29/08/2025
গ্রীনপার্টি বাংলাদেশ
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার
আজ সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্বরোচিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, প্রথমে সংঘর্ষ সৃষ্টি হয় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি পুনরায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল নেতাকর্মীদের ওপর নির্বিচার আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন ভিপি নুরসহ প্রায় পঞ্চাশজন নেতাকর্মী।
গ্রীনপার্টি বাংলাদেশ এই ন্যাক্কারজনক ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এক যৌথ বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ বলেন—
“প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার পরও দেশের বিভিন্ন বাহিনী ফ্যাসীবাদের শেকল থেকে মুক্ত হতে পারেনি। আওয়ামী ফ্যাসীবাদের আমলে যেমন আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আজও তারা সেই একই কায়দায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও তার সংগঠনের ওপর হামলা চালিয়েছে।”
গ্রীনপার্টি বাংলাদেশ মনে করে, জাতীয় পার্টি ফ্যাসীবাদের দোসর ও গণহত্যার সহযোগী রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত। অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং দল হিসেবেও তাদের বিচারের আওতায় আনতে হবে।
এছাড়া গ্রীনপার্টি বাংলাদেশ দাবি করছে—
১. হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. আহতদের চিকিৎসা নিশ্চিত করে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
৩. ভবিষ্যতে গণআন্দোলনের ওপর এই ধরনের হামলা যেন আর না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করতে হবে।