12/12/2024
আজ একটা ঘটনার কথা শেয়ার করি,
দুইজন মানুষের মৃত্যু আর পুরা ফ্যামিলি শেষ হওয়ার কাহিনি....
শাহরিয়ার, যারে আমি একসময় কাছের বন্ধু মনে করতাম।সে দেশে থাকতে এক মেয়ের সাথে তার রিলেশন ছিল। সেই মেয়েটা তারে অনেক পছন্দ করতো।। রিলেশনে যাওয়ার আগে, আমি আর Shahedul Islam Chowdhury Shafin তারে অনেক বুঝাইছি। এসব যাওয়ার দরকার নাই, দরকার পড়লে বিয়ে করে ফেল।আর যদি টিকাইতে না পারস তাইলে পড়ে ঝামেলা,।মেয়ে অনেক ইমোশনাল। সে শুরু থেকেই জানতো মেয়েটা অনেক ইমোশনাল আর সহজ সরল যেইটা মেয়েটার সব চাইতে বড় দূর্বলতা ছিলো।। সে নিজেও আমাদের বারবার বলতো। শাহরিয়ার শুরু থেকেই জানতো সব।এমনকি সে মেয়ের বোনের সাথেও যোগাযোগ রাখতো।মেয়ের বোন পর্যন্ত তারে বার বার বলতো যে ভাই আমার বোনটা অনেক আদররের।মেয়েরে পটানোর জন্য কি পরিমান লেলামি করছে শুরুতে কিন্তু জাপান গিয়া বান্দার নতুন পাঙ্খা গজায়া যায়।শাফিনরে টেক্সট দিয়ে বলে দেখ তোর দ্বিতীয় ভাবি....
সে কয়েক মাস আগে জাপান যায়।এই ঘটনাগুলো একসময় সেই মেয়েটি জানতে পারে। শুরু হয় তার প্রতি শাহরিয়ারের চরম মানসিক নির্যাতন। প্রতিদিন নানা অপমানজনক কথা বলা, মেয়ের দুর্বলতারে কাজে লাগানো, এবং তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়া—এসব ছিল শাহরিয়ারের নিত্যদিনের কাজ। যার সাক্ষী অনেকেই।
মেয়েটা তার এই মানসিক অত্যাচার সহ্য করতে না পাইরা ঘুমের ঔষধ খায়।ওষুধ খাওয়ার কয়েকদিন আগে থেকেই তার ঘুম হইতেছিল না।শাহরিয়ার এর প্রতি মেয়েটা এতটাই দুর্বল ছিল যে লাস্ট দুই মাস যাবত মেয়েটা মারাত্মক বাজে অবস্থার মধ্য দিয়ে যায়।ওষুধ খাওয়ার এক সপ্তাহ আগে থেকে মেয়ে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় যার ফলে শরীর মারাত্মক দুর্বল হইয়য় যায়। আর ওষুধের রিয়েকশন তার বডি সহ্য করতে পারেনাই। দুই মাস ধরে তার ওপর চলা নির্যাতনের ফলস্বরূপ এক মাস আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করার পর মেয়েটি আমাদের ছেড়ে চিরতরে চলে যায়।মেয়ে ICU থাকা কালে মেয়ের মা মেয়ের এই অবস্থা দেখে স্টোক করে মারা যায়।আর মেয়ের বাবা হার্ট এট্যাক করে ভর্তি ছিলো হাসপাতাল,।পুরো ফ্যামিলি তছনচ
সবচেয়ে ভয়ংকর সত্যিটা হইলো—শাহরিয়ার তার এই আচরণের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। বরং, দোষ এড়ানোর জন্য সে এই ঘটনার জন্য আমাদের (আমি, শাফিন, মনসুর, Shafiul Alam Chowdhury ) উপর দোষ চাপানো শুরু করে। শুরুতে শাফিনরে বলদের মতো ইউজ করে নিজের ওপর যাতে কোন দোষ না আসে তার জন্য।পরবর্তীতে শাফিন যখন বুঝতে পারে সে শাফিনরে ব্লক করে দেয়।মেয়ে যখন ICU তে ছিলো তখন শাফিউলের সাথে মাঝে মধ্যে যোগাযোগ রাখতো,কিন্তু এক পর্যায়ে তার ফ্যামিলির সাথে ভালোমত কথা বলতে গেলে তার ফ্যামিলি শাফিউল আর আমারে থ্রেড দেয়ার পর সেও ব্লক কইরা দেয়.....
তবে যতটা না অবাক করছে শাহরিয়ার এর এমন আচরণ , তার পরিবারকে দেখে আরও বেশি অবাক হইছি।লাস্ট মোমেন্ট পর্যন্ত চাইতাম যে মেয়েটা যাতে সুস্থ হয় শাহরিয়া যাতে তার ভুলগুলো বুঝে। ফ্যামিলিগতভাবে যাতে জিনিসটার সমাধান হয়।শাহরিয়ারত ভূল বোঝেই নাই বরং উল্টা চরম চুতিয়ামি করছে।তার সব চাইতে বেস্ট ফ্রেন্ড শাফিনরে ফাসায়ে দিতে চাইছে আর এদিকে তার পরিবার এই অন্যায়ে চোখ বুজে শুধু তাকে সাপোর্ট করেনাই, বরং উল্টো মৃত মেয়েটির নামে বিভিন্ন বাজে কথা বলার চেষ্টা করছে। তাদের এই আচরণ দেখেই বোঝাই যায় শাহরিয়ারের এই লেভেলের জানোয়ার হওয়ার পিছনে তাদের বড় ভূমিকা আছে। কথায় আছেনা "নমরুদের ঘরে ফেরাউন ই পয়দা হয়। ভালো মানুষ না।"এইটার উদাহারন সে আর তার ফ্যামিলি।যখন তারে বল্লাম সব তার অকথ্য গালিগালাজ বলার বাইরে ছিলো।
সবচাইতে অবাক করা বিষয় আমরা বন্ধুরা যারা সবকিছু জানি তারা যাতে কখনো মুখ না খুলি এইজন্য শাহরিয়ারের ফ্যামিলি মেসেঞ্জারে ফোন কলে আমাদের থ্রেড দেয়। এই নমরুদের বংশ ভুইলা যায় যে সবাই ভয় পাইলেও আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাইনাই জীবনে। এতকিছুর পরেও যারা এই পরিমান গুটিবাজি করতে পারে তাদের প্রতি আর যাই হোক কোন মায়া দয়া কাজ করে না আমার। আমি এত দয়াল মানুষ না। পুরা একটা ফ্যামিলির শেষ করে দেয়ার শাস্তি শাহরিয়ার আর তার ফ্যামিলিকে পাইতে হবে হয় দুনিয়াতে নাইলে আখিরাতে। সবাই কোর্ট মামলার ভয় দেখায়ে চুপ করায়ে রাখা যায় না।
আমরা সবাই একমত যে, শাহরিয়ার আর তার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। এমন একজন জানোয়ার, যে একটা মেয়ের জীবন ধ্বংস করছে,দুইটা মানুষ মারা গেছে,পুরা একটা পরিবারকে শেষ করে দিছে এবং আমাদের বন্ধুত্ব ও বিশ্বাসের সঙ্গে প্রতারণা করছে, তার কোনো স্থান দূরের কথা তার কোন নাম নিশানা ও আমাদের জীবনে নাই।
মেয়ের ফ্যামিলি যদি কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করে যে কয়টা ফোন কলের রেকর্ড আছে বা যে কয়টা স্ক্রিনশট আছে সব সুন্দর মত তাদের দিয়ে দিব।আর আল্লাহর কাছে এইটা চাইবো যে এই জানোয়ার মানুষগুলা যাতে আর কোন মানুষের জীবন, কোন ফ্যামিলিরে একদম শেষ কইরা দিতে না পারে.....
দিনশেষে হারামে আরাম নাই
ছবি~কুত্তার লগে কুত্তা...
゚viralシ