16/09/2023
RJS★ Studio has now become TuneBeat Studio!
TuneBeat Studio, Tune of the Heartbeat!
• এই স্টুডিওটা আমার কাছে কোন সাধারণ একটি স্টুডিও না। এই স্টুডিওটা হলো, আমার হৃদস্পন্দনের সুর। অর্থাৎ, আমার হৃদয়ের (মনের বা অন্তরের) সুরেরস্পন্দন। এই স্টুডিওটা বাস্তবায়ন করা আমার একটা স্বপ্ন। আমি এই স্টুডিওটা বাস্তবায়ন করেই ছাড়বো! যেকোন উপায়ে হোক না কেন! কারণ, এই Studio'টার এবং Tagline'টার অর্থ, আমার স্টুডিও (Home Studio) এর প্রতি যে ভালোবাসা সেটার প্রতিচ্ছবি।
• আজকে থেকে এই স্টুডিওটিকে RJS★ Studio থেকে নাম পরিবর্তন করে রেখেছি TuneBeat Studio (টিউনবিট স্টুডিও)।
• স্টুডিও'র Logo'টা ডিজাইন করেছেন: Erfat Reza Siddique Rafin এবং Tagline'টা দিয়েছেন: Sharif Noor Alauddin Tanvi ভাইয়া। আমি আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে সাহায্য করার জন্য।
• তানভি ভাইয়ার দেওয়া আসল Tagline'টা হলো: Not just a Heartbeat, It's a Tune of the Heart!, যেটাকে আমি আরো ছোট করে বানিয়েছি: Tune of the Heartbeat! এবং এই Tagline'টাকে আরো ছোট করে আমি দিয়েছি আমার Studio'র নাম TuneBeat Studio দিয়েছি। সেসাথে, Studio'র অতীতের Logo, বর্তমান Logo এবং আমার নিজের Logo ডিজাইন করেছে, রাফিন।
আবারও ধন্যবাদ জানাই, আপনাদের দুজনকেই আমাকে আমার সুরেরস্পন্দনকে (Studio বানানোর স্বপ্ন কে) বাস্তায়ন করতে সাহায্য করার জন্য।