
04/09/2025
আগামীকাল আকাশ যেন থমকে দাঁড়াবে, যখন লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার মাঠে নামবেন। এই মাটি, এই গ্যালারি, এই পতাকার নীচে কত আনন্দ, কত অশ্রু, কত স্বপ্ন জড়িয়ে আছে তার পায়ের যাদুর সাথে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা শুধু খেলা নয়—এটা বিদায়ের প্রার্থনা, স্মৃতির সুর, ভালোবাসার শেষ আলিঙ্গন। হয়তো আর কখনো দেশের মাঠে তাকে দেখা যাবে না, কিন্তু আর্জেন্টিনার মাটির প্রতিটি ঘাস, প্রতিটি নিঃশ্বাস চিরকাল বলবে—এখানে একসময় খেলতেন লিওনেল মেসি, যিনি ছিলেন শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন এক যুগের আলো।