
13/09/2025
অগণিত ত্যাগ, অগণিত স্বপ্ন – রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব!
প্রতিদিনই তারা লড়াই করেন পরিবারের সুখের জন্য, জাতির উন্নতির জন্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত ''রেমিট্যান্স যোদ্ধা দিবস'' ছিলো এই সংগ্রামী নায়কদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য মুহূর্ত। তাদের ঘাম, শ্রম আর ভালোবাসার গল্পগুলো অমর হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।
আমরা গর্বিত, এই সাহসী যোদ্ধারাদের ইভেন্টের আয়োজনে ভূমিকা রাখতে।
#ত্যাগের_যোদ্ধা