I am a Muslim

I am a Muslim Follow for daily Islamic contents.

09/01/2025
09/01/2025

মুসলিম হওয়া কি শুধুই নামের পরিচয়? || আপনি কি প্রকৃত মুমিন?

📜 বর্ণনা:
মুসলিম হওয়া শুধু নাম বা পরিচয়ে সীমাবদ্ধ নয়—এটি বিশ্বাস এবং কর্মের এক নিখুঁত সংমিশ্রণ। এমনকি ইবলিসও জানে যে আল্লাহ আছেন, জান্নাত এবং জাহান্নামের বাস্তবতা মানে, এবং নবীদের স্বীকার করে। তবুও, সে কখনোই মুমিন নয়। কেননা, ইমান শুধুমাত্র জ্ঞান নয়; এটি একটি জীবনের পথ।

Will of Allah চ্যানেলের এই ভিডিওতে, আমরা আল্লাহ সম্পর্কে জানা এবং আল্লাহকে সত্যিকার অর্থে বিশ্বাস করার মধ্যে গভীর পার্থক্যটি অন্বেষণ করব। কুরআনের নির্দেশনার মাধ্যমে, আমরা তুলে ধরব কীভাবে ইমান এবং আমল (বিশ্বাস ও কর্ম) একে অপরের সাথে অবিচ্ছেদ্য।

🕌 মূল বিষয়বস্তু:
🌟 ইবলিসের জ্ঞান বনাম প্রকৃত ইমান।
🕊️ নবীদের ভূমিকা আল্লাহর বার্তা প্রচারে।
💡 ইমান এবং আমল সম্পর্কে কুরআনের শিক্ষা।
❤️ ইসলামকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার গুরুত্ব।

আসুন, এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করি এবং ইসলামের শিক্ষার সাথে আমাদের কর্মকে সামঞ্জস্য করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমিন।

📌 হ্যাশট্যাগ:
#ইসলামিকজ্ঞান #ইমানওআমল #কুরআনেরশিক্ষা #মুসলিমজীবন #ইসলামিকউপদেশ #ইবলিসওইমান

🔑 কীওয়ার্ড এবং ট্যাগ:
ইসলাম, ইবলিস ও ইমান, আল্লাহতে বিশ্বাস, ইসলামিক জীবনধারা, ইসলামিক শিক্ষা, কুরআনের শিক্ষা, নবীদের ভূমিকা, জান্নাত ও জাহান্নাম, ইমান ও আমল, দৈনন্দিন ইসলামী অনুশীলন, ইসলামী মোটিভেশন, Will of Allah, ইসলামের মূলনীতি, ইসলামী উন্নতি।

যার আগমন আনন্দের কারন হয় ,তার বিদায় বেদনার কারণ হয় । কেউ আসলে যাকে দেখলে  আপনরা খুশি হয় ,ভালো লাগে তিনি যদি হারিয়ে ...
31/12/2024

যার আগমন আনন্দের কারন হয় ,তার বিদায় বেদনার কারণ হয় । কেউ আসলে যাকে দেখলে আপনরা খুশি হয় ,ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে কি আপনার খুশি লাগে, না খারাপ লাগে । যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় । নতুন বছর এটা আসলে যদি খুশি হতে হয়, উৎসব করতে হয়, হইহুল্লোড় করতে হয়, আতশবাজি করতে হয়, ফানুস উড়াতে হয়,পটকা ফোটাতে হয়,গান বাজনা করতে হয়, তাহলে নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়,যেই ১২:০১ মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক ,তার ১ মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে । আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে বছরের বিদায় কেনো তোমার বেদনার কারণ হয়নি। বছরের আগমন যে তুমি হাসছো আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি । তোমার এই ই-লজিক্যাল , তোমার এই অযৌক্তিক ,তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা ,এই বিশ্বাস ,এই কালচার ,এই সংস্কৃতি এটা এই মাটির নয় ,এ মাটির মানুষের নয় , এখান কার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই Thirty first night এর সাথে কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই । কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর ধরে আমাদের দেশে এই Thirty first night এই কালচার কে আমদানি করা হয়েছে ,স্ট্যাবলিস্ট করা হয়েছে ,প্রতিষ্ঠিত করে হয়েছে , নার্সিং করা হয়েছে ,এটাকে পরিপালন করা হয়েছে ,এটাকে নানা ভাবে প্রচার করা হয়েছে ,প্রচারনা করা হয়েছে ,সমাজের রনধ্রে রনধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে ,প্রতিটি বিভাগে, প্রতিটি শহরে ,প্রতিটি জায়গায় যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে শোভনীয় হতে পারে না

- শাইখ আহমাদুল্লাহ

Design - Thauhid Gfx

দরুদ পড়ছেন তো?দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবি...
31/12/2024

দরুদ পড়ছেন তো?

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তির একমাত্র ...
18/11/2024

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ্‌ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে সুসংযত করে দিবেন, তখন তার নিকট দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে।


আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ্‌ তা’আলা সেই ব্যক্তির গরীবি ও অভাব-অনটন দুচোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্নভিন্ন করে দিবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে, দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না।

📗 জামে' আত-তিরমিজি ২৪৬৫
🌟 হাদিসের মান: সহিহ হাদিস

আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশ...
18/11/2024

আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন।

• জামে' আত তিরমিজী ৭৪৫
• হাদিসের মান: সহিহ

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা’আলার কতক ফেরেশত...
18/11/2024

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
আল্লাহ তা’আলার কতক ফেরেশতা এমনো রয়েছেন, যাঁরা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, তাঁরা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছিয়ে থাকেন।
• সুনানে আন-নাসায়ী | ১২৮২
• হাদিসের মান: সহিহ হাদিস

18/11/2024

সবচেয়ে গ্রহণযোগ্য সেই ব্যক্তি, যিনি আল্লাহর কাছে || Tawha Waz 2024

Description:
Assalamu Alaikum! Welcome to aka Will Of Allah BD your ultimate destination for Learnig ISLAM.

Fair Use Notice:
This channel may utilize certain copyrighted materials without explicit authorization from the rights holders. However, the materials used here are employed within the bounds of "Fair Use," as defined in The Copyright Act 2000, Law No. 28 of the year 2000 of Bangladesh, under Chapter 6, Section 36, and Chapter 13, Section 72. In accordance with this law, "Fair Use" is permissible for purposes such as critical analysis, commentary, news reporting, educational instruction, scholarly research, and similar uses. "Fair Use" allows for the utilization of copyrighted material in ways that would otherwise constitute infringement. The primary aim is to promote non-profit, educational, or personal use, thus favoring the principle of fair use.
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976" permits "fair use" for purposes including criticism, commentary, news reporting, teaching, scholarly research, and more. This provision in copyright law allows for the utilization of copyrighted content that might otherwise be considered infringement. It is designed to tip the balance in favor of non-profit, educational, or personal use.

📌 Keywords:
Islam, Islamic Audio Book, Islamic Knowlwdge, Quran, Hadith

Thank you for watching and supporting Will Of Allah BD . We hope this video has been insightful and beneficial for you. May Allah bless us all with knowledge and guidance on our journey to strengthen our faith.

(অনুগ্রহ করে কেউ পোস্টে অ্যাংরি রিয়েক্ট দিবেন না, এতে পোস্টের রীচ কমে যায়)এই যে নিকাব আর বোরকার আড়ালে একজনকে দেখছেন, সে ...
18/11/2024

(অনুগ্রহ করে কেউ পোস্টে অ্যাংরি রিয়েক্ট দিবেন না, এতে পোস্টের রীচ কমে যায়)
এই যে নিকাব আর বোরকার আড়ালে একজনকে দেখছেন, সে কোন নারী নয়। সে হলো জলজ্যান্ত একজন ছেলে। অর্থাৎ, সে একজন মেয়ে দাবি করা পুরুষ।

এই ছেলেটা মেয়ে সেজে নারীদের বিভিন্ন প্রাইভেট মেসেঞ্জার, পোস্ট গ্রুপে আছে। আরও সেনসিটিভ অনেক কিছুর সঙ্গেই হয়তো জড়িত, আল্লাহই জানেন। আর এই লোক তো প্রকাশ্যে। গোপনে ওরা কী কী করতে পারে, বোনদের নিরাপত্তা কীভাবে সম্পূর্ণ নষ্ট করতে পারে, ধারণা করতে পারছেন? নারীদের কমন রুম, ওয়াশরুম থেকে শুরু করে ব্রেস্ট ফিডিং রুম পর্যন্ত এসব ছেলেরা প্রবেশ করে ফেলেছে, চিত্রটা একবার কল্পনা করুন তো?

আমাদের বোনদের নিরাপত্তা নষ্টের যে আশংকার কথা আমরা বলছিলাম, তা বাস্তব হতে আরম্ভ করলো। আল্লাহ মাফ করুন। সামনে হয়তো মুসলিমাহদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে।
~ Sajid Hasan

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে...
18/11/2024

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:

০১. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০২. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৩. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৪. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৫. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

০৬. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৭. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৮. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

৯. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১০. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

১১. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আ-মীন

~সংগৃহীত

মসজিদের চৌকাঠে আবদ্ধ থাকার জন্য তাওহীদের শিক্ষা নাযিল হয়নি। তাওহীদের শিক্ষা নাযিল হয়েছে এই পৃথিবীতে বাস্তবায়িত হবার জন্য...
17/11/2024

মসজিদের চৌকাঠে আবদ্ধ থাকার জন্য তাওহীদের শিক্ষা নাযিল হয়নি। তাওহীদের শিক্ষা নাযিল হয়েছে এই পৃথিবীতে বাস্তবায়িত হবার জন্য।
- শাইখ আহমাদ মুসা জিবরীল

Address

Wireless Gate
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when I am a Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share