Nitu's Vlog

Nitu's Vlog Hello This is Nitu, I created this page to share my daily lifestyle, hangout, my delicatessen, my gladsome, ups n downs of my life etc.
(16)

so stay connected with me.

জেনেটিক্যালি আব্বুর গায়ের গন্ধটা আমি পেয়েছি। আব্বু পারফিউম ব্যবহার করতেন না শুধু জুম্মার দিনে আর কোথাও বেড়াতে গেলে আতর ম...
30/09/2025

জেনেটিক্যালি আব্বুর গায়ের গন্ধটা আমি পেয়েছি। আব্বু পারফিউম ব্যবহার করতেন না শুধু জুম্মার দিনে আর কোথাও বেড়াতে গেলে আতর মাখতেন। ঘেমে গেলে মানুষের গা থেকে গন্ধ আসবেই আমার ও আসে আর সেই গন্ধ আব্বুর কথা আরো বেশি মনে করিয়ে দেয়। মনে হয় আব্বু আশেপাশেই আছে।
রব্বিরহামহুমা কামা রব্বায়িনি সাগিরা।
ছবিতে আমার ছোট মেয়ে জারা।

সুপ্রভাত 🌿
03/09/2025

সুপ্রভাত 🌿

যতোই ভাবি চিৎকার করব না, আদর্শ মা হবো, কিন্তু এরা তা করতেই দিবেনা। কিছু না কিছু করবেই যাতে আমরা ফাটা বাশের মত চিৎকার করি...
26/08/2025

যতোই ভাবি চিৎকার করব না, আদর্শ মা হবো, কিন্তু এরা তা করতেই দিবেনা। কিছু না কিছু করবেই যাতে আমরা ফাটা বাশের মত চিৎকার করি। গলার স্বর ব্যাডা মানুষের মত হয়ে গেছে 😐

good morning
24/08/2025

good morning

রাতে স্বামী বলতেছিল "তুমি বউ,  বউ ই থেকে গেলে প্রেমিকা আর হতে পারলা না"তাই সকালে নাস্তার প্লেটে প্রেমিকার মত চিরকুট দিলা...
06/08/2025

রাতে স্বামী বলতেছিল "তুমি বউ, বউ ই থেকে গেলে প্রেমিকা আর হতে পারলা না"
তাই সকালে নাস্তার প্লেটে প্রেমিকার মত চিরকুট দিলাম
"বাবু খাইছো" 😁😁😁

বাচ্চারা যখন ই ঠিকঠাক খাওয়া- দাওয়া করে, ঠিক তখন ই অসুস্থ হয়ে আবার খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।  😢
03/08/2025

বাচ্চারা যখন ই ঠিকঠাক খাওয়া- দাওয়া করে, ঠিক তখন ই অসুস্থ হয়ে আবার খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। 😢

অধিকাংশ মেয়েরা চায় ২৫ বছরের বিসিএস ক্যাডার ছেলে, মাসে লাখ টাকা কামাবে, সন্ধ্যার পর ফ্রি থাকবে আর শুক্রবার শনিবার তাকে ঘু...
02/08/2025

অধিকাংশ মেয়েরা চায় ২৫ বছরের বিসিএস ক্যাডার ছেলে, মাসে লাখ টাকা কামাবে, সন্ধ্যার পর ফ্রি থাকবে আর শুক্রবার শনিবার তাকে ঘুরতে নিয়ে যাবে 😆

উলুবনে মুক্তা ছড়ানো একটা প্রবাদ আছে৷ এর অর্থ হল অযোগ্য জায়গায় মূল্যবান সম্পদ রাখা। ফেসবুক উলুবনে মুক্তা ছড়িয়েছে,  আমার ন...
06/07/2025

উলুবনে মুক্তা ছড়ানো একটা প্রবাদ আছে৷ এর অর্থ হল অযোগ্য জায়গায় মূল্যবান সম্পদ রাখা। ফেসবুক উলুবনে মুক্তা ছড়িয়েছে, আমার নেই ফলোয়ার, নেই রিচ ভিউ অথচ আমাকে দিয়ে রাখছে কনটেন্ট মনিটাইজেশন। অথচ কত ভাল ভাল ক্রিয়েটর রা মনিটাইজেশন পাচ্ছেনা। আমি পেয়েও কোনো কাজে লাগাতে পারিনাই।

18/06/2025

জামাইর পকেট মারা ছাড়া বর্তমানে আর কোনো ইনকাম সোর্স নাই 🥹

17/06/2025

দশ দিনে নয় দিন উপকার করে একদিন করতে না পারলে মানুষ ওই একদিনের টাই মনে রাখে বাকি নয় দিনের উপকার ভুলে যায়।

13/06/2025

শীতকালে ফ্লোরে পা দিতাম না, স্যান্ডেল পায়ে দিয়ে হাটতাম আর এখন ফ্লোরে শুয়ে থাকি।
অহংকার পতনের মূল 🥴🥴

বড় মেয়ে নিরার জন্মদিন ছিল গতকাল। বাচ্চা কাচ্চা বড় না হওয়া পর্যন্ত আর বার্থডে করব না,  😩😩 কারণ ছবিতেই দেখুন।।cake from An...
10/06/2025

বড় মেয়ে নিরার জন্মদিন ছিল গতকাল। বাচ্চা কাচ্চা বড় না হওয়া পর্যন্ত আর বার্থডে করব না, 😩😩 কারণ ছবিতেই দেখুন।।
cake from Anas Food Delivery
ভালোর মধ্যে যেটা ভাল ছিল কেক টা ভাল ছিল।

Address

Dhaka

Telephone

+8801644707670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nitu's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nitu's Vlog:

Share