30/09/2023
এই মেয়েটার জন্ম থেকেই হার্ড সমস্যা।মাত্র ১১ বছর বয়স। হার্ডে দুইটা ব্লক ধরা পড়েছে । চিকিৎসা করতে ৮ থেকে ১০ লাখ টাকা লাগবে। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না। আমরা সবাই যদি তাকে সাহায্য করি। হয়তোবা মেয়েটা তার নতুন জীবন ফিরে পাবে। আমাদের অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েটা আবার চলতে পারবে। আপনার যারা সাহায্য করতে চান। নিচে মেয়ের বাবার বিকাশ নাম্বার দেওয়া আছে। কিছু কিছু করে টাকা পাঠালে হয়তো মেয়েটার জীবন বাঁচবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন মেয়েটার জীবন বাঁচাতে সাহায্য করুন।
বিকাশ নাম্বার ০১৮২৭০৭০৮২৩