Mirja Vai

Mirja Vai Assalamu Alaykaum
Welcome To My Official Page

একটি শিক্ষামূলক গল্পবাড়িতে চোর ঢুকেছে!গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।...
28/03/2023

একটি শিক্ষামূলক গল্প
বাড়িতে চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।
সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো,
চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি।
হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর
কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,
সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে
দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা
লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে
ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর
ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী
হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে
গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি,
তাদের অবস্থাও ঐ গাধার মত।কথা বলে অপরাধী হচ্ছি।
আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে-
ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া
আর কোন উপায় নাই ।
তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন ।
কথায় বলে
পাপ বাপকেও ছাড়ে না,,,,,,,,🙏

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত • টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। ...
25/03/2023

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত
• টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। আর টম ও এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে। •সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।
• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!🤔🤔🤔
27/02/2023

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!🤔🤔🤔

আমার লাগামহীন লাল ঘোড়ার পেপার এর স্কুল ব্যাগ টা কেমন হলো জানাবেন 😁😁🤣🤣
26/02/2023

আমার লাগামহীন লাল ঘোড়ার পেপার এর স্কুল ব্যাগ টা কেমন হলো জানাবেন 😁😁🤣🤣

25/02/2023

দেখা যদি পাই সফলতার☺️
গল্প শুনাবো ব্যার্থতার🥰

24/02/2023

সময় খুব চালাক☺️
যৌবণের লোভ দেখিয়ে শৈশব কেরে নেয়🥺
আর অর্থের লোভ দেখিয়ে যৌবণ কেরে নেয়🥴

23/02/2023

দ্রুতগামী এম্বুলেন্স হঠাৎ করে থেমে যাওয়ার মানে🚅
গন্তব্য টা চেঞ্জ হয়ে গিয়েছে 😍

আপনি জীবনে কিছু করেন আর না করেন এরকম একটা ছেলে অবশ্যই তৈরি করবেন যেন মরে যাওয়ার পরেও সে আপনার জন্য আল্লাহর দরবারে হাত ত...
22/02/2023

আপনি জীবনে কিছু করেন আর না করেন এরকম একটা ছেলে অবশ্যই তৈরি করবেন যেন মরে যাওয়ার পরেও সে আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলতে পারে 😊😍

21/02/2023

মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে🙂
মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালো বাসে নাহ🥺

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mirja Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirja Vai:

Share

Category