Akram Mahamud

Akram Mahamud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akram Mahamud, Digital creator, Dhaka.

আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?
সফল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখেন?
ফেসবুক থেকে আয় করতে চান?তাহলে এখনই সঠিক সিদ্ধান্ত নিন!ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং ফেসবুক ইনকাম সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য পাবেন।

24/06/2025

নতুন পেজ থেকে ৫ জনের মনিটাইজেশনের চালু করেছি, আরো ৫ জন কে নতুন করে মনিটাইজেশন চালু করার দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি।

23/06/2025

টাকা-পয়সা নয়, মানুষের দোয়া আমার সবচেয়ে বড় সম্পদ।

21/06/2025

নিজেকে পরিবর্তন করলেই দুনিয়া বদলাতে শুরু করে।

সবাই ভাবে বাইক মানেই গতি,আমি বলি—বাইক মানে দায়িত্ব, নিয়ন্ত্রণ আর সতর্কতা।গন্তব্য হোক নিরাপদ।             #বাইকপ্রেমী
20/06/2025

সবাই ভাবে বাইক মানেই গতি,
আমি বলি—বাইক মানে দায়িত্ব, নিয়ন্ত্রণ আর সতর্কতা।
গন্তব্য হোক নিরাপদ।
#বাইকপ্রেমী

17/06/2025

পরিবর্তনকে যারা স্বাগত জানায়, সফলতাও তাদের দুয়ারে এসে দাঁড়ায়।

17/06/2025

আমার এই পেজের নতুন-পুরাতন সকল ফলোয়ারকে মূল্যায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজ কিছু পেজ ও আইডির মনিটাইজেশনের দায়িত্ব হাতে নিচ্ছি। কেউ নিরাশ হবেন না আশা করি —
সময় মত সহজিগিতা পেয়ে যাবেন।

মনিটাইজেশন করে স্বপ্ন পূরণের সুযোগ দেবোআমার এই নতুন পেজের কিছু ভাই-বোনের পেজে আমি নিজেই মনিটাইজেশন চালু করে দিতে দেবো —এ...
16/06/2025

মনিটাইজেশন করে স্বপ্ন পূরণের সুযোগ দেবো

আমার এই নতুন পেজের কিছু ভাই-বোনের পেজে আমি নিজেই মনিটাইজেশন চালু করে দিতে দেবো —
এই সুযোগটি থাকবে শুধুমাত্র এই পেজের ফ্যান ফলোয়ারদের জন্য।

আমার শুধু একটা ছোট চাওয়া,
যেন কেউ অন্তত একবেলা পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে।

যাদের পরিবারের উপার্জনের কেউ নেই,
যাদের জীবন কেটে যাচ্ছে দুঃখ আর কষ্টের মাঝে —
আমি চাই, আমার এই ছোট্ট উদ্যোগে
তারা একটু হাসতে পারে… একটু বাঁচতে পারে।

আমি বিশ্বাস করি —
একজন মানুষের জীবনে সামান্য একটি সুযোগ এনে দেওয়াও
বিশাল এক শান্তির উৎস হতে পারে।

এইটাই আমার স্বপ্ন, এইটাই আমার শান্তি।
জানি আমি একা পুরো দুনিয়া বদলাতে পারবো না,
কিন্তু যদি কারো একটা দুনিয়াও বদলে দিতে পারি —
তাতেই আমার জীবন সার্থক।

যারা এখনো এই পেজটি ফলো করেননি, এখনই ফলো করে ফেলুন। এই পোষ্টটি শেয়ার করে দিয়ে তবেই
আপনার সমস্যার কথা এই পোস্টের কমেন্টে লিখে জানান। প্রথম ধাপে আমি কিছু সংখ্যক মানুষকে সুযোগ করে দিবো মনিটাইজেশন পাওয়ার।
সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে, ইনশাআল্লাহ — সবার জন্য।

13/06/2025

অনেক সময় মনে হয় —
আমার ফলোয়াররা শুধু ফলোয়ার না, তারা আমার পরিবারের মতো।
তাদের জন্য মায়া হয়, পরানটা পুড়ে যায়...
কিন্তু কথায় প্রকাশ করতে পারি না,
তাদের প্রতি আমার ভালোবাসা কতটা গভীর! আপনাদের ভালো থাকাটাই আমার শান্তি...

12/06/2025

মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না,
চরিত্র নৈতিকতা ছাড়া রূপের কোনো মুল্য নেই.!

11/06/2025

📌সময় মানুষকে বদলায় না, বরং সময়ই আমাদের চোখ খুলে দেয় – কে আসল, কে নকল, কে আপন, কে অভিনয় করছে।
সময় এর সাথে সাথে মুখোশ খুলে যায়, আর আমরা শিখে যাই কার কতটুকু মূল্য দেওয়া উচিত।
আপনাদের জীবনে এমন সময় কি কখনো এসেছে?
যখন মানুষকে নতুন চোখে দেখতে শিখেছেন?
👉 কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা।

#সময় #জীবনের_শিক্ষা #মানুষ_চেনা #জীবনের_তথ্য #বাস্তবতা #ভালোবাসা_নাকি_অভিনয় ানুষ #মুখোশধারী #নিজেকে_বুঝুন #অনুপ্রেরণা #বাংলা_উক্তি

11/06/2025

🫁 অক্সিজেন যদি টাকা দিয়ে কিনে নিতে হতো...
তাহলে এই পৃথিবীতে কতজন মানুষ বেঁচে থাকতে পারত?

আজ যা আমরা ফ্রি পাচ্ছি, কাল সেটা হয়তো মূল্য দিয়ে কিনতেও পারব না।
তাই জীবনের প্রতিটা নিঃশ্বাসকে সম্মান করুন।
গরীব হোক বা ধনী — নিঃশ্বাসের দরকার সবার।

💬 ভাবুন, কৃতজ্ঞ থাকুন, যত্ন নিন প্রকৃতির...

#জীবন #অক্সিজেন #মানবতা #ভাবনার_পোস্ট

10/06/2025

গায়ের রঙ নয়,
অন্তরের আলোয় মানুষ বড় হয়।

Address

Dhaka
3920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram Mahamud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share