30/09/2025
আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য। জীবন নিয়ে কিছু সত্য ও সরল স্বীকারোক্তি। জীবনে বহুবার হোঁচট খেয়েছি, আঘাত পেয়েছি। কিন্তু ভেঙ্গে পড়িনি। হাল ছাড়িনি। শিখেছি অনেক। এখনো শিখছি। ভবিষ্যতে ও শিখবো ইনসাআল্লাহ্। কিছু আঘাত এতটাই তীব্র ছিল যে, কত রাত আধারে ডুকরে ডুকরে কেঁদেছি।তবু আবার চোখ মুছে ঘুরে দাঁড়িয়েছি।এই স্বার্থপর পৃথিবীতে নিজেকে শক্তভাবে দাঁড় করানোর বিকল্প কিছুই নেই।কোনো ক্ষত-ই চিরস্থায়ী নয়, সবই সময়ের অপেক্ষা।" সকল পরিস্থিতির জন্য আমি আল্লাহ্ দরবারে আলহামদুলিল্লাহ্ 🤲আল্লাহ প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে🤲 রাতের শেষে যেমন ভোর হয়, ঠিক তেমনি জীবনের সকল অন্ধকার কেটে একদিন জীবনে আলো আসবেই ইনসাআল্লাহ্ 🤲
পোষ্ট- ৩০ সেপ্টেম্বর ২০২৫