Mastering Digital With Fahim

Mastering Digital With Fahim Learn Digital Marketing: fahimulkhan.com/courses/
(17)

Hi, I am Fahimul, International awards 🏆 winning digital marketing professional with 8+ years of experience at brands like Banglalink, Apex Footwear, and Daraz Bangladesh.

চাকরির সময় ব্র্যান্ড গুলোর জন্য বিকাশ এর সাথে পার্টনারশীপ নিয়ে কাজ করতাম ! আলহামদুল্লিয়াহ আজকে আমার নিজের ব্র্যান্ড এর স...
16/09/2025

চাকরির সময় ব্র্যান্ড গুলোর জন্য বিকাশ এর সাথে পার্টনারশীপ নিয়ে কাজ করতাম !

আলহামদুল্লিয়াহ আজকে আমার নিজের ব্র্যান্ড এর সাথে বিকাশ এর পার্টনারশীপ ! নিজের ব্র্যান্ড এর প্রেসেন্স এবং নিজের কোর্স বিকাশ এর পেজে দেখতে ভালোই লাগছে

২৮০০ টাকার ফেসবুক কিংবা গুগল এড কোর্সের পেমেন্ট বিকাশে করলেই ২০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন !

আজকের পৃথিবীতে, ডিজিটাল স্কিল সবচেয়ে জরুরি, আর ভাবুন তো, যদি এগুলো সবই শিখতে পারেন দারুন অফারে!
স্কিল ও ক্যারিয়ার লেভেল আপ করতে Mastering Digital With Fahim-এ কোর্স করুন আর নির্দিষ্ট ৳২,৮০০ বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৳২০০ ক্যাশব্যাক!
• অফার চলাকালীন ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন যত খুশি ততবার
চলবে ৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
এনরোল করুন: https://www.fahimulkhan.com/courses/facebook2025/
বিস্তারিত দেখুন: https://www.bkash.com/campaign/payment-mastering-digital-sep25

14/09/2025

ছোট মানুষ হিসেবে ছোট একটা উপদেশ ! ফুল পডকাস্ট লিংক কমেন্টে !

13/09/2025

কনটেন্ট ক্রিয়েশন এর সবচেয়ে ইম্পরট্যান্ট জিনিস কোনটি?

ফুল পডকাস্ট লিঙ্ক প্রথম কমেন্টে !

13/09/2025

একটু বেশি পেমেন্ট করা ক্লায়েন্ট, যে সময়মতো পেমেন্ট ক্লিয়ার করে না অথবা বার বার ফলোআপ দিতে হয়, তার থেকে একটু কম পেমেন্টের ডিসিপ্লিন্ড ক্লায়েন্ট হাজার গুনে বেটার।

মানসিক শান্তির উপর কিছু নেই। আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অলওয়েজ সময় মতো পেমেন্ট করে দেয়, Please Take Good Care of Him !

11/09/2025

রাসেল ভাইয়ের ইনভাইট-এ আমার লাইফের প্রথম পডকাস্ট এটি ! চেষ্টা করেছি এমন কিছুই বলার যেটা থেকে অডিয়েন্স এটলিস্ট ৫টি লার্নিং বের করে আনতে পারবে, কথা বলেছি স্ট্রাটেজি নিয়ে, কথা বলেছি রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে। পুরো পডকাস্ট-টি শুনলে আশা করছি সময় নষ্ট হবে না। ফুল পডকাস্টের লিংক প্রথম কমেন্টে !

My target was to reach 100K with not more than 100 vidoes. Done with publishing 100 vidoes, now waiting for the magic to...
08/09/2025

My target was to reach 100K with not more than 100 vidoes. Done with publishing 100 vidoes, now waiting for the magic to happen. 900 more well wishers to go.

Alhamdulliah what an incredible journey it has been.

08/09/2025

ব্র্যান্ড বিল্ডিং এর জন্য সেল টেকনিক কেমন হওয়া উচিত? ভিডিওটি একটু বড় হলেও যেই ৭টি পয়েন্ট আমি এখানে কথা বলেছি প্রত্যেকটি আমি ইমপ্লিমেন্ট করে বেশ ভালো রেসপন্স পেয়েছি ! আপনারা চেষ্টা করে দেখতে পারেন।

07/09/2025

Virtual Assistant হিসেবে JOB ! খুবই underrated একটা Scope !

অনেকেই এই কাজটা সম্পর্কে বাংলাদেশে অবগত না, এটার ডিমান্ড কিংবা মার্কেট সাইজ জানে না ! বর্তমানে ক্রিয়েটর ইকোনমি তে এই VA এর ডিমান্ড যে কোথায় যাচ্ছে সেটা লেখে বুঝানো ডিফিকাল্ট। সহজ বাংলাতে VA মানে, রিমোটলি কোনো ক্রিয়েটর, CEO কিংবা কোনো এক্সেকিউটিভকে ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্স দেয়া, অর্থাৎ আপনার ঘরে বসে তার এডমিনিস্ট্রেটিভ কিংবা কোনো পার্টিকুলার কাজে হেল্প করা !

আমার ইউটুব-এ আজকে VA এর একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে ভিডিও পাবলিশ করেছি, আপনারা কেউ যদি স্টুডেন্ট অবস্থায় কিছু বাড়তি আয়ের চিন্তা করে থাকেন কিংবা কোনো ফিমেল লার্নার যারা ঘরে থেকে আয়ের সুযোগ খুঁজছেন তারা ভিডিওটি দেখতে পারেন !

গত সপ্তাহে রাসেল ভাই এর The Growth Podcast এর পর আজকে Tanmoy Dutta এর Elite Performer Podcast এর রেকর্ডিং ছিল ! যদিও ELI...
07/09/2025

গত সপ্তাহে রাসেল ভাই এর The Growth Podcast এর পর আজকে Tanmoy Dutta এর Elite Performer Podcast এর রেকর্ডিং ছিল ! যদিও ELITE এর E -ও না আমি !

কিছু কথা বলার ছিল, কিছু লার্নিং শেয়ার করার ছিল যেটা মোটামোটি এই ২টি পডকাস্টেই কভার করতে পেরেছি ! আপাতত আর কোনো পডকাস্টে যাওয়ার প্ল্যান নেই, যদি-না এক্সসেপশনাল নতুন কিছু শেয়ার করার থাকে। পডকাস্ট দুটো পাবলিশ হলে পেজে শেয়ার করে দিবো।

ঐযে ডান থেকে নিচের ৭ নম্বরটা আমি!আপনি কোর্স সেলার হলে নিজ দায়িত্বে নিজেকে খুঁজে নিয়ে ট্যাগ করে নেন !
07/09/2025

ঐযে ডান থেকে নিচের ৭ নম্বরটা আমি!

আপনি কোর্স সেলার হলে নিজ দায়িত্বে নিজেকে খুঁজে নিয়ে ট্যাগ করে নেন !

06/09/2025

নিজেকে একজন সেল এক্সপার্ট করতে একটিভ লিসেনার হওয়া জরুরি !

Learning never Ends ! আমি ইনকামের স্ক্রিনশট দেই না ! ইনকামের পিছনে কি কি করতে হয় ওটার স্ক্রিনশট দেই।শুক্রবার আমি রাখি শু...
05/09/2025

Learning never Ends ! আমি ইনকামের স্ক্রিনশট দেই না ! ইনকামের পিছনে কি কি করতে হয় ওটার স্ক্রিনশট দেই।

শুক্রবার আমি রাখি শুধু মাত্র নিজের লার্নিং এর জন্য, রিসার্চ এর জন্য। সকল সাপোর্ট, স্টুডেন্ট এনগেজমেন্ট, ক্লায়েন্ট এনগেজমেন্ট থেকে নিজেকে দূরে রাখি। আমার স্টুডেন্ট-দের বলা, শুক্রবার আমাকে পাবে না ! বেটার নলেজ শেয়ার চাইলে, কমিউনিটিকে নতুন কিছু দিতে হলে আমাকেও কিছুটা সময় ছাড়তে হবে। আজকের দিন ছিল TIKTOK Pixel & Event API (Server Side Tracking) এর জন্য বরাদ্দ !

আমি কোনোকিছু শিখলে অথবা এক্সেকিউট করলে চেষ্টা করি খাতায় নোট করে DOCUMENTATION রাখতে এবং মাঝে মাঝে ৪-৫ ঘন্টা ধরে স্ক্রিনরেকর্ডও চলতে থাকে।

সবাই দেখি খালি TIKTOK TIKTOK করতেসে ! দেখি কিছু দিতে পারি কিনা।

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mastering Digital With Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mastering Digital With Fahim:

Share