Newsvox

Newsvox Digital content creator

11/08/2023

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল শুরুর আগে বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এই দুই দলকে কেউ চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার আর এ খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোন ভয় দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না।
#বিএনপি #একদফা #রাজনীতি

10/08/2023

জাসদের সভাপতি ইনু বলেন আওয়ামী লীগ যে কোনো আঞ্চলিক মারামারি, পারিবারিক শত্রুতা বা গোষ্ঠীগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে জাসদের সঙ্গে বিরোধটা জিইয়ে থাকে। সেই আওয়ামী লীগ নেতারা ধারাবাহিকভাবে এ ধরনের মারামারিতে উসকানি দেন। তাঁরা এখনো সক্রিয়।
#ইনু #জাসদ #আওয়ামীলীগ

08/08/2023

এক দফা'র নতুন কর্মসূচিতে নতুন কি 'ঝলক' নিয়ে আসছে বিএনপি?
#একদফা #রাজনীতি #বিএনপি

07/08/2023

এবার রাতে সিল মারা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়ে নামছে ইসি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানোর নতুন সিদ্ধান্ত নিয়েছে তারা।
#নির্বাচন_কমিশন #ইসি #নির্বাচন

03/08/2023

বিএনপি কি দ্বিধায় নাকি আরও আঁটঘাঁট বেঁধে আসছে?
#বিএনপি #একদফা #রাজনীতি

02/08/2023

‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাত দুইটায় ডিবি অভিযান চালায়। দরজা ভেঙে রুমে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়
#ভিপি_নুর #রাজনীতি িকার_পরিষদ

01/08/2023

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র মানবজমিনকে এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, বিএনপি মহাসচিব রাত সোয়া নয়টা পর্যন্ত ফিরোজায় অবস্থান করেন।
#খালেদা_জিয়া #বিএনপি #রাজনীতি #ফখরুল

31/07/2023

আগামীকাল ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে দুই মহানগরী ওয়ার্ড ও থানায় থানায় দফায় দফায় বৈঠকও করেছে দলটি। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে প্রচারপত্র বিলি করেছে এবং গঠন করা হয়েছে সমাবেশ বাস্তবায়নের উপকমিটি, সমন্বয় কমিটিসহ অন্যান্য প্রয়োজনীয় কমিটি
#বাংলাদেশ #রাজনীতি #জামায়াত

31/07/2023

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন দেখে ভয় পাবেন না। অনেকে এখন আন্দোলন, জ্বালাও পোড়াও করবে। করুক। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু জ্বালাও পোড়াও করতে দেব না। মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আর এই মন মরা (গোমড়া) অবস্থা দেখতে চাই না কাউকে। যেকোনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবলও থাকতে হবে।
#বাংলাদেশ #রাজনীতি #প্রধানমন্ত্রী #ডিসি

31/07/2023

জাতীয় পার্টি চেয়াম্যান জিএম কাদের কোন পথে?
#বাংলাদেশ #জাতীয়_পার্টি #জিএম_কাদের

30/07/2023

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। যা মোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।
#বাংলাদেশ #নির্বাচন #আওয়ামীলীগ

29/07/2023

মার্কিন ভিসানীতির ভয়ে গয়েশ্বরকে রাজকীয় আপ্যায়ন, এক দফার আন্দোলন নতুন করে শুরু হবে- ফখরুল। আওয়ামি লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না বিএনপি। তাহলে আপাতত ঢাকা কি শান্ত থাকছে?
মার্কিন ভিসানীতির ভয়ে গয়েশ্বরকে রাজকীয় আপ্যায়ন, এক দফার আন্দোলন নতুন করে শুরু হবে- ফখরুল। আওয়ামি লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না বিএনপি। তাহলে আপাতত ঢাকা কি শান্ত থাকছে?
#বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #ভীসানীতি #পুলিশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Newsvox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsvox:

Share