25/08/2025
তোমার ঠোঁট দুটি রক্ত-রাঙা ফুলহাসিতে ঝরে মধুর কথা, মন হয়ে যায় আকুল।তোমার চোখের দৃষ্টি যেন বিদ্যুৎ ঝলকায়হৃদয় হারায় তোমারই চোখের মায়ায়।তোমার কোমল কেশ যেন ঝলমলে রুপোর রেখামুখখানি যেন কতইনা মনোমুগ্ধকর, আমি খুজে পাই চাঁদের আলোর দেখা।তোমার স্পর্শে জীবন পায় নতুন প্রাণতুমিই আমার স্বপ্নের রানী, একমাত্র জান।হাসি তোমার মৃদু বাতাস, মন ছুঁয়ে যায়কথায় তোমার মধুর সুর, যেন নতুন জীবন ফিরে পায়।তোমার চোখের দৃষ্টিতে যেন গভীর সাগর ইচ্ছে করে তাকিয়ে থাকি সকাল থেকে ভোর।