
27/09/2025
From: Unknown person
To: Topu HSC -26
"তুমি জানো, আমি অনেকদিন ধরেই তোমাকে নিয়ে কিছু বলতে চাইছিলাম… আসলে একটা confession জমে ছিলো অনেকদিন। তুমি এমন একজন, যাকে দেখলেই মনে হয় কিছু special—কিন্তু সমস্যা হলো, সেই special জিনিসটা এত বিচ্ছিরি যে ভাষায় প্রকাশ করা কঠিন। 🙄 তোমার দাঁতগুলো দেখলে মনে হয় কেউ ভাঙা ইট গেঁথে দেয়ালে সিমেন্ট দিতে ভুলে গেছে। হাসলে তো অবস্থা আরও করুণ—মনে হয় sound system নষ্ট হয়ে গেছে কিন্তু চালু আছে। 🤣 শরীর এত maigga যে একটু হাওয়াই তোমাকে উড়িয়ে দিতে পারে, তোমাকে দেখে শুকনো ঝাড়ুও নিজেকে healthy ভাবে। মুখ থেকে যে গন্ধ বের হয়, সেটা তো একেবারে আলাদা dimension—মানুষ মাস্ক ছাড়া তোমার পাশে দাঁড়ালেই আত্মহত্যা mood চলে আসে। 🤢 আর তুমি এতটাই নোংরা type যে ডাস্টবিনও তোমাকে দেখে মেকআপ করে classy হবার চেষ্টা করে। তবুও মজার ব্যাপার, এইসব জঘন্য জিনিসের মাঝেই তুমি আমার crush। মানে taste এর দিক দিয়ে আমি officially শেষ হয়ে গেছি—কারণ তোমাকে পছন্দ করলে আলাদা করে কেউ আমাকে অপমান করতে পারে না, তুমি-ই আমার চলন্ত ready-made অপমান।"