15/08/2025
না আমি প্রিন্স মামুনের কোনো ভক্ত না কিন্তু ওর জন্যে সত্যি খারাপ লাগে৷ এই বয়সে এতগুলো মিথ্যে মামলার ঘানি টানতেছে কারণ একজন বয়স্ক মহিলার কিছু চাহিদা পূরন করতে পারছে না বলে৷
আদালতে ওরে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে দেশের বড় কোনো আসামী৷ অথচ প্রতিদিন কত ছি*ন*তা*ই, খু*ন হচ্ছে সেগুলো কেউ চোখেই দেখছে না কিন্তু লায়লা খালা কিছু বললেই আদালত পুলিশ সবাই এক পায়ে রাজি৷
মাঝখানে মামুন লায়লার দ্বন্দ্বের পর মামুন কিছুই করে নাই সে তার মতন লাইফ লিড করতেছিল৷ অথচ লায়লা কদিন পরপর কচি কচি পোলাপান এনে নাচানাচি করে সেটা নিয়ে কারও মাথা ব্যথা নাই৷ ওহ আচ্ছা সে তো নারী তাকে কিছু বলা যাবে না :)
- Rahat Ahmed Tulon