Maksud Rahman

Maksud Rahman My name is Maksud Rahman, I enjoy travelling with friends, riding bikes.. I UPLOAD VIDEOS ABOUT MY DAILY LIFE.

i am a nature lover and love to go for the long ride....i want to make everyone happy and i want to show what i am in real life..

এখানে একটা চায়ের ব্রেক নিব।😇
03/07/2025

এখানে একটা চায়ের ব্রেক নিব।😇

23/06/2025
😴
01/06/2025

😴

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভ...
14/02/2025

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে.....

‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন....

“আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল....

তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে.....

তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে....

রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে...…

রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে!

তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে—

রুমি শোনো..!

সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।"

28/11/2024

BoatRide😇

দেশের জনপ্রিয় শিল্পীরা দেশে থাকতে চায় না। দীর্ঘদিন পরিশ্রম করে যখন কিছু টাকা-পয়সা হয়, তখন তারা বিদেশে পাড়ি জমায়। একইভাবে...
04/10/2024

দেশের জনপ্রিয় শিল্পীরা দেশে থাকতে চায় না। দীর্ঘদিন পরিশ্রম করে যখন কিছু টাকা-পয়সা হয়, তখন তারা বিদেশে পাড়ি জমায়। একইভাবে, সরকারি কর্মকর্তারাও সুযোগ পেলেই দেশ ছাড়েন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরাও উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফেরেন না। তারা ফিরতেও চান না।

ডাক্তাররা, প্রকৌশলীরা—বিশেষ করে বুয়েটের প্রকৌশলীদের প্রায় ষাট শতাংশই দেশে থাকেন না। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও অনেকেই স্থায়ীভাবে বিদেশে থেকে যান।

রাজনীতিবিদদের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। তারা তাদের সন্তানদের দেশে না পড়িয়ে বিদেশে পাঠান। তারা নিজেরাও জানেন, বাংলাদেশ শুধুমাত্র ব্যবসার জায়গা, রাজনীতির মাধ্যমে অর্থ আয়ের মাধ্যম। কিন্তু বসবাসের জন্য নয়। কারণ দেশটাকে তারা কখনোই বসবাসের উপযোগী করে তোলার চেষ্টা করেনি।

দেশ ছাড়ার কারণ হিসেবে অনেকেই বলেন—সন্তানের ভবিষ্যতের কথা, শেষ বয়সে একটু শান্তির কথা, পরিবার-পরিজনের ভালো থাকার কথা। কেউ বলেন—সততার সাথে বাঁচতে চান, আত্মসম্মান নিয়ে বাঁচতে চান, যোগ্যতার সম্মান চান, উচ্চশিক্ষার সুযোগ চান, বা ধর্মীয় রোষানল থেকে মুক্তি চান। যদি আপনার চারপাশের মানুষদের নিয়ে একটি জরিপ করেন, দেখবেন আশি শতাংশ মানুষ সুযোগ পেলে দেশ ছাড়তে চায়।

তাহলে প্রশ্ন হলো, পঞ্চাশ বছরে আমরা এমন কেমন একটি সমাজ তৈরি করলাম—যেখান থেকে সবাই পালাতে চায়? মানুষের মনে সবসময় যেন এক পালানোর উন্মত্ততা, এক দীর্ঘশ্বাস, এক নিরন্তর চেষ্টা। কেন?

এই প্রশ্নের উত্তর খোঁজা এবং সেই অনুযায়ী আমাদের দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নেতাদেরই নিতে হবে। দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ আর পালানোর কথা না ভাবে, বরং এই দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পায়।

😍
03/10/2024

😍

পৃথিবীতে পান দোকানদার একমাত্র ব্যক্তি যে আপনাকে চুনা দেয়ার আগে জিজ্ঞেস করে নেয়- ভাই, চুনা লাগামু?😋বাকি সবাইত জিজ্ঞেস না ...
27/06/2024

পৃথিবীতে পান দোকানদার একমাত্র ব্যক্তি যে আপনাকে চুনা দেয়ার আগে জিজ্ঞেস করে নেয়- ভাই, চুনা লাগামু?😋
বাকি সবাইত জিজ্ঞেস না করেই কারনে অকারনে আপনাকে চুনা লাগায়।😬
কথা কিলিয়ার নাকি বেজাল আছে?

Address

Dhak
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Maksud Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maksud Rahman:

Share

Category