27/08/2025
অনুপ্রেরণাহীন প্রাণ- জীবনের নীরব মূত্যু।
আলোহীন প্রদীপ নিভে যায়, অনুপ্রেরণাহীন জীবনও তেমনি নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়।
যেখানে অনুপ্রেরণা নেই, সেখানে স্বপ্ন নেই, গন্তব্য নেই।
মানুষ কেবল বেঁচে থাকে, কিন্তু বাঁচে না। জীবন তখন ঘড়ির কাঁটার দাস, হৃদয়ের ভাষাহীন এক যন্ত্র।
এই নীরবতা ভেতরে ভাঙ্গনের আর্তনাদ বয়ে বেড়ায়- যা বাইরে থেকে কেউ টের পায় না।
হে প্রিয়, তোমার বলা একটি সাহসী কথা, একটি দৃষ্টি- হয়তো কারো নিভে যাওয়া প্রাণে ফিরিয়ে দিতে পারে জীবনের দোল।
এসো, আমরা হই আশার বাতাস।
হই একে অপরের অনুপ্রেরণা।
বইঃ অনুপ্রেরণা
হতাশ হৃদয়ের জন্য
লেখকঃ মুফতী কামরুজ্জামান কাসেমী
মুহতামিম, মারকাযুল ইলম (বালক-বালিকা) উলামানগর
উলামানগর, মনিরামপুর, যশোর।
প্রকাশনায়ঃ মাকতাবাতুল ইলম
উলামানগর, মনিরামপুর, যশোর।
পরিবেশনায়ঃ দীপাধার প্রকাশন
মাদরাসা মার্কেট, ২য় তলা
৩৪ নর্থ ব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা -১১০০
01703557960 - 01977083848
প্রথম প্রকাশঃ আগষ্ট 2025
মুদ্রিত মূল্যঃ ৫০০৳
ছাড় মূল্যঃ ২৫০৳
ধরণঃ পেপারব্যাক