Bangla Magazine

Bangla Magazine বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সর্বদা সত্যের পক্ষের মিডিয়া।
(2)

D I S C L A I M E R
----
Any Facebook user who posts any comment on this page Post that is in violation of Section 57 of the (ICT Law of Bangladesh) 2006 or any other provisions of Bangladesh ICT laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.

11/10/2025
11/10/2025

কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

09/10/2025
09/10/2025
09/10/2025

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। সম্প্রতি বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারসহ মোট ১০টি নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেবিচক সূত্রে আরও জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়।

09/10/2025
09/10/2025
09/10/2025

Address

১৬ , পুরানা পল্টন
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Magazine:

Share

বাংলা ম্যাগাজিন

বাংলা ম্যাগাজিন বাংলাদেশে সংবাদ জগতে একটি নতুন মাধ্যম যা ২০১৭ ইং সালের ১১ই ডিসেম্বর যাত্রা শুরু করে । এই সংবাদ মাধ্যমটি বাংলাদশের বিভিন্ন স্তরের মানুষের কাছে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে মুল্যায়িত হয়েছে।

সংবাদ, বিনোদন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি-ঐতিহ্য, খেলা, অর্থনীতি, ইতিহাস, শিক্ষাঙ্গন, স্বাস্থ্যকথা সহ যেসব বিষয়ে একটি পত্রিকা বা সংবাদ মাধ্যমে স্থান পায়, সেগুলি এই বাংলা ম্যাগাজিনে খুজে পাওয়া যাবে। তবে বাংলা ম্যাগাজিন নিজস্ব স্বকীয়তা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্থরের পাঠকদের কাছে পৌছাতে বাংলাদেশের গুরুত্বপুর্ন কলামিস্টদের কলাম প্রকাশ করার পরিকল্পনা আছে। কারন একটি পত্রিকার (বা সংবাদ মাধ্যমের) প্রান হচ্ছে কলামসমুহ।

সংবাদ ও অন্যন্য তথ্যসমুহ নিয়েই পত্রিকা তবে কিছু কিছু পত্রিকা বিশেষ বিশেষ প্রতিবেদন ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করার জন্য জনপ্রিয়তা সৃষ্টি করতে পারে। কিন্তু সর্বপরি কলামগুলির উপর নির্ভর করে পত্রিকার মান এবং জনপ্রিয়তা ও সার্কুলেশন। তাই ভবিষ্যতে বাংলা ম্যাগাজিন কলাম বিভাগটি যুক্ত করতে আগ্রহী।

আপনারাও আপনার এলাকার খবর আমাদের পাঠাতে পারবেন । আমাদের পেজ এর ইনবক্স এ পাঠাতে পারেন অথবা [email protected] একানেও পাঠাতে পারেন । তবে অবশ্যই প্রতিবেদন এর সাথে ছবি থাকতে হবে।