Dhallywood24

Dhallywood24 An Entertainment Based News Portal Focused on Dhallywood & Bangladeshi Showbiz. A Concern of Tiger Media Limited
(554)

শোবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলি...
01/10/2025

শোবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন।

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এখন আছেন পূজার আনন্দে। মঙ্গলবার অষ্টমীর দিনে পোস্ট করেছেন নতুন বেশ কয়েকটি ছবি।
01/10/2025

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এখন আছেন পূজার আনন্দে। মঙ্গলবার অষ্টমীর দিনে পোস্ট করেছেন নতুন বেশ কয়েকটি ছবি।

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই অনেকে বলছেন আমি স্...
30/09/2025

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই অনেকে বলছেন আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য না। পারিবারিক ব্যবসায়িক কাজেই এখানে এসেছি। আগামী মাসেই দেশে ফিরবো।’
‘বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই’ উল্লেখ করে বাপ্পী আরও বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরবো না। দেশে ফিরলেই সব মিটে যাবে।’
সিনেমায় নিজের অবস্থান প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘অনেকদিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’

রাশমিকাকে এবার দেখা যাবে ভৌতিক সিনেমায়, দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। গতকাল রাতে এসেছে সিনেমার গান...
30/09/2025

রাশমিকাকে এবার দেখা যাবে ভৌতিক সিনেমায়, দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। গতকাল রাতে এসেছে সিনেমার গান ‘তুম মেরে না হুয়ে’। আয়ুষ্মান খুরানার সঙ্গে গানটিতে পাওয়া গেছে আবেদনময়ী রাশমিকাকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’  অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখা...
30/09/2025

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’
উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃ ত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে দুইবার তার ম র দেহের ময়নাতদন্ত হয়েছে। ...
29/09/2025

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃ ত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে দুইবার তার ম র দেহের ময়নাতদন্ত হয়েছে। তার মৃ ত্যুর কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল।
জুবিনের এ আকস্মিক মৃত্যুতে শোকাহত তার অসংখ্য অনুরাগী। এদিকে দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে জুবিনকে নিয়ে আবেগঘন কথা বলেছেন টালিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এবার সিনেমা মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর ‘ডাই...
29/09/2025

এবার সিনেমা মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।

ভারতের সিনেমার ইতিহাসে রতি অগ্নিহোত্রী এক উজ্জ্বল তারকা। কিন্তু ঝলমলে রুপালি পর্দার আড়ালে লুকিয়ে আছে অসীম ধৈর্য, ত্যাগ ও...
29/09/2025

ভারতের সিনেমার ইতিহাসে রতি অগ্নিহোত্রী এক উজ্জ্বল তারকা। কিন্তু ঝলমলে রুপালি পর্দার আড়ালে লুকিয়ে আছে অসীম ধৈর্য, ত্যাগ ও কষ্টের গল্প। সিনেমার অভিনেত্রীকে চিনলেও ব্যক্তি রতি অগ্নিহোত্রী রয়ে গেছেন আড়ালেই। ১৯৮৬ সালে তাঁদের এক ছেলে জন্মগ্রহণ করেন, নাম রাখা হয় ‘তনুজ’। কিন্তু সুখী দাম্পত্যের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে ফাটল ধরতে শুরু করে। অনিল শারীরিক ও মানসিকভাবে রতিকে অত্যাচার করা শুরু করেন। এই কষ্ট এবং সহিংসতা চলতে থাকে ৩০ বছর ধরে।

চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও টাইগার মিডিয়ার কর্ণধার  #জাহিদ_হাসান_অভি। তার পিতা কামাল হাসানও একজন স্বনামধন্য চলচ্চিত্র প...
28/09/2025

চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও টাইগার মিডিয়ার কর্ণধার #জাহিদ_হাসান_অভি। তার পিতা কামাল হাসানও একজন স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক। বাবাকে দেখেই তার ছোটবেলা থেকে স্বপ্ন তৈরি হয় বাংলা সিনেমা নিয়ে কাজ করার। সে ইচ্ছে থেকেই তিনি প্রথমে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের চলচ্চিত্র ভিত্তিক প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢালিউড২৪’।
সেখান থেকেই এক সময় স্বনামধন্য মিউজিক লেবেল ও প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার জন্ম হয়। টাইগার মিডিয়া ও ঢালিউড২৪ দুয়ে মিলে বাংলা চলচ্চিত্রের প্রচারণায় এনেছে ভিন্ন মাত্রা। ২০১৪ সালের আলোচিত ও ব্যবসা সফল ছবি 'কিস্তিমাত' টাইগার মিডিয়ার প্রযোজনা ছিলো। এরপর একে একে মুক্তি পায় তার প্রযোজিত ‘সম্রাট’, ভালো থেকো, #জংলি সহ বেশ কিছু চলচ্চিত্র।
এছাড়া জাহিদ হাসান অভি 'দি অভি কথাচিত্র'র কর্ণধার। গীতিকার হিসেবেও জাহিদ হাসান অভি সুনাম রয়েছে।
চলচ্চিত্রের এ তরুণ স্বপ্নদ্রষ্টার জন্মদিনে টাইগার মিডিয়া পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
শুভ জন্মদিন Zahid Hasan Abhi

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো মানেই এক বিশাল উৎসব। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ঐতিহ্য, আবেগ আ...
28/09/2025

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো মানেই এক বিশাল উৎসব। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানার টান। মুম্বইয়ের অন্যতম চর্চিত এই পুজো ঘিরে সকলের কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। মুম্বইয়ের সান্তাক্রুজে অবস্থিত মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো কেবল ঘরোয়া অনুষ্ঠান নয়, বরং বলিউড তারকাদের অন্যতম মিলনস্থল হয়ে ওঠে। হাজার হাজার মানুষের ভিড় জমতে দেখা যায় সেখানে। ভোগ বিতরণ থেকে প্রতিমা দর্শন, সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয় এই নর্থ বম্বে দুর্গাপুজো।

থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃ*ত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মা*রা গেছেন ৩৯ জন। শনি...
28/09/2025

থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃ*ত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মা*রা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দুর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এ ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারিনা ‘কুরু ২’-তে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য শোনার জন্য অপেক্ষা করছেন। সিনেমাটি বর্...
28/09/2025

কারিনা ‘কুরু ২’-তে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য শোনার জন্য অপেক্ষা করছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে পুরো টিম কুরু ফ্র্যাঞ্চাইজি নিয়ে উত্তেজিত।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটিতে বর্তমানে শীর্ষস্থানীয় নায়িকাদের নিয়ে পরিকল্পনা করা হয়েছে। কারিনা এতে আবারও অভিনয় করবেন। এর বাইরে এখনও কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি।

Address

Apt: 10B, House 10, Road 2/2 Banani, Block L
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Dhallywood24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhallywood24:

Share