সম্পাদক.কম

সম্পাদক.কম সংবাদ, প্রতিবেদন ও ভিডিও ব্লগিং সাইট
www.sompadak.com

সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারীনাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আ...
26/10/2025

সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব।আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।

26/10/2025

পাকিস্তানের সেনা কর্মকর্তা সাহির শামশাদ মির্জা বাংলাদেশকে ভিক্ষার কৌশল শিখিয়ে গেলেন?

মধ্যরাতে 'মব' সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলো এনসিপি নেতাকর্মীরা
26/10/2025

মধ্যরাতে 'মব' সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলো এনসিপি নেতাকর্মীরা

মধ্যরাতে 'মব' সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলো এনসিপি নেতাকর্মীরা
মধ্যরাতে ‘মব’ সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা
চট্টগ্রামের চান্দগাঁওয়ে মধ্যরাতে এক নাটকীয় ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কিছু নেতাকর্মী ‘মব’ সৃষ্টি করে এক নিরীহ ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং পরদিন তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন মুক্তি দেওয়ার নামে।
ভুক্তভোগী আনিসুর রহমান, স্থানীয় আবদুস সাত্তারের ছেলে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা এলাকায় এনসিপি যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা তার বাসার সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করেন। পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তারা ঘরে ঢুকে আনিসকে ঘুম থেকে তুলে নিয়ে যান। এরপর পুলিশকে খবর দিয়ে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আনিসের স্ত্রী বিবি মরিয়ম জানান, তার স্বামী দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে, হার্টে তিনটি রিং পরানো—তবু কেউ তাদের কথা শোনেনি। পরদিন তাকে হত্যা ও বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়। পরিবারের দাবি, মূল উদ্দেশ্য ছিল চাঁদা আদায়। প্রথমে ১০ লাখ, পরে ৬ লাখ টাকার দাবি জানানো হয়; রাজি না হওয়ায় পুলিশি সহযোগিতায় তাকে জেলে পাঠানো হয়।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, “এনসিপি নেতারা খবর দিয়েছিলেন, কোনো অঘটন ঘটার আশঙ্কা থাকায় পুলিশ গিয়ে আনিসকে থানায় নিয়ে আসে।”
অন্যদিকে অভিযুক্ত নেতা সজীব ভূঁইয়া দাবি করেছেন, “আনিস চান্দগাঁও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক ছিলেন। আত্মগোপনে ছিলেন বলে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।” তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা দাবি করেন, “বরং আনিসের পরিবারই আমাদের টাকা অফার করেছিল, আমরা রাজি হইনি।”
স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্টের পর থেকে এনসিপি বা বৈষম্যবিরোধী পরিচয়ে এ ধরনের ‘মব’ গঠন ও চাঁদা আদায়ের একাধিক ঘটনা ঘটেছে। কেউ চাঁদা দিলে ছেড়ে দেওয়া হয়, না দিলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়—এমন ভিডিওও আগেই ভাইরাল হয়েছিল।
বিশ্লেষক ও স্থানীয়রা বলছেন, এটি এখন প্রশাসনের নীরব প্রশ্রয়ে চলা এক বিপজ্জনক প্রবণতা। রাজনৈতিক পরিচয়ের সুযোগে কিছু নেতা নাগরিক ভয়ের রাজনীতি তৈরি করছেন। পুলিশ যদি এসব ঘটনায় নিরপেক্ষ না থাকে, তবে এ ধরনের ‘মব ন্যায়বিচার’-এর সংস্কৃতি আরও ভয়ংকর আকার নেবে।

মিডিয়া দখলে মব, ১২ হাজার সাংবাদিক বেকার, কণ্ঠরোধের নতুন অধ্যায়
26/10/2025

মিডিয়া দখলে মব, ১২ হাজার সাংবাদিক বেকার, কণ্ঠরোধের নতুন অধ্যায়

মিডিয়া দখলে মব, ১২ হাজার সাংবাদিক বেকার, কণ্ঠরোধের নতুন অধ্যায়
ইউনুস সরকারের শাসনামলে বাংলাদেশের গণমাধ্যম আজ গভীর সংকটে। স্বাধীন সাংবাদিকতা যেখানে ছিল মুক্তচিন্তার প্রতীক, সেখানে এখন চলছে ভয়, দমন আর রাজনৈতিক প্রতিহিংসার রাজত্ব। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১২ হাজার সংবাদকর্মী বেকার হয়ে পড়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক ও সম্পাদকদের জোরপূর্বক ছাঁটাই করে তাদের জায়গা দখল করেছে বিএনপি–জামায়াত–শিবির ও এনসিপি–ঘনিষ্ঠ কর্মীরা।
এক বছরেই কয়েক শতাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালের নিবন্ধন বাতিল করা হয়েছে। সরকারি অনুমোদন বা বিজ্ঞাপন না পাওয়ায় বহু সংবাদমাধ্যম কার্যত বন্ধ হয়ে গেছে। সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি বা গ্রেফতারের নজির বেড়েছে। মিডিয়া মালিকদের একাংশও এখন ক্ষমতাসীন মহলের চাপে নিরপেক্ষতা হারাচ্ছেন।
অভিজ্ঞ গণমাধ্যম বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু সাংবাদিকদের জীবিকা নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকেও বিপন্ন করছে। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই এখন ভয়ভীতি আর আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। মব-নিয়ন্ত্রিত এই মিডিয়া পরিবেশে সত্য প্রকাশ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
স্বাধীন সাংবাদিকতার ওপর এই দমননীতিকে অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী পদক্ষেপ হিসেবে দেখছেন। গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার না হলে, রাষ্ট্রের তথ্যপ্রবাহ ও জনগণের মতপ্রকাশের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

26/10/2025

শরীয়তপুর ছাত্রলীগ নেতার ছোটভাই শাহিন শেখকে হত্যার উদ্দেশ্যে হামলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়ের শেখকে না পেয়ে তার ছোটভাই শাহিন শেখকে কুপিয়ে জখম করে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। সে বর্তমানে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই নৃশংসতার শেষ কোথায়?

24/10/2025

জামাত নেতার বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা, সাংবাদিক দেখেই দৌড়

কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নাকোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে...
23/10/2025

কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না- এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়।

এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও-ছবি ফাঁসএনসিপির মাদারীপুর জেলা সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য, নারীদের...
23/10/2025

এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও-ছবি ফাঁস
এনসিপির মাদারীপুর জেলা সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, পুলিশ দিয়ে হয়রানিসহ অসংখ্য অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের ভিডিও, কল রেকর্ড ও ছবি। মেরাজুলের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। তিনি রাজৈর উপজেলার শংকরদী গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রি সিরাজ বেপারীর ছেলে।
এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী। এর আগে টাকা চুরি ও নারী কেলেঙ্কারির অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর চারটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট।
ফাঁস হওয়া ৬ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায়, এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন এনসিপির সদস্য মেরাজুল ইসলাম। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। একপর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী।
খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টাকা চুরি ও নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর চারটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। থ্রি-ডি ডিজিটাল স্কুল, ইকরা স্কুল, কিডস ইন্টারন্যাশনাল স্কুল ও মডেল স্কুল থেকে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ ও নারীদের কুপ্রস্তাব দেওয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অপরাধে বহিষ্কার করা হয় মেরাজুলকে।
#বাংলাদেশ_রাজনীতি #ডক্টর_ইউনূস #শহিদুল_আলম #বিএনপি #রাজনৈতিক_খেলা #সম্পাদক_কম #এনসিপি #সাকিবআলহাসান #আওয়ামীলীগ #শেখহাসিনা
ফেসবুক লাইভ ২০১৯ পেইজটি ফলো করুন

রাষ্ট্রদূত হারুন আল রশিদ একাত্তরের পরাজিত শক্তিকে বের করে দিবেনআমাকে আপনারা সাবেক রাষ্ট্রদূত সাবেক কূটনীতিক বলেন কেন? আম...
23/10/2025

রাষ্ট্রদূত হারুন আল রশিদ একাত্তরের পরাজিত শক্তিকে বের করে দিবেন
আমাকে আপনারা সাবেক রাষ্ট্রদূত সাবেক কূটনীতিক বলেন কেন? আমি কি চাকরি ছেড়েছি? নাকি অবসর নিয়েছি? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বিশ্রাম নিচ্ছি। আমাকে দেখে কি মনে হয় আমি সাবেক হয়ে গেছি? আমি এখনো সেই বয়সে পৌছিনি। আমাকে সাবেক বলবেন না। সময় মত আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে পাবেন। স্বাধীনতাবিরোধীদের জম হয়ে। আমার বুকের উপর সিলটা দেখেন। আমি রাষ্ট্রদূত হওয়ার পর পত্রিকার অফিসগুলোতে খবর প্রকাশের জন্য এই ছবিটা দিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে। সবাই তখন এই ছবিটাই ছাপিয়েছিল।
মনে রাখবেন, বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তিদের জন্য নয় যারা দলবেঁধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। তাদের আব্বা জেনারেল নিয়াজী তাদের হয়ে সেই দলিলে স্বাক্ষর করেছিল। তখন আমরা তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিইনি। এবার আমরা তাদের সবাইকে বাংলাদেশ থেকে বের করে দেব।
#বাংলাদেশ_রাজনীতি #ডক্টর_ইউনূস #শহিদুল_আলম #বিএনপি #রাজনৈতিক_খেলা #সম্পাদক_কম #এনসিপি #সাকিবআলহাসান #আওয়ামীলীগ #শেখহাসিনা
ফেসবুক লাইভ ২০১৯ পেইজটি ফলো করুন

যা বললেন মাসুদ কামাল: বাদ পড়ছেন কোন কোন উপদেষ্টা?  ‘দলীয় উপদেষ্টা’ তালিকায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়...
23/10/2025

যা বললেন মাসুদ কামাল: বাদ পড়ছেন কোন কোন উপদেষ্টা?
‘দলীয় উপদেষ্টা’ তালিকায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের নাম থাকবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
আজ বৃহস্পতিবার তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল বলেন, “আমার ধারণা, রাজনৈতিক দলের নেতারা যে ‘দলীয় উপদেষ্টাদের’ কথা বলেছেন তার মধ্যে আসিফ মাহমুদ আছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে অযোগ্যতা, যুক্ত হয়েছে ক্ষতিকর অযোগ্যতা। কিছু কিছু লোক আছে কোনো কাজ করতে পারে না, সে অযোগ্য।’
আসিফ মাহমুদকে মনে করার কারণ হিসেবে তিনি উপদেষ্টার সম্প্রতি একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ তুলে ধরেন।
যে পোস্টে আসিফ মাহমুদ জানান, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে করা কয়েকটি চুক্তি বাতিলের খবর। তবে পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য নাকচ করে দেন। উপদেষ্টা পদে থেকে আসিফ মাহমুদের এমন কর্মকাণ্ডকে ‘ভুল কাজ বা উল্টাপাল্টা কাজ’ বলে অ্যাখ্যা দিয়েছেন মাসুদ কামাল।
তিনি বলেন, ‘আসিফ মাহমুদ অযোগ্য। এত ভুল কাজ করেন, উল্টাপাল্টা কাজ করেন।
#বাংলাদেশ_রাজনীতি #ডক্টর_ইউনূস #শহিদুল_আলম #বিএনপি #রাজনৈতিক_খেলা #সম্পাদক_কম #এনসিপি #সাকিবআলহাসান #আওয়ামীলীগ #শেখহাসিনা
ফেসবুক লাইভ ২০১৯ পেইজটি ফলো করুন

ভারতের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি লস্কর-ই-তাইয়্যাবার পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যাবার বাংলাদেশ শাখা ভারতের ...
23/10/2025

ভারতের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি লস্কর-ই-তাইয়্যাবার
পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যাবার বাংলাদেশ শাখা ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে—এ ধরনের খবর আঞ্চলিক নিরাপত্তার জন্য সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে। নিরাপত্তা সূত্র জানাচ্ছে, নেতৃত্বে আছেন সহকারী আমির আতাউল্লাহ বিক্রমপুরী। দেশের কিছু সশস্ত্র ও অরৈখিক তৎপরতার মাধ্যমে সম্ভাব্য হামলার ছক আঁকা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশ–ভারত সীমান্তের জন্য নয়, পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। সরকারের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক অবস্থান গ্রহণ করা এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে দেশের ভাবমূর্তি এবং নাগরিক নিরাপত্তা উভয়ই ঝুঁকির মুখে পড়বে।
জনসাধারণের সচেতনতা ও তথ্যভিত্তিক নিরাপত্তা বোঝাপড়া অত্যন্ত জরুরি। গুজব বা অযথা আতঙ্ক ছড়ানো এড়াতে এবং সঠিক তথ্য সরবরাহ করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। শুধু প্রতিরোধমূলক ব্যবস্থা নয়, বরং জঙ্গি সংগঠনগুলোর শিকড় চিহ্নিত করা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করাও সময়ের দাবি।
এই ধরনের হুমকি দেশের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করে। আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা এবং সাধারণ নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা—সবই প্রভাবিত হয়। তাই সরকারের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, পরিকল্পিত ও সুসংহত পদক্ষেপ গ্রহণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা। দেশের নিরাপত্তা সর্বাধিক অগ্রাধিকার হওয়া উচিত। কোনো ধরনের অবহেলা বা স্বার্থান্ধ রাজনৈতিক দৃষ্টি জঙ্গিদের শক্তি দেবে।
প্রতিরোধ, সচেতনতা এবং তথ্যভিত্তিক পদক্ষেপ ছাড়া এই হুমকি মোকাবিলা সম্ভব নয়। সময়মতো ব্যবস্থা নিলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষা সম্ভব হবে।
#বাংলাদেশ_রাজনীতি #ডক্টর_ইউনূস #শহিদুল_আলম #বিএনপি #রাজনৈতিক_খেলা #সম্পাদক_কম #এন

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় সিলেট স্টেডিয়ামসবুজ পাহাড়, চা-বাগান আর নির্মল প্রকৃতির বুকে ঘেরা সিলেট আন্তর্জাতিক ...
23/10/2025

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় সিলেট স্টেডিয়াম
সবুজ পাহাড়, চা-বাগান আর নির্মল প্রকৃতির বুকে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে গর্বের নতুন উপলক্ষ পেল বাংলাদেশ। ইংল্যান্ডভিত্তিক জনপ্রিয় ক্রিকেটমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই নয়নাভিরাম ভেন্যুটি।
সিলেটের স্টেডিয়ামটি সবসময়ই দর্শকদের কাছে আলাদা এক আকর্ষণ। শহরের এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত এই মাঠ যেন প্রকৃতির কোলে গড়া এক রূপকথার রাজ্য। চারপাশের সবুজ পাহাড়, চা-বাগানের ফাঁকে উঁকি দেয়া সূর্যের আলো, আর সকাল কিংবা গোধূলির কুয়াশাচ্ছন্ন দৃশ্য। সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে করেছে অনন্য সুন্দর।
‘ক্রিকেট ৩৬৫’ তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের সবুজ দৃশ্য দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে।

#বাংলাদেশ_রাজনীতি #ডক্টর_ইউনূস #শহিদুল_আলম #বিএনপি #রাজনৈতিক_খেলা #সম্পাদক_কম #এনসিপি #সাকিবআলহাসান #আওয়ামীলীগ #শেখহাসিনা
ফেসবুক লাইভ ২০১৯ পেইজটি ফলো করুন

Address

Dhaka
1216

Website

https://www.youtube.com/channel/UC6dIOpzLVR

Alerts

Be the first to know and let us send you an email when সম্পাদক.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সম্পাদক.কম:

Share