01/05/2023
সুইডেনে এপ্রিলের শেষ দিন পালন করা হয় valborg বা walpurgis day হিসাবে। অনেক গুলো কারনে এটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো এই দিনে এরা শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানায় অর্থাৎ valborg হলো বসন্তবরন উৎসব। আর যে সব শহরে এই দিন খুব জাকজমকপুর্নভাবে পালন করা হয় তার মধ্যে উপসালা অন্যতম। দিনটি শুরু হয় river rafting এর মধ্য দিয়ে। কর্ক দিয়ে তৈরি ছোট ছোট নৌকা যখন উপর থেকে বায়তে বায়তে নিচে নামতে থাকে প্রচন্ড স্রোতে কোনটা ভেঙে সবাই পানিতে পড়ে আবার কোনটা বা আস্ত থাকে, এটাই তাদের কাছে ভীষণ মজার। নৌকার মাঝিরা সবাই কিন্তু অল্প বয়স্ক কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ে। খুব ঠান্ডা পানিতে পড়েও তাদের মুখে তৃপ্তির হাসি😀😀।