Nibaroc - নিবারক

Nibaroc - নিবারক Life with Misfar & Zufar 💕

01/02/2025
24/12/2024

21/12/2024
20/12/2024
19/12/2024

23/01/2024

সূরা বাক্বারার একটা আয়াত আছে। ২৩৩নং আয়াত। যেখানে বলা হয়েছে মা তার বাচ্চাকে দুবছর দুধ পান করাবে। আর এই সময়টাতে পিতার কর্তব্য হচ্ছে সেই মায়ের যাবতীয় খরচাদি বহন করা। যখন এই আয়াতটার অর্থ ব্যাখ্যা পড়তাম তখন অবাক হয়ে চিন্তা করতাম যে, মায়ের দুধ তো বাচ্চাকে খাওয়ানোর জন্যই।

বাচ্চা হলে মা তাকে নিজের দুধ খাওয়াবে এটাই তো স্বাভাবিক। সেখানে আলাদা করে মায়ের খরচের কথা উল্লেখের কি আছে?! এখন প্র‍্যাক্টিকাল লাইফে এসে এই আয়াতের মর্ম হারে হারে টের পাচ্ছি।

কারো কারো কাছে এই টাইমটা প্রেগন্যান্সি ও ডেলিভারির চেয়েও বেশি কষ্টকর। এই সময় একটা মায়ের যে পরিমান পুষ্টি দরকার আর সেটার যোগান দেবার জন্য যে পরিমান খরচ প্রয়োজন তা অন্য নর্মাল টাইম থেকে অনেক গুন বেশি। এই সময়টাতে ফিন্যানশিয়াল সাপোর্ট এর পাশাপাশি মানসিক সাপোর্টও অনেক দরকার।

অনিদ্রা, এপিসিউটমি/ সিজারের ব্যথা, কোমর ব্যথা, হাড়ের ব্যথা, সাইড ব্যথা, মাথা ব্যথা, নিপল ক্র‍্যাক, বাচ্চার কান্না, তার টেক কেয়ার, টেনশন,আশ পাশের মানুষের হাজারো কথা ইত্যাদি এতো সব ধকল সহ্য করে মেয়েরা তাদের হাজবেন্ডের লাখ লাখ টাকা বাঁচিয়ে দিচ্ছে। এ হিসাব কজন রাখে?! কজন পুরুষ এই নিয়ামতের শুকরিয়া আদায় করে? এরপরেও এই স্ত্রীদের খুশি করতে কিভাবে পুরুষদের কার্পন্য আসে?
collected

20/01/2024

অযুর পর যে ব্যাক্তি কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে।
সহীহ মুসলিম - ৪৪১

18/01/2024

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"এই দুনিয়াতে লোকেরা তাদের নরম [আরামদায়ক] বিছানায় আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহ অবশ্যই তাদের জান্নাতের উচ্চ পর্যায়ে প্রবেশ করাবেন" (সহীহ ইবনে হিব্বান; আল ইহসান, হাদীস: ১২৪, মুসনাদ আবি ইয়া'লা, হাদীস: ১১১০ এবং ১৩৯১)
ইমাম ইবনে হিব্বান (রহিমাহুল্লাহ) হাদীসটিকে সহীহ বলে ঘোষণা করেছেন। ‘আল্লামা হায়থামি (রহিমাহুল্লাহ) হাসান ঘোষণা করেছেন। (মাজমা’উজ জাওয়াইদ, খণ্ড ১০ পৃষ্ঠা ৭৮)


হজরত আবু সাঈদ খুদরি (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহর রাসুল! শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে?' রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'শ্রেষ্ঠতম মানুষ ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে।' (শুআবুল ইমান, হা. : ৫৮৩)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মহান আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার যিকির করে এবং আমার যিকিরে তার দু’ ঠোঁট নড়াচড়া করে তখন আমি তার সঙ্গে থাকি করি।
সুনানে ইবনে মাজাহ ৩/৩৭৯২,আহমাদ ১০৫৮৫, আত-তালীকুর রাগীব ২/২২৭, তাখরীজুল মিশকাত ২২৮৫। তাহকীক আলবানীঃ সহীহ

17/01/2024

১৪০০ বছর আগে রাসুল (সাঃ) এর বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে !

মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ "পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।"
- (সহীহ বুখারী ৫৩৭১)

বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন, "ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত"
- (সহীহ বুখারী ৫৫১৫)

বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার
জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা
কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল হতে পারে, অথবা মৃত্যুবরণও করতে পারে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম"
- (সহীহ বুখারী ৬১২৪)

বিজ্ঞান বলে, ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তি ও কমে যায়।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।"
- (মুসলিম ১৬৫৫)

বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।
- (সহীহ বুখারী ৩২৮০)

বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে। আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ।"
- (সহীহ মুসলিম ৪৯৩ ও ৪৯৪)

বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভবনা থাকে।

আল্লাহ সুবনাহু তায়ালা বলেন, "আর ব্যভিচারের কাছেও যেয়োনা। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ।"
- (বনি ইসরাঈল ৩২) নেশাগ্রস্থ শয়তানের কাজ (মাইদাহ ৯০)

বিজ্ঞান বলে, পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইনটেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে নেশাগ্রস্থ হয়ে মাতাল ও অসুস্থের মত জীবন পরিচালনা করে। এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আল্লাহ বলেন, "আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।"
- (আরাফ ২০৪)

বিজ্ঞান বলে, কুরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের। আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক যেমন ভাবে ফিউজ হওয়া ব্যাটারীকে সচল করা হয়।

শেয়ার করে ছড়িয়ে দিন। সবাইকে জানিয়ে দিন ইসলামের বিজয়ের কথা !!

16/01/2024

কেউই নিজ আমল
দ্বারা জান্নাতে প্রবেশ করবেনা আল্লাহর রহমত ও দয়া ব্যতীত!

(বুখারী-৫৬৭৩)

15/01/2024

হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রাতে অধিক পরিমাণে নামাজ পড়ে, দিনে তার চেহারা উজ্জ্বল হয়।’ (ইবনে মাজাহ)

14/01/2024

অতএব, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় কর, আমার সাথে কুফরী করো না।
(সূরা বাকারা:আয়াত-১৫২)

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nibaroc - নিবারক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share