চিন্তক Chintak

চিন্তক Chintak জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাময়িকী

আজ শহীদ রফিক ভবনের চতুর্থ তলায় 'চিন্তক' এর নবম আড্ডা অনুষ্ঠিত হয়। আজকের পাঠ-আড্ডার বিষয়বস্তু ছিলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়...
17/08/2025

আজ শহীদ রফিক ভবনের চতুর্থ তলায় 'চিন্তক' এর নবম আড্ডা অনুষ্ঠিত হয়। আজকের পাঠ-আড্ডার বিষয়বস্তু ছিলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর লেখা ছোট গল্প 'মহেশ'। উক্ত গল্পের উপর আলোচনা করতে গিয়ে চিন্তকগণ তৎকালীন সমাজে জমিদারি প্রথার নিষ্ঠুর প্রভাব এবং কৃষকদের মর্মান্তিক জীবনী গভীরভাবে তুলে ধরেন।

১৭ আগস্ট ২০২৫
শহীদ রফিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

"চিন্তক এর আড্ডা"পর্ব: ০৯১৭ আগষ্ট, রবিবারবেলা ১ টারফিক ভবন, চতুর্থ তলা
13/08/2025

"চিন্তক এর আড্ডা"
পর্ব: ০৯

১৭ আগষ্ট, রবিবার
বেলা ১ টা
রফিক ভবন, চতুর্থ তলা

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৪র্থ তলায় সাম্প্রতিক সময়ে "চিন্তক" কতৃক আয়োজিত 'জুলাই শেষ হয়নি' শীর্ষক আয়োজনের পর্...
04/08/2025

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৪র্থ তলায় সাম্প্রতিক সময়ে "চিন্তক" কতৃক আয়োজিত 'জুলাই শেষ হয়নি' শীর্ষক আয়োজনের পর্যালোচনার জন্য চিন্তকের সাধারণ সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আলোচকদের বক্তব্যে নবীনদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে উঠে আসে, পাশাপাশি আয়োজনের সাফল্য ও ত্রুটি নিয়েও সকলে নিজের মতামত রাখেন।

৪ আগস্ট ২০২৫
শহীদ রফিক ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চিন্তকের "জুলাই শেষ হয়নি" আলোকচিত্র প্রদর্শনী। ক্যাম্পাসে এই প্রদর্শনী চলমান থাকবে আর...
20/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চিন্তকের "জুলাই শেষ হয়নি" আলোকচিত্র প্রদর্শনী। ক্যাম্পাসে এই প্রদর্শনী চলমান থাকবে আরও কিছু সময়।

২০ জুলাই ২০২৫
শহীদ সাজিদ ভবনের নীচতলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিন্তকের "জুলাই শেষ হয়নি"-এর সাংস্কৃতিক আয়োজনের কিছু চিত্র।২০ জুলাই ২০২৫ভাস্কর্...
20/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিন্তকের "জুলাই শেষ হয়নি"-এর সাংস্কৃতিক আয়োজনের কিছু চিত্র।

২০ জুলাই ২০২৫
ভাস্কর্য চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চিন্তকের আয়োজন "জুলাই শেষ হয়নি"-এর আলোচনা, পুরষ্কার বিতরনী ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক...
20/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চিন্তকের আয়োজন "জুলাই শেষ হয়নি"-এর আলোচনা, পুরষ্কার বিতরনী ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক আয়োজনের কিছু চিত্র। সঙ্গে ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব এডভোকেট মানজুর আল মতিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হক, বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ড. সিত্তুল মুনা হাসান ও নাসির উদ্দীন এবং চিন্তকের উপদেষ্টা রাফিকুজ্জামান ফরিদ।

শুরুতেই আয়োজনের উদ্বোধন ঘোষণা ও স্মৃতিচারণ করেন শহীদ সাজিদের বোন ফারজানা হক। এরপর জুলাই আন্দোলনের সংগঠকরা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন।
পরবর্তীতে মানজুর আল মতিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। পুরস্কার বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন।

২০ জুলাই ২০২৫
ভাস্কর্য চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ভাস্কর্য চত্বরে "জুলাই শেষ হয়নি" আয়োজন  চলছে।সন্ধ্যা থেকে ব্যান্ড সংগীত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা গান ও আবৃ...
20/07/2025

ভাস্কর্য চত্বরে "জুলাই শেষ হয়নি" আয়োজন চলছে।
সন্ধ্যা থেকে ব্যান্ড সংগীত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা গান ও আবৃত্তি করবেন।

সকলকে আমন্ত্রণ।

২০ জুলাই ২০২৫
ভাস্কর্য চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সকলকে আমন্ত্রণ
20/07/2025

সকলকে আমন্ত্রণ

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে গান পরিবেশন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী অংকুর...
19/07/2025

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে গান পরিবেশন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী অংকুর কর্মকার।

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে কবিতা আবৃত্তি করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী জয়...
19/07/2025

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে কবিতা আবৃত্তি করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী জয়িতা চক্রবর্তী।

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন চিন্তক এর উপদেষ্টা Rafiqujjaman Farid সময়: ২০ জুলাই, রবিবার, বেলা ...
19/07/2025

"জুলাই শেষ হয়নি" শীর্ষক আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন চিন্তক এর উপদেষ্টা Rafiqujjaman Farid

সময়: ২০ জুলাই, রবিবার, বেলা ২ টা
ভাস্কর্য চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Address

Jagannath University
Dhaka

Telephone

+8801799023460

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিন্তক Chintak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিন্তক Chintak:

Share

Category