আবার দেশ

আবার দেশ খবরের সত্যতা ০.০১%
কেউ নিউজ সিরিয়াস ভাবে নিবেন না। মজা দেওয়ার জন্য আমরা আছি আপনাদের সাথে।কারণ আমরা সবার কথা বলি।
(1)

সম্প্রতি শ্রীরাধা দত্ত নামের এক ভারতীয় অধ্যাপক ঢাকায় আসছিলেন। ঢাকায় আইসা তিনি জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক ইত্যাদি করছেন...
24/09/2025

সম্প্রতি শ্রীরাধা দত্ত নামের এক ভারতীয় অধ্যাপক ঢাকায় আসছিলেন। ঢাকায় আইসা তিনি জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক ইত্যাদি করছেন।

পরে ভারতে ফিরা গিয়া বাংলাদেশ বিষয়ক একটা বড় অনুষ্ঠানে তিনি জানাইছেন জামায়াত নেতারা তাকে কী কী বললো।

জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বরাতে তিনি মোটাদাগে চারটা গুরুত্বপূর্ণ তথ্য দিছেন।

এক, তাহের তাকে বলছেন, জামায়াত ক্ষমতায় আসলে দেশে ইসলামি শরিয়াহ কায়েম হবে না। অর্থাৎ দল হিসাবে জামায়াত ভারতকে আশ্বস্ত করতেছে, জামায়াতকে ভারতের ভয় পাওয়ার কোন কারণ নাই।

দুই, জামায়াতের প্রবীণ নেতারা, যেমন মাওলানা নিজামী ও মাওলানা সাঈদীরা একাত্তরের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছেন। বর্তমান জামায়াত এই ক্ষমাপ্রার্থনাকে স্বীকার করে।

তিন, তাহের তাকে জানাইছেন—জামায়াতের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী।

চার, চট্টগ্রামের অস্ত্র পাচার মামলা বা বিএনপি আমলের যেকোন ভারতবিরোধী ঘটনায় কোন ধরনের জামায়াতের ইনভলভমেন্ট খুঁইজা পাওয়া যাবে না। এইসবের দায় কেবলই বিএনপির।

ফলে, বিএনপি ভারতবিরোধী হইলেও বিএনপির একদা জোটসঙ্গী হিসাবে জামায়াতের কোনধরনের ভারতবিরোধিতা নাই।

🙂

উপরে যেইসব তথ্য আমি দিলাম, তা সবই গত ১৮ সেপ্টেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত একটা প্রতিবেদন থেকে নেওয়া।

নিশ্চয়ই প্রতিবেদনটা আপনাদের চোখ এড়ায় নাই।

তবে আলাপটা আবার গুরুত্ব দিয়া তোলার উদ্দেশ্য হইলো, জামায়াত যে এইভাবে গলা উজাড় কইরা ভারতকে আশ্বস্ত করতেছে—সেটাকে আপনারা কীভাবে দেখতেছেন তা বোঝার জন্য।

আমাদের এইখানকার জনপ্রিয় ভারতবিরোধীরা, যেমন পিনাকী ভট্টাচার্য ও গৌতম দাসরা—খোলাখুলিভাবে জামায়াতের পক্ষে প্রচারণা চালাইতেছেন।

কিন্তু তারা ঠিক কী কারণে জামায়াতের এই ভারতঘনিষ্ঠতার দিকটা এড়াইয়া যাইতেছেন?

অবস্থাদৃষ্টে যা পরিষ্কার দেখা যাচ্ছে—বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলার মধ্যে জামায়াতে ইসলামি সবচেয়ে বেশি ভারতমুখী।

কিন্তু জামায়াতের ভারতমুখিতাকে আড়াল করতে চাওয়ার কারণ কী?

ক্যানো জামায়াতকে রাইখা বিএনপিকে ভারতের অনুসারী দল হিসাবে প্রচার করা হইতেছে?

আপনাদের মতামত কমেন্টে জানাইয়েন। ✅
কপি

24/09/2025
মতামত
22/09/2025

মতামত

"বাঘায় জামায়াত সেক্রেটারি শামসুল ইসলামের নারী কেলেঙ্কারি: আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর ঘটনায় এলাকায় তোলপাড়"লিং...
22/09/2025

"বাঘায় জামায়াত সেক্রেটারি শামসুল ইসলামের নারী কেলেঙ্কারি: আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর ঘটনায় এলাকায় তোলপাড়"

লিংক কমেন্টে....

একটি হারানো বিজ্ঞপ্তি 🖐️ছাত্রদলের টেবিল থাপড়ানো ঘটনা নিয়ে কেঁদেকেটে বুক ভাসিয়ে ফেলা এই সকল  কথিত জামায়াত সুশীল ব্যক্তিবর...
22/09/2025

একটি হারানো বিজ্ঞপ্তি 🖐️

ছাত্রদলের টেবিল থাপড়ানো ঘটনা নিয়ে কেঁদেকেটে বুক ভাসিয়ে ফেলা এই সকল কথিত জামায়াত সুশীল ব্যক্তিবর্গকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুপ্ত এনজিও সংগঠনের সন্ত্রাসীদের হাতে শিক্ষক লাঞ্চিত হবার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না!

কোন সহৃদয়বান ব্যক্তি যদি উনাদের সন্ধান পেয়ে থাকেন তাহলে জানিয়ে দিবেন, উনারা যে গুপ্ত এনজিও সংগঠনের সদস্য সমর্থক এটি দেশবাসী অবগত হয়েছে। কেবল স্বরূপ উন্মোচন এর অপেক্ষায় ছিলো।🔐
#রাজনীতি #গুপ্ত #ধোকাবাজ #এরা #বাংলাদেশ

একটা টেবিল থাবড়ানো ভিডিও মুহূর্তে সারা বিশ্ব দেখলো।আর শিক্ষকের শরীরে হাত দিয়ে হেনস্থা করা ভিডিও কোনো মেইন স্ট্রিম মিডিয়া...
21/09/2025

একটা টেবিল থাবড়ানো ভিডিও মুহূর্তে সারা বিশ্ব দেখলো।
আর শিক্ষকের শরীরে হাত দিয়ে হেনস্থা করা ভিডিও কোনো মেইন স্ট্রিম মিডিয়ার এটেনশন পেলোনা।।

আফসোস 😅😅

 #আপডেটনিউজপে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ ক...
21/09/2025

#আপডেটনিউজ
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদ।

পরিবর্তন কি হলো?
21/09/2025

পরিবর্তন কি হলো?

:::জামায়াতের “নয়া আমির” মাহমুদুর রহমানের একাল-সেকাল::::** বিএনপি জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর মাহমুদুর ...
20/09/2025

:::জামায়াতের “নয়া আমির” মাহমুদুর রহমানের একাল-সেকাল::::

** বিএনপি জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর মাহমুদুর রহমানকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর ২০০৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব পালন করেন। এর তিন বছর পর ২০০৮ সালে তিনি বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব নেন।অর্থাৎ বিএনপিকে ব্যবহার করেই মাহমুদুর রহমান তার আজকের এই অবস্থানে আসতে পেরেছেন। তিনি একুশে পদকের মতো জাতীয় পুরস্কারও অর্জন করেছেন।

অথচ সেই মুনাফেক মাহমুদুর রহমান বর্তমানে বিএনপিকে সবচেয়ে বেশি বারোটা বাজাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার মালিকানাধীন আমার দেশ পত্রিকা বর্তমানে কোন এজেন্ডা নিয়ে কাজ করছে; সেটা এই পত্রিকার কার্যকলাপ দেখলেই বুঝা যায়। কিছুক্ষন আগে ফটোকার্ড করে মাহমুদুর রহমানের আমার দেশ প্রচার করলো বিএনপির নাকি ৯ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছে! যদিও সেই ফটোকার্ড এর ব্যক্তিদের চেহারা দেখলেই অনুমান করা যায় ঐগুলা বিএনপি নামধারী গুপ্ত জামায়াতেরই লোকজন হবে! মাহমুদুর রহমান কখনো ছাপাবে না জামায়াতের আমিরসহ ১৫০ জনের বিএনপিতে যোগদানের খবর! কিন্তু কোনোখানে বিএনপিকে অপদস্থ করার সামান্য সুযোগ পেলেও; সেটা হাতছাড়া করবেন না আমার দেশের মাহমুদুর রহমান! ভাবতে অবাক লাগে মানুষ কিভাবে বদলিয়ে যায়!

ফুটনোট: ছোটন গ্যাং এর কমান্ডার ইন চিফ মাহমুদুর রহমানরা যেসব স্বপ্ন দেখতেসে; সেগুলো “স্বপ্ন দোষ” হিসেবেই থেকে যাবে!

————-
নাজমুস সাকিব,
২০ সেপ্টেম্বর, ২০২৫
কপি

Address

Dhaka

Telephone

+8801725099710

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবার দেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share