Sarfaraj Usuf

Sarfaraj Usuf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarfaraj Usuf, Digital creator, Baligaon, Tongibari, Munshiganj, Dhaka.

30/11/2023

'কথোপকথন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি -
ক)কথা+কথন খ)কথক+কথন গ)কথা+উপকথন ঘ)কথক+উপকথন

30/11/2023

❗ দার্শনিক স্যার সক্রেটিসকে তার এক শিষ্য জিগ্যেস করেছিল:
"লক্ষ্য (aim) কি?"

সক্রেটিস তখন তার (শিষ্যের) মাথাকে পানিতে ডুবিয়ে দিলেন আর কিছুক্ষণ পর মাথাটা তুললেন।
এরপর জিগ্যেস করলেন:
"পানিতে মাথা যখন ডোবানো ছিল অনুভূতি কেমন ছিল?"

শিষ্য উত্তর দিলো:
"পানির নিচে থেকে কিভাবে মাথা উঠানো যায় এছাড়া আর কোন চিন্তা মাথায় ছিল না।"

তখন সক্রেটিস বললেন:
"এটাই লক্ষ্য। যা অর্জনের জন্য সেটা ছাড়া আর কিছুই মাথায় থাকবে না।"

এই মূর্তিটির নাম  -  " Emptiness "  বা শূন্যতাএটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল , বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে , বাবা-...
30/11/2023

এই মূর্তিটির নাম - " Emptiness " বা শূন্যতা

এটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল , বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে , বাবা-মা কি সীমাহীন মানসিক শুন্যতায় ভোগেন , সেটি বোঝাবার জন্য।

আজকাল সন্তানরা আলাদা থাকতে চায় বা থাকে অথবা প্রবাসী হয়।

বৃদ্ধ বয়সে বাবা-মা’রা শিশুর মতই অসহায় হয়ে যান। এই বাবা-মা’ই একদিন সব উজাড় করে দিয়ে , সন্তানকে শিশু বয়স থেকে মানুষ হিসেবে যোগ্য করে তুলেছিলেন। কিন্তু স্বার্থপর ভোগবাদী সমাজ ব্যবস্থায় , সন্তানেরা বাবা-মা'য়ের সংস্পর্শতার মুল্য বোঝেনা বা অনেক সময়ে বুঝেও নিরুপায় হয়ে থাকতে হয়। তাই বাবা -মায়ের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করতে হচ্ছে। যা আমাদের মোটেই কাম্য নয়।

ব্রোঞ্জ নির্মিত মূর্তিটি সুইজারল্যান্ডের জেনেভা লেকের পারে স্থাপন করেছেন শিল্পী - এলবার্ট জর্জ।

30/11/2023

কোনো বৃত্তের ব্যাস ১ একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত?

30/11/2023

e-TIN চালু করা হয় কত সালে ?
ক. ২০১১
খ. ২০১২
গ. ২০১৩
ঘ. ২০১৪

29/11/2023

"ছাতা দিয়ে মাথা রক্ষা " বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য উপকার
খ. স্বর্থপর হওয়া
গ. সম্মান রক্ষা করা
ঘ. উর্ধ্বতন কতৃপক্ষের ভূমিকা

29/11/2023

আমি যাকে ভালোবাসি,সে ছাড়া পুরো বিশ্ব আমায় ভালোবাসে-- উক্তিটি কার--?
ক, প্রিন্সেস ডায়ানার
খ, রবীন্দ্রনাথ ঠাকুরের
গ, কাজী নজরুল ইসলামের
ঘ, ফিরোজ আহমেদের

29/11/2023

”সৎগুণই জ্ঞান” উক্তিটির কার?
সক্রেটিস
প্লেটো
জন লক
এরিস্টটল

29/11/2023

▶️'পোর্ট অব প্রিন্স' কী?

ক)সমুদ্রবন্দর
খ)রাজা ফিলিপের বাংলো
গ)নতুন স্বাধীন দেশ
ঘ)রাজধানী

29/11/2023

🔰🔰 বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ সেন
ঘ) মোহিতলাল মজুমদার

29/11/2023

মাইকেল মধুসূদন দত্ত

১. মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে?
___২৫ জানুয়ারি ১৮২৪ খ্রিষ্টাব্দ ।

২. মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান কোথায় ?
___ যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়ি গ্রামে

৩. মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কি?____ পিতা মহামতি মুনশী রাজনারায়ণ দত্ত ও মাতার নাম জাহুদি দেবী ।

৪. মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি ?
___১৯ শতকের ।

৫. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ কোথায় ঘটে ?
____ সনেটে ।

৬. মধুসূনের প্রপিতামহের নাম কি ?
___ রাজকিশর দত্ত ।

৭. মধুসূদন মূলত ছিলেন?
____ কবি ও নাট্যকার ।

৮. আধুনিক বাংলা কবিতার জনক কে ?
____ মাইকেল মধুসূদন দত্ত ।

৯. মাইকেল মধুসূদন দত্ত কয়টি ভাষায় দক্ষ ছিলেন ?___ ১৩/১৪ টি ।

১০. মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন কখন ?
____৯ ফেব্রুয়ারি ১৮৪৩ সালে ।

১১. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা কে?
___ মাইকেল মধুসূদন দত্ত ।

১২. মধুসূদন এর সাথে মাইকেল শব্দটি যুক্ত করা হয় কখন ?
___ খ্রিষ্টধর্ম গ্রহণ করার পর।

১৩. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কিসের স্রষ্টা ?
___ অমিত্রাক্ষর ছন্দের।

১৪. মাইকেল মধুসূদন দত্তের রচিত ও প্রকাশিত প্রথম বাংলা নাটকের নাম কি ?
____ শর্মিষ্ঠা ।

১৫. মাইকেল মধুসূদন দত্তের রচিত পদ্মাবতী একটি _____ আধুনিক বাংলা নাটক ।

১৬. মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি ?
____ একই কি বলে সভ্যতা ।

১৭ কত সালে বীরাঙ্গনা কাব্যটি প্রকাশিত হয় ?
___ ১৮৬২ সালে ।

১৮. মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্যের নাম কি ?
____ মেঘনাদবধ ।

১৯. মেঘনাদবধ কত সালে প্রকাশিত হয়?
____১৮৬১ সালে ।

২০. মেঘনাদবধ কাব্য কাহিনী কোন মহাকাব্য হতে গৃহীত হয়েছে?
____ রামায়ণ ।

২১. বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে ?
____ মাইকেল মধুসূদন দত্ত ।

২২. মধুসূদন কত সালে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন?___ ১৮৪৮ সালে ।

২৩ . মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে মৃত্যুবরণ করেন ?

28/11/2023

বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
(ক) ১৯৯১ সালে
(খ)১৯৭৩ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ)১৯৯৬ সালে

Address

Baligaon, Tongibari, Munshiganj
Dhaka
1522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarfaraj Usuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share