Surjo Bhai

Surjo Bhai Surjo Bhai Official page

আলহামদুলিল্লাহ সব সময়ের জন‍্য। জীবন নিয়ে কিছু সত‍্য ও সরল স্বীকারোক্তি। জীবনে বহুবার হোঁচট খেয়েছি, আঘাত পেয়েছি। কিন্তু...
30/09/2025

আলহামদুলিল্লাহ সব সময়ের জন‍্য। জীবন নিয়ে কিছু সত‍্য ও সরল স্বীকারোক্তি। জীবনে বহুবার হোঁচট খেয়েছি, আঘাত পেয়েছি। কিন্তু ভেঙ্গে পড়িনি। হাল ছাড়িনি। শিখেছি অনেক। এখনো শিখছি। ভবিষ্যতে ও শিখবো ইনসাআল্লাহ্। কিছু আঘাত এতটাই তীব্র ছিল যে, কত রাত আধারে ডুকরে ডুকরে কেঁদেছি।তবু আবার চোখ মুছে ঘুরে দাঁড়িয়েছি।এই স্বার্থপর পৃথিবীতে নিজেকে শক্তভাবে দাঁড় করানোর বিকল্প কিছুই নেই।‎কোনো ক্ষত-ই চিরস্থায়ী নয়, সবই সময়ের অপেক্ষা।" সকল পরিস্থিতির জন‍্য আমি আল্লাহ্ দরবারে আলহামদুলিল্লাহ্ 🤲আল্লাহ প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে🤲 রাতের শেষে যেমন ভোর হয়, ঠিক তেমনি জীবনের সকল অন্ধকার কেটে একদিন জীবনে আলো আসবেই ইনসাআল্লাহ্ 🤲
‎পোষ্ট- ৩০ সেপ্টেম্বর ২০২৫


23/09/2025
22/09/2025

একটি সংসার টিকে বিশ্বাস সম্মান আর ভালোবাসায়✍ পর্ব-১... আসছে ২য় পর্ব🎬 লোভ, পরকীয়া এবং তৃতীয় ব‍্যক্তি ঢুকলেই সংসার ভাঙ্গার অন‍্যতম কিছু কারণ হয়ে দাড়ায় ✍ সূর্য আহমেদ মিঠুন - (সাংবাদিক, নাট‍্যকার ও পরিচালক )

21/09/2025

টাকা বাড়ি গাড়ি রুপের অহংকার মানুষ কেন করে? যেখানে সবই ক্ষনস্থায়ী 🤔
সকল মানুষ কে সঠিক বুঝ দান করুক এবং নদী ভাঙ্গন এলাকার মানুষদের আল্লাহ্ রক্ষা করুক🤲

14/09/2025

শর্ট ফিল্ম- চাঁদাবাজি
মূল ভাবনাও রচনা : সূর্য আহমেদ মিঠুন
অভিনয় : সানোয়ার খান ও সূর্য আহমেদ মিঠুন, রহিম, ফিরোজ।
চাঁদা নেওয়া আর মানুষের অভিশাপ নেওয়া একই কথা।

12/09/2025

অর্থের অভাবে পুরুষ
তার পরিচয় হারায়,সম্নান হারায়,আবার কখনো প্রিয় মানুষকেও হারায়॥

আমি কোন পরিস্থিতি হাল ছাড়ি না। কারণ আমি বিশ্বাস পৃথিবীর কেউ আমার সঙ্গে না থাকলেও আমার মহান রব আল্লাহ্  আমার সঙ্গে  আছে 🤲...
12/09/2025

আমি কোন পরিস্থিতি হাল ছাড়ি না। কারণ আমি বিশ্বাস পৃথিবীর কেউ আমার সঙ্গে না থাকলেও আমার মহান রব আল্লাহ্ আমার সঙ্গে আছে 🤲 আলহামদুলিল্লাহ্

01/06/2025

বাংলাদেশের ভুক্তভোগী জনগণের
হোক প্রতিবাদ ঘুষখোর দুর্নীতি বাজ ভূমি কর্মকর্তা ও ঘুষখোর দলিল লেখক এবং ঘুষখোর সাব রেজিষ্টারদের বিরুদ্ধে 🇧🇩🔥 🙏


#দুর্নীতি

29/05/2025

জাল দলিল ও হয়রানিমূলক খারিজের বিরুদ্ধে বাংলাদেশের ভুক্তভোগী জনগণ রুখে দাড়ান 🔥🙏 করেন প্রতিবাদ🔥🙏

17/05/2025

টাচ লকের কারণে মটর সাইকেলটি চুরির হাত থেকে বেচেঁ গেল। সবাই ভিডিও টি বেশি বেশি শেয়ার করে দিন।

16/05/2025

অন‍্যের ভুল নিয়ে চিন্তিত না হয়ে নিজের ভুল সংশোধন করে নিন✍ লেখক এবং উপস্থাপনায় : সূর্য আহমেদ মিঠুন

Address

109/D. I. T Road 1st Floor, Malibagh
Dhaka
144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surjo Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share