Visual Stories by Sharif

Visual Stories by Sharif Hey! Welcome!!

পেজটি ফলো দিয়ে পাসে থাকুন, ধন্যবাদ ।

বাচ্চার মুখে গল্প আনতে চাইলে জিজ্ঞেস করুন এই ১০টি প্রশ্ন👇স্কুল থেকে ফিরেই বাচ্চার মুখে চোখ রাখেন বেশিরভাগ মা। ব্যাগ নামা...
24/05/2025

বাচ্চার মুখে গল্প আনতে চাইলে জিজ্ঞেস করুন এই ১০টি প্রশ্ন👇

স্কুল থেকে ফিরেই বাচ্চার মুখে চোখ রাখেন বেশিরভাগ মা। ব্যাগ নামানোর আগেই প্রশ্নটা আসে—"আজ দিনটা কেমন কাটল?"
প্রশ্নে মায়ের আদর থাকলেও, ক্লান্ত শিশুটির কাছে সেটি হয়ে দাঁড়ায় একঘেয়ে এক পরীক্ষা। বেশিরভাগ সময় উত্তর হয় সংক্ষিপ্ত—"ভালো", "ঠিকঠাক", "যেমন ছিলো"।

আসলে, বাচ্চার সঙ্গে যোগাযোগ তৈরির সবচেয়ে ভালো সময়টা হল ওর স্কুলফেরার মুহূর্ত। কিন্তু সেই সুযোগটাকে একটু সৃজনশীলভাবে কাজে লাগানো যায় না? একঘেয়ে প্রশ্ন বাদ দিয়ে যদি একটু ভিন্নভাবে জানতে চাওয়া যায়, তবে হয়তো বাচ্চার মুখে জমে থাকা গল্পগুলো আপনিই টেনে আনতে পারবেন!

চলুন দেখে নিই এমন ১০টি সহজ, বন্ধুবান্ধবসুলভ প্রশ্ন—যা আপনার শিশুকে খোলামেলা কথা বলতে উৎসাহ দেবে:
🧩 ১. আজকে স্কুলে কি মজার কিছু হয়েছে?
হাস্যকর কিছু? কারও মজার ভুল? এই প্রশ্নে বাচ্চা নিজের মতো করে গল্প বলতে পারে।

📚 ২. নতুন কিছু শিখেছ আজ?
পাঠ্যবইয়ের বাইরেও ছোট্ট কিছু শেখা হতে পারে—একটা শব্দ, একটা নিয়ম, একটা অভিজ্ঞতা।

🚻 ৩. স্কুলের টয়লেটটা কেমন? পরিষ্কার থাকে তো?
স্বাস্থ্য আর অভ্যাস দুটো নিয়েই সচেতন করতে সাহায্য করে এই প্রশ্ন।

🪑 ৪. তোমার পাশে কে বসে এখন? ওর সঙ্গে কথা হয়?
বন্ধু হওয়ার গল্প এখান থেকেই শুরু হতে পারে।

⚽ ৫. আজ লাঞ্চব্রেকে খেলাধুলো করেছ? কী খেলেছিলে?
শরীরচর্চা আর সামাজিকতা—দুটোই উঠে আসে একসাথে।

🍱 ৬. আজকের টিফিনটা কেমন লাগলো?
খাবার নিয়ে খোলামেলা কথা বললে পুষ্টি বিষয়ে সচেতন করাও সহজ হয়।

🤝 ৭. নতুন বন্ধু হয়েছে কি? ওর নাম কী?
বন্ধুত্বের শুরুর গল্প জানার দারুণ উপায়।

👩‍🏫 ৮. তোমার ক্লাস টিচার তোমায় পছন্দ করেন তো?
শিক্ষকের সঙ্গে সম্পর্কের আভাস পাওয়া যায়।

📐 ৯.কোন ক্লাসটা করতে তোমার একেবারেই ভালো লাগে না?
এই প্রশ্নে বাচ্চা নিজের অসুবিধার কথা বলতে উৎসাহিত হয়।

🎶 ১০. তোমরা কী গান করো আজকাল?
স্কুলের সংস্কৃতি আর পরিবেশ বোঝা যায় এই প্রশ্নে।

এই ধরনের প্রশ্ন শুধু তথ্য জানার জন্য নয়, বরং বাচ্চার অনুভূতির সঙ্গে জুড়ে যাওয়ার একটা উপায়। ও বুঝবে, আপনি শুধুমাত্র উত্তর চান না, ওর ভাবনা, অনুভূতিও জানতে চান।

মা-বাবা হিসেবে আমরা চাই বাচ্চা মন খুলে কথা বলুক। শুধু প্রশ্নের ধরণ একটু বদলালেই বদলে যেতে পারে সম্পর্কের রঙ।

আজই চেষ্টা করে দেখুন!
👉👇
এ ধরনের আরও টিপস পেতে আমাদের পেজটি ফলো করুন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না—আপনার একটি শেয়ার অন্য অভিভাবকেরও উপকারে আসতে পারে!
ছবি: এআই

১ ঘন্টা আগে আমাদের বাসার রুমের দরজা ভেঙ্গে ঢুকে টাকা, মোবাইল laptop টা নিয়ে গেছে।  কিন্তু দুর্ভাগ্যবশতঃ বেচারা তার মোবাই...
02/05/2025

১ ঘন্টা আগে আমাদের বাসার রুমের দরজা ভেঙ্গে ঢুকে টাকা, মোবাইল laptop টা নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশতঃ বেচারা তার মোবাইল টি আমার টেবিলের উপরে রেখে গেছে।।
তার ফেইসবুক আইডি
https://www.facebook.com/profile.php
কেউ চিনলে আমাকে জানাবেন ধন্যবাদ

26/04/2025

ওপেনিং ডে গুলোতে সকালে আমি আগে গোসলে যাই, তারপর যান "উনি" মানে আমার কর্তা আজ হঠাৎ বাথরুমের দরজা দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস করলেন,
"তুমি কোনওদিন সাবান মাখো না?"
আমি অবাক হয়ে -- 'মানে?'
উনি -- না, কোনোদিন সাবানটা ভিজা থাকে না, তাই...
আমি -- ঐ সাবানটা মাখি না। ওই গোলাপী মতো বোতল'টা আছে, ওইটা মাখি।
উনি আশ্চর্যান্বিত গলায় -- "ওটা শ্যাম্পু নয়?"
আমি -- 'না, ওটা বডিওয়াশ। তুমি কি শ্যাম্পু ভেবে মেখেছো?'
উনি কিঞ্চিৎ চিন্তিত হয়ে -- "ঠিক খেয়াল পড়ছে না, সাদা বোতল'টা শ্যাম্পু আর লাল'টা?"
আমি -- 'ওটা কণ্ডিশনার।'
কৌতুহলী উনি -"আর সবুজ, জেলি জেলি মতো, ওটা??"
আমি উত্তরে বলি -- 'ওটা ফেসওয়াশ।'
উনি আরও বেশি কৌতুহলী -- "তাহলে দানা দানা, খসখসে মতোটা, ওটা কি??"
আমি বিরক্ত হয়ে -- 'ওটা ফেস স্ক্রাবার।'
আমার উনি জবাব দেন -- "স্ক্রাবার তো টিউবের মতো'টায় লেখা।"
আমি হতাশ হয়ে -- 'ওটা বডি স্ক্রাবার!'
উনি কৈফিয়ত তলব করার ভঙ্গিতে -- "আর চ্যাপ্টা মত কৌটোটায়??"
আমি -- 'ওটা হেয়ার প্যাক।'
স্বামী জেরা করার সুরে -- "তাহলে এইটা (বাথরুমের দরজা দিয়ে হাত বাইরে বের করে)??"
আমি হাঁপিয়ে ওঠা গলায় -- 'হেয়ার সিরাম!'
অবাক উনি -- "কি রাম??"
আমি চেঁচিয়ে -- 'রাম নয় রে বাবা.....সিরাম, সিরআআআআম!!'
এবার উনি ঠাণ্ডা গলায় প্রশ্ন করেন -- "আর অয়েল-ইন-ক্রিম লেখা'টা কোথায় মাখো?"
এবার ধৈর্য্যের বাঁধ ভাঙা আমি চিৎকার করে উঠি --
'আমার যেখানে খুশি মাখি, রান্না করি ঐ তেল দিয়ে, হয়েছে? লাগবে তোমার?? গাড়িতে ঢালবে?? অ্যাঁ??
সক্কাল সক্কাল বাথরুমটা লণ্ডভণ্ড করছে লোকটা....আমি এবার পাগল হয়ে যাবো.....!!'
এবারে আমাকে উনি আস্বস্ত করার ভঙ্গিতে -- "আচ্ছা, আচ্ছা, বাদ দাও, আমারও মাথা গুলিয়ে গেছে।
বলছি, তাহলে সাবান'টা দিয়ে কিছুই করো না?
মানে কিছুই করো না আর কি??"
এরপর যদি এই জলের মতো সরল, ফুলের মতো কোমল মেয়েটা রেগে যায়.....তাহলে আমায় দোষ দিও না...
😏
#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

Send a message to learn more

11/04/2025

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে, পরিবর্তিত নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

✨ নয়নতারা ফুলের সৌন্দর্য এবং তার গুণাগুণ আমাদের জীবনে এনে দেয় এক নতুন আলোর রশ্মি। 🌿
27/03/2025

✨ নয়নতারা ফুলের সৌন্দর্য এবং তার গুণাগুণ আমাদের জীবনে এনে দেয় এক নতুন আলোর রশ্মি। 🌿

🌸 আকন্দ ফুল – প্রকৃতির এক অনন্য রূপ, যার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এটি একদিকে যেমন দেখতে সুন্দর, তেমনি স্বাস্থ্যকর গুণা...
26/03/2025

🌸 আকন্দ ফুল – প্রকৃতির এক অনন্য রূপ, যার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এটি একদিকে যেমন দেখতে সুন্দর, তেমনি স্বাস্থ্যকর গুণাগুণে ভরপুর। 🌿

২৬ শে মার্চ, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সূর্যোদয়! মুক্তির অনুপ্রেরণা, আমাদের অহংকার। ✊💚সবাইকে লাল সবুজের শুভেচ্ছা 😍
25/03/2025

২৬ শে মার্চ, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সূর্যোদয়! মুক্তির অনুপ্রেরণা, আমাদের অহংকার। ✊💚
সবাইকে লাল সবুজের শুভেচ্ছা 😍

🦚 প্রকৃতির ক্যানভাসে জীবন্ত রঙের ছোঁয়া, ময়ুরের নাচে মুগ্ধ হোক মন! ✨💙
25/03/2025

🦚 প্রকৃতির ক্যানভাসে জীবন্ত রঙের ছোঁয়া, ময়ুরের নাচে মুগ্ধ হোক মন! ✨💙

💛 বন্ধুত্ব আর আনন্দের প্রতীক, হাসির মতো খুশি ছড়ায় হলুদ গোলাপ! 🌼✨
24/03/2025

💛 বন্ধুত্ব আর আনন্দের প্রতীক, হাসির মতো খুশি ছড়ায় হলুদ গোলাপ! 🌼✨

🌅 দিনশেষের রঙিন গল্প, সূর্যাস্তের মায়াবী ছোঁয়া! ✨❤️
23/03/2025

🌅 দিনশেষের রঙিন গল্প, সূর্যাস্তের মায়াবী ছোঁয়া! ✨❤️

⛵ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে নৌকা, ঠিক যেমন জীবন! 🌊✨📍 মেঘনা নদী
22/03/2025

⛵ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে নৌকা, ঠিক যেমন জীবন! 🌊✨
📍 মেঘনা নদী

🌸 লজ্জাবতী ফুল - স্পর্শ করলেই লাজুক, কিন্তু সৌন্দর্যে অতুলনীয়! 💖✨
21/03/2025

🌸 লজ্জাবতী ফুল - স্পর্শ করলেই লাজুক, কিন্তু সৌন্দর্যে অতুলনীয়! 💖✨

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visual Stories by Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visual Stories by Sharif:

Share