
03/01/2023
শিগগিরই দলে ফিরছেন জাহাঙ্গীর আলম?
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম শিগগিরই দলে ফিরছেন বলে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। দলে ফেরার গ্রিন সিগন্যাল পেলেই তিনি ফের মেয়রের দায়িত্ব পাবেন বলেও প্রত্যাশা তার সমর্থকদের। উল্লেখ্য যে, গত শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত নেতা ও দলের বিদ্রোহী প্রার্থীদের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত হয়। এরপরই গাজীপুরের নগরবাসী বিশেষ করে জাহাঙ্গীর সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস শুরু হয়। দলের শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্তদের সাধারণ ক্ষমার ঘোষণার পর থেকেই জাহাঙ্গীরের প্রত্যাবর্তন ‘টক অব দ্য গাজীপুরে’ পরিণত হয়েছে। সাধারণ ক্ষমা পেতে জাহাঙ্গীর আলম ইতোমধ্যে কেন্দ্রে আবেদন করেছেন বলে তার ঘনিষ্টজনেরা নিশ্চিত করেছে।
এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের তালিকায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নামও রয়েছে, এমন খবর প্রচার হলে জাহাঙ্গীর আলম সমর্থকরা গত শনিবার রাতভর আতশবাজি ফাটিয়ে মিছিল করে, মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদেরও রাতে যেতে দেখা গেছে তার বাসভবনে। অনেকেই ফুলের তোড়া নিয়ে ছুটে গেছেন সেখানে।
উল্লেখ্য যে, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জাহাঙ্গীর সমর্থকরা বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে গাজীপুর আওয়ামী লীগের রাজনীতিতে গতি আনতেই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। এই সিদ্ধান্তের কারণে সংগঠন গতি পাবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মত তাদের। এখন দেখার বিষয় জাহাঙ্গীর আলমের ব্যাপারে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেয়।