09/12/2024
আপনি কি আপনার অগোছালো ফেসবুক পেইজ নিয়ে চিন্তিত !! প্রফেশনাল ভাবে আপনার পেইজ সাজাতে চান!! বুস্টিং করেও সেল নেই তেমন !! অনলাইন ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন ? Web Tech Care
ফেসবুক পেজ নিন সাজিয়ে🛒, অনলাইনে ব্যবসা বাড়বে লাফিয়ে !! 🚀
🎯 ফেসবুক পেজ মূলত একটি ভার্চুয়াল দোকান এর মতো। ডেকোরেশন ছাড়া যেমনি দোকানের পণ্য বিক্রয় বৃদ্ধি পায়না, তেমনি সাজানো একটি পেজ না থাকলেও কাঙ্খিত ক্রেতাও পাওয়া যায় না।
🎯 প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে একটি সাজানো-গোছানো ফেসবুক পেজ ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায়। এতে কাস্টমারদের ট্রাস্ট বৃদ্ধি পায় ।
🎯 যথাযথ নিয়মে একটি সাজানো ফেসবুক পেজ ফেসবুকে সার্চ রেজাল্টে এগিয়ে রাখে এবং ইউজার ফ্রেন্ডলি হয় । এতে সহজে যে কেউ খুঁজে পেতে পারে ।
➡️ পেজ তৈরীর পর আপনার পেজ কিভাবে নিরাপদ রাখবেন সে সম্পর্কে বিস্তারিত জানানে হবে। পেজ সেটাপ এর পর যদি আপনি বিজনেস ম্যানেজার বা এড ম্যানেজার সেট করতে চান আপনার বিজনেস এর জন্য সেটাও করা যাবে। তবে সেটা এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয় । এছাড়া আমাদের থেকে অ্যাড ক্যাম্পেইন পেইড সুবিধা পাবেন পরবর্তীতে। এছাড়াও যেকোনো ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে আমরা আছি আপনার পাশে।
প্রকৃতপক্ষে অসম্পূর্ণ ফেসবুক পেজ থেকে ক্রেতারা প্রোডাক্ট কেনার ব্যাপারে আগ্রহ কিংবা আস্থা কোনটাই পান না। ফলে সেলস কমে গিয়ে ঘটে চূড়ান্ত পর্যায়ের ভরাডুবি।প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করলে বিক্রি বাড়বে বহুগুণ ।
আমাদের প্যাকেজে যা যা থাকছে:- Web Tech Care
১। প্রফেশনাল লোগো তৈরি (AI/png/psd ফাইল দেওয়া হবে)।
২। 3D প্রফাইল পিকচার তৈরি।
৩। প্রফেশনাল কাভার ফটো তৈরি।
৪। অটোমেটিক মেসেজ সেটিং।
৫। ফেসবুক ম্যাপ লোকেশন সেটিং।
৬। ওপেনিং ও ক্লোজিং টাইম সেটিং।
৭। এবাউট সেকশন কম্পিলিট (শর্ট ও লং এবাউট)।
৮। পেজ ট্যাম্পলেট ঠিক করা।
৯। পেজ ইউজার নাম ঠিক করা।
১০। পেজ ট্যাব রি-এরেন্জমেন্ট করা।
১১। মেসেজ বাটন (মেসেন্জার/হোয়াটসএপ) দেওয়া।
১২। এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা।
সাথে আরো অনেক কিছু ।
তাছাড়া লাইফ টাইম সাপোর্ট তো আছেই
🚀আপনি কি ইউটিউব চ্যানেল কাজে লাগিয়ে অনলাইন ব্যাবসা করতে আগ্রহী?🤔
যদি আপনার উত্তর হয়! হ্যা!
তাহলে এই সুযোগটি আপনার জন্য।
* সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে ব্যাবসাকে প্রচার প্রসার করার জন্য এখনই আমার সাথে যোগাযোগ করুণ।
* আমি দিচ্ছি আপনাকে কম প্রাইজে অধিক সুবিধা।
* কাজ যখন করাবেনই তাহলে অভিজ্ঞ ফ্রিল্যান্সার দিয়ে কাজ করান।
তাহলে অনলাইনে আপনার ব্যাবসা সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
* আমার কাছে আপনি যেসকল সুযোগ সুবিধা পাচ্ছেন 👇👇👇
✅ Channel Optimization
✅ Logo & Banner Design
✅ Create Playlist
✅ Optimized Discription
✅ Add Tecs & Keyword
✅ Verification
✅ Social Media Linking
✅ আপনি যেইভাবে করতে আগ্রহী সেইভাবে করে দিবো।
✅ etc
আস্থা রাখুন Web Tech Care এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই যোগাযোগ করে প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করুন।
📌পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক।
⭕বিস্তারিত জানতে কল করুন অথবা যোগাযোগ করুন:
অফিস ঠিকানা :বাড়ি #১২,ব্লক #জে,রোড #১,রামপুরা বনশ্রী।মেরাদিয়া হাট,প্রধান সড়ক(হাজী মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী টাওয়ার)লিফটের৭
মোবাইল: 01917-214170 Website: www.smartwebit.com