Press Release - WPC News

Press Release - WPC News আমরা নিরপেক্ষ নই, নিপীড়িত মানুষের পক্ষে

29/08/2025

গ্রীনপার্টি বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার

আজ সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্বরোচিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, প্রথমে সংঘর্ষ সৃষ্টি হয় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি পুনরায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল নেতাকর্মীদের ওপর নির্বিচার আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন ভিপি নুরসহ প্রায় পঞ্চাশজন নেতাকর্মী।

গ্রীনপার্টি বাংলাদেশ এই ন্যাক্কারজনক ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এক যৌথ বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ বলেন—
“প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার পরও দেশের বিভিন্ন বাহিনী ফ্যাসীবাদের শেকল থেকে মুক্ত হতে পারেনি। আওয়ামী ফ্যাসীবাদের আমলে যেমন আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আজও তারা সেই একই কায়দায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও তার সংগঠনের ওপর হামলা চালিয়েছে।”

গ্রীনপার্টি বাংলাদেশ মনে করে, জাতীয় পার্টি ফ্যাসীবাদের দোসর ও গণহত্যার সহযোগী রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত। অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং দল হিসেবেও তাদের বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া গ্রীনপার্টি বাংলাদেশ দাবি করছে—
১. হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. আহতদের চিকিৎসা নিশ্চিত করে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
৩. ভবিষ্যতে গণআন্দোলনের ওপর এই ধরনের হামলা যেন আর না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করতে হবে।

https://youtu.be/HrcnxxJN9Ps?si=CK_3qb51iW8Vd9Yw
26/08/2025

https://youtu.be/HrcnxxJN9Ps?si=CK_3qb51iW8Vd9Yw

তৌহিদ আফ্রিদির গুমোর ফাঁস - রাজু আহম্মদ খান চেয়ারম্যান গ্রীনপার্টি বাংলাদেশ।

11/08/2025
বিকাল ৩ টায় খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন হলে থাকছেন নুরুল হক নুর।সভাপতি গণ অধিকার পরিষদ 🌎আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদল-যুব...
27/05/2025

বিকাল ৩ টায় খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন হলে থাকছেন নুরুল হক নুর।
সভাপতি গণ অধিকার পরিষদ
🌎আয়োজনে
জাতীয়তাবাদী ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল " তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ " সেমিনার।

সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের ধারা বাতিলের খসড়া অনুমোদন, সন্তোষ প্রকাশ করেছেন গ্রীনপার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু...
23/05/2025

সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের ধারা বাতিলের খসড়া অনুমোদন, সন্তোষ প্রকাশ করেছেন গ্রীনপার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহম্মদ খান

ঢাকা, ২৩ মে ২০২৫:
সরকারি চাকরিতে ২৫ বছর পর বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম সভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজে।

মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে অধ্যাদেশের বিস্তারিত প্রকাশ করা হয়নি, সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাটি বাতিলের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিধান বাতিলের ফলে সরকারি কর্মচারীদের ২৫ বছর পূর্ণ হলেই বাধ্যতামূলক অবসরের নিয়ম আর থাকছে না।

এ বিষয়ে চার সদস্যের একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এই প্যানেলের সদস্য। তারা নতুন কিছু শৃঙ্খলাবিষয়ক বিধান শিথিল করার দিকেও নজর দেবেন।

এ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রীনপার্টি বাংলাদেশ-এর চেয়ারম্যান রাজু আহম্মদ খান। তিনি বলেন,
"সরকারি চাকরিতে পেশাগত স্বাধীনতা ও দীর্ঘমেয়াদি অবদানকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত যুগান্তকারী। আমাদের গ্রীনপার্টি সবসময়ই প্রশাসনিক কাঠামোয় মানবিকতা ও কর্মপরিবেশ উন্নয়নের পক্ষে ছিল। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের এ সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।"

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর সরকারি দপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। অতীতে জনপ্রশাসন সংস্কার কমিশনও এ বিধান বাতিলের সুপারিশ করেছিল।

একই বৈঠকে ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী বিষয়ক সহযোগিতার সমঝোতা স্মারকের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

এই সংস্কারমূলক উদ্যোগ দেশে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

20/05/2025
17/05/2025

বিকাল ৩ টায় শনির রায়েরবাগ, বাসস্ট্যান্ডের সমাবেশে যোগ দিন
গণ অধিকার পরিষদ ( জিওপি)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Press Release - WPC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share