Moni Cook's And Vlogs

Moni Cook's And Vlogs Cooking and Vlogs. I love to make videos
(13)

Good morning
16/08/2025

Good morning

15/08/2025

শুভ রাত্রি

গতকালকে আমার বাসায় ফিরতে দেরি হবে, বউকে ফোন করে বললাম, আমার আসতে দেরি হবে, একটু কাজ আছে। বলল, কাজ আছে ঠিক আছে। কিন্তু দে...
15/08/2025

গতকালকে আমার বাসায় ফিরতে দেরি হবে, বউকে ফোন করে বললাম, আমার আসতে দেরি হবে, একটু কাজ আছে।

বলল, কাজ আছে ঠিক আছে। কিন্তু দেখো, আবার গার্লফ্রেন্ড পা%*তিয়ে মিথ্যে কাজের দোহাই দিও না।

মনে একটু কষ্ট পেলাম, কিন্তু কিছু বললাম না। তক্কে তক্কে রইলাম, এরপর তার যখন অফিসে দেরি হবে আমিও একই রকম কথা বলবো।

একটা মধুর প্রতি%*শোধ হবে।

চলেও আসল সে মাহেন্দ্রক্ষণ। একটু আগে বউ বলল, এই শোনো, আমার আজকে অনেক কাজ, আসতে দেরি হবে। আটটায় বের হলে নয়টার মত বাজতে পারে।

আমার মন খুশিতে বাকবাকুম করে উঠলো। প্রতি%*শোধ নেয়ার মধুর সুযোগ। গলা খাঁকারি দিয়ে রেডি হলাম যে বলব, কাজ আছে ঠিক আছে, কিন্তু দেখো....

মনে মনেও স্ক্রিপ্ট রেডি করতে পারলাম না, তার আগেই বউ বলে উঠল,

আমার আসতে দেরি হবে, দেখো, এর মধ্যে আবার গার্লফ্রেন্ড পাতা%*য়ে বাসায় নিয়ে আইসো না।

আমি নির্বাক হয়ে গেলাম। মনে মনে শুধু সমগ্র নারীজা%*তিকে জিজ্ঞাসা করতে পারলাম, কেমনে পারো তোমরা?

©

আলহামদুলিল্লাহ।
15/08/2025

আলহামদুলিল্লাহ।

কাচ্চি।
14/08/2025

কাচ্চি।

Good night .
20/07/2025

Good night .

যারা নতুন শশুরবাড়ি গিয়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন বুঝতে পারছেন না তাদের জন্য হূমায়ন আহমেদের রেসিপি! গরুর মাংসের সোয়া...
27/06/2025

যারা নতুন শশুরবাড়ি গিয়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন বুঝতে পারছেন না তাদের জন্য হূমায়ন আহমেদের রেসিপি!

গরুর মাংসের সোয়াদ (স্বাদ) তেলে!অর্ধেক মাংস অর্ধেক তেল, যতটুকু মাংস ততটুকু পেয়াজ। পেয়াজের অর্ধেক আদা। অল্প আচেঁ দুপুরে বসাবেন, সন্ধ্যারাতে নামাবেন- অমৃত!

-মধ্যাহ্ন (হুমায়ন আহমেদ)

বি: দ্র: লবন মরিচ না দিলেও হবে এগুলো খাওয়ার সময় নিয়ে খাওয়া যায়!
©

সারাদিন বাচ্চার হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি থাকার এডভাইজ দেন, তারা সেইম এডভাইজ পুরুষদের ও...
27/06/2025

সারাদিন বাচ্চার হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি থাকার এডভাইজ দেন, তারা সেইম এডভাইজ পুরুষদের ও দিবেন প্লিজ। কারন আমাদের চোখেও ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। আমরাও সুন্দর অসুন্দর বুঝি। আমাদেরও মনে চায় সারাদিন কাজ করার পর হ্যান্ডসাম একজন হাজবেন্ড দেখে চোখ জুড়াইতে। পুরান একখান লুঙ্গি আর আধা তেনা হয়ে যাওয়া গেন্জি গায়ে দিয়ে চ্যাংদোলা হয়ে শুয়ে মোবাইল গুতাইতে দেখলে আমাদেরও গাঁ রি রি করে!🙂
©

কাজিন তার বয়ফ্রেন্ডের নামে আমার কাছে নালিশ করতেছে। তাকে কিছুক্ষণ বুঝালাম, এরপর বললাম 'তাহলে ছেড়ে দাও।'পরের দিন সে ফেসবুক...
26/06/2025

কাজিন তার বয়ফ্রেন্ডের নামে আমার কাছে নালিশ করতেছে। তাকে কিছুক্ষণ বুঝালাম, এরপর বললাম 'তাহলে ছেড়ে দাও।'

পরের দিন সে ফেসবুকে পোস্ট দিলো, 'কোনো বদলোক আমাদেরকে আলাদা করতে পারবে না।'🙂
©

খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেয়া একটা ভুল প্রথা। দাওয়াত হবে ঘুমের জন্য। রুম টেম্পারেচার হবে ২০ ডিগ্রি সেলসিয়াস। সাউন্ডপ্রুফ...
26/06/2025

খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেয়া একটা ভুল প্রথা। দাওয়াত হবে ঘুমের জন্য।

রুম টেম্পারেচার হবে ২০ ডিগ্রি সেলসিয়াস। সাউন্ডপ্রুফ রুমে থাকবে আধো আলো আধো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ! সাথে আরামদায়ক বিছানা, বালিশ আর কম্বল।

টেবিলে কয়েক রকম বালিশ আর কম্বল সাজানো থাকবে। দাওয়াতী লজ্জা লজ্জা কন্ঠে বলবেন, 'কিছুই আয়োজন করতে পারিনি। কম্বল কোনটা নিবেন বলেন!'
পাশ থেকে অন্য কেউ অনুরোধের সুরে বলবেন, 'আরেক পিস বালিশ দেই?'

ঘন্টা কয়েক ঘুমিয়ে বিদায় নেয়ার সময় দাওয়াতী মন খারাপ করে বলবে, " আপনি তো দেখি কিছুই ঘুমালেন না। পরের বার আসলে অবশ্যই নাক ডাকতে হবে।'
©

শুভ দুপুর।
21/06/2025

শুভ দুপুর।

শুভ রাত্রি।
20/06/2025

শুভ রাত্রি।

Address

Dhaka

Telephone

+8801764479800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moni Cook's And Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moni Cook's And Vlogs:

Share

Category