Md Khan

Md Khan Alhamdulillah

প্লিজ :আগে কেউ লাইক কমেন্ট করবেন না এক বার হলেও পড়ুন আশাকরি  ভালো লাগবে। তারপর লাইক কমেন্ট শেয়ার। সিনেমাহল থেকে বের হয়ে...
07/05/2024

প্লিজ :আগে কেউ লাইক কমেন্ট করবেন না এক বার হলেও পড়ুন আশাকরি ভালো লাগবে। তারপর লাইক কমেন্ট শেয়ার।

সিনেমাহল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।

পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার..

আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বললো.

ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মেরে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।

ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...

তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...

আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।

চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।

বড়ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে।

আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা

28/03/2024

বুঝেও না বুঝার ভান ধরি, আমি কিন্তু টের পাই, কার জীবনে আমার গুরুত্ব কত টুকু!!😅💔

27/03/2024

বয়সের সাথে সাথে যোগ্যতা না থাকলে প্রিয় মানুষটাও ছেড়ে যায় কিন্তু সব কষ্ট সহ্য করেও একটা ছেলেকে হাসি মুখে থাকতে হয় কারণ সে একজন ছেলে,
ছেলে মানেই যে তার কষ্ট হয়না এমনটা না, সেও মানুষ কষ্ট পেলে সেও লুকিয়ে কাঁদে কিন্তু কাউকে কিছুই বলতে পারেনা কারণ আমাদের সমাজে একটা কথা আছে ছেলেদের কষ্ট কিসের, একটু কষ্ট পেলে যে ছেলেটা কেঁদে ফেলে সে নাকি ছেলেই না, এমন একটা অন্ধবিশ্বাস আমাদের প্রতিনিয়ত অনেক একলা করে দেয়❤️😌

25/03/2024

তোমাদের কে 😎😎
হ‍্যা,,🤟
তোমাদের কে হারিয়ে ফেললে যে আমি কষ্ট পাবো,,,?🤣
এই চিন্তা ভাবনা বাদ দাও 🤟😎
কারন তোমরা মানুষ 😊 টাকা পয়সা না 😊😎💯🚬

13/03/2024

🥴🥴বল্টু : Oh my দারলিং🥴🥴
😵‍💫হাসা বন্ধ হবেনা 😵‍💫
একদিন ক্লাসে সকল ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে "ম্যাডাম" বললো...

ম্যাডাম : তোমরা সবাই আগামী কাল ০৪ টা করে ইংরেজী শব্দ লিখে আনবে!🫣🫣

#বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করছে ইংরেজী শব্দ,হঠাৎ সে দেখতে পেলো...

১. একটা লোক একটা ছেলেকে ধমক দিয়ে বলছে"Stand up"🫠🫠

বল্টু লিখে নিলো তার প্রথম ইংরেজী শব্দটা...

২. এরপর সে পথের ধারে একটা "Dustbin" দেখতে পেলো।🤗🤗

৩. কিছুদুর যেতে যেতে বল্টু একটা সিনেমার শুটিং দেখতে পেলো এবং হিরোইন "Hero" কে ডাকছে।

৪. হিরো বললো "Oh my darling" আজ নয় কাল।🫢🫢

#পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো । ম্যাডাম জিজ্ঞাসা করলো তোমরা কে কি ইংরেজী শব্দ লিখে এনেছো সবাই এক এক করে দাঁড়িয়ে বলো আমাকে ! তখন বল্টু দাড়িয়ে বললো..

বল্টু : "Stand up"🫡🫡

ম্যাডাম :এই ছেলে তোর সাহস তো কম না তুই আমাকে Stand up বলিস ! তুই আমাকে কি মনে করিস!😤😤

•বল্টু : Dustbin.🥲🥲

ম্যাডাম : তুমি নিজেকে কি মনে কর!😡😡

বল্টু : Hero.🙂🙂

ম্যাডাম : এই কেউ গিয়ে বেত টা নিয়ে আই তো, আজকে তোকে মেরেই ফেলবো!🤬🤬

বল্টু : Oh my darling" আজ নয় কাল।🥹🥹

নিয়মিত মজার সব গল্প পড়তে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন 🥰

09/03/2024

ছোটু : দাদু পড়তে মন চাচ্ছেনা, একটু টিভি দেখবো?

দাদু : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প করো।

ছোটু: আচ্ছা দাদু আমাদের পরিবার কি সারাজীবন সাতজনেরি থাকবে?

মানে আমি, বোন, তুৃমি, দাদি, বাবা-মা আর আমাদের বিড়াল ছানা ক্যাটি।

দাদু : এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাবো।

ছোটু : কুকুরটা তো বিড়াল ছানাটিকে মে/ রে ফেলবে, তখন আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : তুমি বিয়ে করে আনলে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।

ছোটু : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : তোমার ছেলে-মেয়ে হলে আমরা আট-নয়জন হয়ে যাবো।

ছোটু : কিন্তু তুমি আর দাদী মা/ রা গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : হারামজাদা তুই যা গিয়ে টিভি দেখ। 🤥

(সংগৃহীত)

06/03/2024

কিছুক্ষণ ফেইসবুক অফ থাকার জন্যে, যে পরিমাণে পা'গল হয়েছো এর অর্ধেক তো আমার জন্যে হলেও পারতে!🙂

04/03/2024

"জীবনে পরাজয় এবং ব্যর্থতা বলতে কিছুই নেই 🥺
প্রতিটা বাঁধা এবং প্রতিটা ব্যর্থতা তোমার জীবনে এক একটা বড় শিক্ষা

যখনই দেখবা তোমার কাছের মানুষ লোকজন তোমায় নিয়ে সমালোচনা করতেছে তখন তুমি বুঝে নিবা তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ
কারো কথায় কান না দিয়ে তোমার নির্দিষ্ট গন্তব্যে তুমি ছুটতে থাকো একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ,

21/02/2024

আমি স্বার্থপর নই! আমি শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি,🙂
যাদের কাছে আমার একটু ও মূল্য নেই।💔

17/02/2024

🫣«-!!.আচ্ছা পাবনা মেন্টাল হাঁসপাতালের.!!-»🫣
🤔«-..!!..প্রথম পাগল কে ছিল..!!..-»🤔
😜«-!!..ছেঁলে না মেয়ে..!!-»😜

Address

Dhaka
6771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share