19/01/2025
"জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে,
থাকবে দুশ্চিন্তা.....।"
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই.....।
আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত.....।
কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে.....।
মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়....। জীবনের পথে হাজারো বাধা আসবেই....,
কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব....।
যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়....,
যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে.....,
তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে.....।
আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা.....।
তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন....,
যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন....,
"আমি পারবো, আমার ভেতরের শক্তি অদম্য....।"
সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুুত....।
আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন...।
বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে...।
লড়াই করতে যে জানে, শেষ অবধি সেই টিকে থাকে।
কেননা সমস্যা যেখানে, সমাধান কিন্তু সেখানেই থাকে।
কখনো এটা ভাববেন না আমার মেধা নাই, আমার দ্বারা কিছুই সম্ভব নয়।
কেন জানেন? মহান আাল্লাহ সবাইকে সমান মেধা দিয়েই সৃষ্টি করেছেন।
কেউ চেষ্টা, পরিশ্রম দিয়ে সেই মেধাকে কাজে লাগায় আর কেউ অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়।
ব্যর্থতা আসলে আপনার ভাগ্যের নয় ব্যর্থতা আপনার আত্নবিশ্বাসের, ব্যর্থতা আপনার নিজের চেষ্টা।
কোনো কিছুই পাওয়া সহজ নয়, কিন্তু অসম্ভব ও নয় বটে। সময়ের মূল্য দিতে শিখুন।
নিজের উদ্যোগে স্বাবলম্বীে হোন ।
অন্যের ওপর নির্ভরতা কমান তাহলেই নিজের অবস্থান টা বুঝতে পারবেন।
মনে রাখবেন-
নিজের টাকায় আত্নবিশ্বাস, আত্নসম্মান নিয়ে রাজার মতো মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাটার মধ্যেই আপনার জীবনের স্বার্থকতা।
এর চেয়ে আর কোনো বড় কিছু পাওয়ার নেই।
পারিবো না এ কথাটি বলিও না আর
কেনো পারিবে না তাহা ভাবো একবার
পারো কি না পারো করো যতন আবার
একবার না পারিলে দেখ শতবার।।
কালিপ্রসন্ন দাশ!
এই মন্ত্রটা একবার নিজের মধ্যে কি কখনো অনুভব করেছেন।
ছোট বেলা থেকে শুধু পড়েই গেলেন।
একবার অনুভব করেন দেখবেন, মনের মধ্যে অটোমেটিক সাহস আসবে।
যা সফলতার মূল চাবিকাঠি, সাহস ছাড়া কোনো কিছুই জয় করা সম্ভব নয়। ❤️🌹❤️