NS kitchen & blogs

NS kitchen & blogs Hi! this is NS.I am a video creator.I like to make food blogs.

কিছু কিছু আপনজন হলো বহুরূপী,নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। ゚
09/08/2025

কিছু কিছু আপনজন হলো বহুরূপী,
নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়।


নিদ্রার চর😍   ゚
09/08/2025

নিদ্রার চর😍



শুভ দুপুর  ゚
09/08/2025

শুভ দুপুর


 ゚    #টেস্টি
09/08/2025



#টেস্টি

সঠিক,বার বার  যে অপমান করে সে মজা করে এমনটি করে  না,ইচ্ছে করেই করে আর ওটিই তার আসল রুপ। আর কথা অন্তরে প্রবেশ করলে সহজে ভ...
08/08/2025

সঠিক,বার বার যে অপমান করে সে মজা করে এমনটি করে না,ইচ্ছে করেই করে আর ওটিই তার আসল রুপ। আর কথা অন্তরে প্রবেশ করলে সহজে ভুলে যাওয়া যায় না,এটা খুব কষ্টকর। তখন সে শত চেষ্টা করলেও ভুলতে পারেনা।

অনেক দিন পর বানালাম,খুব মজার হয়েছে😍   ゚
08/08/2025

অনেক দিন পর বানালাম,খুব মজার হয়েছে😍

ওটা কি? #শামুক ゚
07/08/2025

ওটা কি?
#শামুক

"আপনি ভাবলেন কি করে, যে আপনাকে মন থেকে ভালোবাসে না, সে আপনার সন্তানকে ভালোবাসবে?যার গাছই পছন্দ না, সে কীভাবে সেই গাছের ফ...
06/08/2025

"আপনি ভাবলেন কি করে, যে আপনাকে মন থেকে ভালোবাসে না, সে আপনার সন্তানকে ভালোবাসবে?
যার গাছই পছন্দ না, সে কীভাবে সেই গাছের ফল পছন্দ করবে?"

অনেক সময় আমরা ভুল করে ধরে নিই—
যারা আমাদের ‘আত্মীয়’, তারা নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়।
কিন্তু সত্যিটা খুব কঠিন।
যে মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার হাসি সহ্য করতে পারে না—
সে কখনোই আপনার সন্তানের জন্য ভালো কিছু চাইবে না।

সন্তান তো আপনারই রক্ত-মাংস।
আপনার চোখ, আপনার স্বভাব, আপনার অস্তিত্ব গাঁথা তার মধ্যে।
আপনার প্রতি ঘৃণা যার মনে, সে সন্তানের ভালো চাইবে কেন?

হয়তো তারা সামনে এসে গায়ে হাত বুলিয়ে বলবে—
“আহারে বাচ্চাটা কত্তো মিষ্টি!”
কিন্তু পেছনে গিয়ে আপনার সন্তানের অনিষ্ঠ ই কামনা করবে।

এইসব মুখোশধারী মানুষদের থেকে সাবধান হোন।
কারণ এই ভুয়া ভালোবাসা আসলে বিষের মতো।
ধীরে ধীরে আপনার সন্তানকে ভুল বার্তা দেয়, ছোট করে, ভেতর থেকে ভেঙে ফেলে।আপনার সন্তানের অনিষ্ঠ ছাড়া তারা আর কিছুই চায় না এটা মাথায় রাখবেন

সন্তানকে যদি সত্যিকারের নিরাপদ রাখতে চান,
তাহলে তাকে এমন মানুষদের ছায়া থেকে দূরে রাখুন
যারা আপনাকেই ভালো চোখে দেখে না।

কারণ, যে গাছকে ঘৃণা করে—
সে কখনোই চায় না গাছটা ফল দিক।
(দেরিতে হলেও বুঝতে পেরেছি)

06/08/2025

পুরো গ্রামজুড়ে চলছে কান্না।
ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।😭😭

06/08/2025



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS kitchen & blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share