Sh Sunny

Sh Sunny মুহাম্মাদ (সাঃ) বলেছেন,,, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয় (সহিহ বুখারী ৩৪৬১)

ইয়া আল্লাহ আপনি পুরো গাযা বাসিকে আপনার রহমতের চাদরে ডেকে নিন।
09/08/2025

ইয়া আল্লাহ আপনি পুরো গাযা বাসিকে আপনার রহমতের চাদরে ডেকে নিন।

31/07/2025

- আমর ইবনু কায়স ( رحمه الله ) থেকে বর্ণিত তিনি বলেন,

إِن الْمَرْأَة لتخاصم زَوجهَا يَوْم الْقِيَامَة عِنْد الله فَتَقول:إِنَّه كَانَ لَا يؤدبني،وَلَا يعلمني شَيْئا،كَانَ يأتيني بِخبْز السُّوق

❛❛কিয়ামতের দিন আল্লাহর সামনে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে আর বলবে:—হে আল্লাহ!“সে আমাকে না আদব শিখিয়েছে আর না শাসন করেছে সে বাজার থেকে শুধু রুটি এবং কাপড় এনে দিয়েছে”।❜❜

(তাফসীরে সাম'আনি, খন্ড: ৫ পৃষ্ঠা: ৪৭৫)

31/07/2025

- সূরা আন-নূর ইসলামী সমাজে পর্দা, লজ্জাশীলতা, চেহারা ঢেকে রাখা, এবং শালীনতার ব্যাপারে বিস্তারিত বিধান প্রদান করে। নারীদের চরিত্র গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ সূরা।

31/07/2025

শাইখ ইবনে বায رحمه الله বলেন:

"যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে না, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা একজন মুসলিমের জন্য নিষিদ্ধ। বরং তাকে তা না করার পরামর্শ দেওয়া উচিত এবং তার খারাপ কাজ অস্বীকার করা উচিত। যদি সে তওবা করে, তাহলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যেতে পারে; অন্যথায়, তাকে পরিত্যাগ করা উচিত..."

[মাজমু'আল-ফাতাওয়া ইবনে বায,
খণ্ড: ১০; পৃষ্ঠা ২৭০]

31/07/2025

ইবনে হাওয়ালা (رضي الله عنه) থেকে বর্ণিত।

নবী করিম (ﷺ) বলেছেন: “শীঘ্রই অবস্থা এমন দাঁড়াবে যে, তোমরা বিভিন্ন সেনাদলে বিভক্ত হয়ে যাবে—এক দল সিরিয়ায় (শামে), এক দল ইয়েমেনে এবং আরেক দল ইরাকে।”

ইবনে হাওয়ালা (رضي الله عنه) জিজ্ঞাসা করলেন:

“হে আল্লাহর রাসূল! যদি আমি সে সময় পাই, তাহলে আমার জন্য কোথায় যাওয়া উত্তম?”

রাসূল (ﷺ) উত্তর দিলেন:

“তুমি সিরিয়ার (শাম) দিকে যাও, কারণ তা আল্লাহর পৃথিবীর মধ্যে মনোনীত স্থান। সেখানে তিনি তাঁর শ্রেষ্ঠ বান্দাদের একত্রিত করবেন। তবে যদি তুমি সেখানে যেতে অপারগ হও, তাহলে ইয়েমেনে চলে যাও এবং সেখানকার জলাধারগুলো থেকে পানি ব্যবহার করো। কেননা আল্লাহ আমার উম্মতের জন্য বিশেষভাবে সিরিয়া ও তার অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করেছেন।”

📚 (সুনান আবু দাউদ, হাদিস নং ২৪৮৩, সহীহ)

31/07/2025

❝যে দুনিয়াকে ভালোবাসে এবং দুনিয়া পেয়েই সন্তুষ্ট হয়ে যায়, তার অন্তর থেকে আখিরাতের ভয় দূর হয়ে যায়।❞

- ইমাম সুফইয়ান আস সাওরী [ رحمه الله ]
[ইমাম আবু নুআইম আল আসবাহানী (রহ.), হিলইয়াতুল আউলিয়া: ৭/৭৯, মাতবাআতুস সাআদাহ, মিসর, ১৯৭৪ ঈ.]

31/07/2025

যদি বাংলাদেশে একজন সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিতেই হয়, তাহলে Mizanur Rahman Azhari বিকল্প নেই 💝

31/07/2025

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি — কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে।

আজ একটু খোলা চোখে চিন্তা করি…

📡 RFID চিপ — শরীরে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে “সুবিধা হবে”। বাস্তবে? আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়।

🤖 AI (Artificial Intelligence) — এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কী চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে deepfake ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই “অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি” কি একে মনে পড়ে না?

💳 Centralized Banking System — এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে, “RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ”। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন — আপনার একাউন্ট বন্ধ।

🛰️ Satellite Surveillance + Smart City — ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা-সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে, কী ভাবছে, কী খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে।

🧬 Genetic Engineering & Cloning — রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে, “আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো।” আসলে বানাবে “আত্মাহীন রোবট মানুষ” — যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য।

🔐 Personal Data = সবচেয়ে বড় অস্ত্র
আপনি কী ভয় পান, কী বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় সফট… এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন, “আমি তো ফেসবুকে শুধু মজা করি”?

💣 Nuclear Weapon Systems এখন AI দ্বারা চালিত — যদি দাজ্জালের মত একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়? আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন — যদি মানুষ নয়, কোন “সিস্টেম” পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে?

🕋 Religion Elimination Plan — বলা হবে, “সব ধর্ম এক করো, নতুন এক Global Unity বানাও।”
যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে “cut-off”।
তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ।
ঠিক যেমন হাদিসে বলা হয়েছে:
“যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না।”

আজকের AI, Blockchain, BioChip, Surveillance Technology, Digital Currency — এগুলো কী কেবল অগ্রগতি?
না কি এগুলোই একদিন বলবে:
“তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না!”

✅ আমি কারও বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি:

তুমি প্রযুক্তি ব্যবহার করো — কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে।
তুমি চিপ ব্যবহার করো না — যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে।

🔰 করণীয়:
• সূরা কাহফ পড়ো, অন্তত প্রতি শুক্রবার
• দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো
• জীবনকে ধীরে ধীরে “Tayyib” করো — খাবার, চিন্তা, সমাজ
• সন্তানকে শেখাও “সত্য-মিথ্যার পার্থক্য”
• আর সবশেষে, এমনভাবে তৈরি হও — যেন সে (দাজ্জাল) এলে তুমি বলতে পারো:
“আমি আল্লাহর বান্দা — কোনো সিস্টেম, কোনো ইল্যুশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না।”

দাজ্জাল আসবে। এটা কুরআন-হাদিসে নিশ্চিত। কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি — তখন আর আমাদের বের হবার পথ থাকবে না।
আজ থেকে প্রস্তুতি নিন, ঈমানকে Technology Proof করুন...
#সংগ্ৰীহিত

এই লোকের ছবি নিয়ে আমরা হাসিঠাট্টা করলেও এই ছবিটা যতটুকু হাসির খোরাক দিচ্ছে তার চেয়ে বেশি আমাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ ...
31/07/2025

এই লোকের ছবি নিয়ে আমরা হাসিঠাট্টা করলেও এই ছবিটা যতটুকু হাসির খোরাক দিচ্ছে তার চেয়ে বেশি আমাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ ফেলার কথা।

মনে আছে? আন্তর্জাতিক নারী দিবসে ইউনুস কাকে পুরষ্কার দিয়েছিল?সেই একই টাইপের বি [কৃ] ত মানসিকতার লোককে এই বছরের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরষ্কার দেয়া হয়েছে (যেটা আবার অস্বীকার করা হচ্ছে, সেরা কোরিওগ্রাফারের পুরষ্কার পাওয়ার দাবী করেছে)। আপনারা কি ভাবছেন এগুলো রসিকতার বিষয়? এগুলো না বুঝেই করা হচ্ছে?

ধীরে ধীরে নারী পুরুষের পার্থক্য মুছে ফেলা হবে। গত কয়েকবছর ধরে আমাদের মস্তিষ্ককে কীভাবে কাপড়-চোপড়ের মাধ্যমে ম্যনিপুলেট করা হচ্ছে, এগুলোর প্রতি সহনশীলতা তৈরি করা হচ্ছে সেটা ঈদের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম।

কারিকুলামে আপনার সন্তান কীভাবে মেয়ে থেকে ছেলে হবে কিংবা ছেলে থেকে মেয়ে হবে এই বিষয়গুলো ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হবে।
সবকিছুই পরিকল্পিতভাবে আগাচ্ছে জাতিসংঘ এবং আ [মে] রিকান পাপেট ইউনুসের সাহায্য নিয়ে। আপনারা যেদিন ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনাদের হাতে আর কিছুই থাকবে না। শুধুই আফসোস করবেন।

সংযুক্তি: মিডিয়া কী প্রমোট করছে এটাই মূখ্য বিষয়। কী পুরষ্কার পেয়েছে সেটা মূখ্য না।

science Galaxy নামক পেজ থেকে বিজ্ঞানের নামে সু কৌশলে মুসলিম উম্মাকে অপবিজ্ঞান, অপসংস্কৃতি, শিরক এবং কুফর শেখানো হচ্ছে। এ...
31/07/2025

science Galaxy নামক পেজ থেকে বিজ্ঞানের নামে সু কৌশলে মুসলিম উম্মাকে অপবিজ্ঞান, অপসংস্কৃতি, শিরক এবং কুফর শেখানো হচ্ছে। এদের ভিতর স্পষ্ট মুনাফিকিও দেখা গেছে। তারা মূলত মুসলিম উম্মাকে পথভ্রষ্ট করছে বিজ্ঞানের খোলসে। এদের থেকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। লিংক দিয়ে দিচ্ছি। প্রত্যেকে অবশ্যই রিপোর্ট করবেন এবং সাইবার এক্সপার্ট কেউ থাকলে, আরো কঠোর একশন নিবেন ইনশাআল্লাহ। যাতে করে তারা এসব নোংরামি না করতে পারে।

https://www.facebook.com/share/1CiYR4BWsj/

27/07/2025

আধুনিক ব্রয়লার মুরগির আকার গত কয়েক দশকে নাটকীয়ভাবে বেড়েছে, যার পেছনে আছে নির্বাচিত প্রজনন (selective breeding) ও উন্নত খাদ্য ব্যবস্থাপনা। USDA-এর তথ্য অনুযায়ী, বাজারজাত মুরগির গড় ওজন ১৯৭৫ সালে যেখানে ছিল ৩.৭৬ পাউন্ড, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৭ পাউন্ডে— যা ৫০ বছরে প্রায় ৭৫% বৃদ্ধি।

আরও দীর্ঘ সময়ের দৃষ্টিতে দেখলে বৃদ্ধি আরও বেশি চোখে পড়ে: ১৯৫০-এর দশকের তুলনায় আজকের মুরগির ওজন ৪০০% বেশি। ব্রয়লার মুরগির এত দ্রুত বৃদ্ধি, যা এখন মাত্র ৪৭ দিনে অর্জন করা হয় তা ১৯২৫ সালে সময় লাগত ১১২ দিন। বিষয়টা ব্রয়লার এর খাদ্যের গুণমান, পশুর কল্যাণ ও আমরা আসলে কী খাচ্ছি এই বিষয়ে প্রশ্ন তোলে।

উৎস: ন্যাশনাল চিকেন কাউন্সিল / USDA ব্রয়লার পারফরমেন্স ডেটা

Address

Zinzira
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sh Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category