Jabber Royal, welcome to my video log page.

17/06/2024

ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের ঈদ হোক আনন্দময় এবং নিরাপদ।

16/05/2024

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে। 😭

☀️ ☀️ ☀️ ☀️ ☀️ ☀️ ☀️
❤️ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে ❤️
https://www.youtube.com/c/BanglaAviation/videos

☀️ ☀️ ☀️ ☀️ ☀️ ☀️ ☀️

আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??

উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।

এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।

ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

❤️ বাংলা এভিয়েশনের অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

❤️ ❤️ #বাংলা_এভিয়েশন
❤️ ❤️ #বাংলা_প্রবাস ❤️

বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটা একটু বেশিই সুন্দর।
13/05/2024

বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটা একটু বেশিই সুন্দর।

30/03/2024

অর্ধেক দামে তরমুজ বিক্রি করলেও এখন ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা...

সেন্টমার্টিনে হুমায়ূন আহমেদ এর `সুমদ্র বিলাস`
04/02/2024

সেন্টমার্টিনে হুমায়ূন আহমেদ এর `সুমদ্র বিলাস`

সেন্টমার্টিন যেন প্রকৃতির স্বর্গরাজ্য। আপনি কি আমার সাথে একমত?
02/02/2024

সেন্টমার্টিন যেন প্রকৃতির স্বর্গরাজ্য। আপনি কি আমার সাথে একমত?

সূর্যাস্তের সময়। টেকনাফ। সেন্টমার্টিন।
30/01/2024

সূর্যাস্তের সময়। টেকনাফ। সেন্টমার্টিন।

28/01/2024
Main Jeti of Saint Martin's Island.
27/01/2024

Main Jeti of Saint Martin's Island.

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when AJR Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category