10/09/2025
অনেকে ভাবে—“সব টাকা তো দুর্নীতিতে যায়, কর দিয়ে লাভ কী?”
কিন্তু আপনার করেই কিন্তু দেশ চলে।
একবার ভাবুন দূর গ্রামের একটা শিশুর হাতে যখন নতুন বই পৌঁছায়— সেই বই আপনার দেওয়া করের টাকায় ।
সেই স্কুল কলেজ মাদ্রাসার যেই ভবন হয় সেইটাও আপনার করের টাকায় ।
মাস শেষে সেই শিক্ষকের বেতন বা আপনার পাশের স্থানীয় সরকারে ব্যয় আপনার করের টাকাতেই হয় ।
হাসপাতালে অসহায় রোগীর হাতে যখন বিনামূল্যে ইনজেকশন বা দুই টাকার একটা ব্যান্ডেজ দেওয়া হয়—এটিও আপনার করের টাকায়। দেশের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার , শিক্ষক হয় , অবকাঠামো তৈরি হয় আপনার করে টাকায় ।
আপনি প্রতিদিন যে রাস্তায় গাড়ি চালান, যে সেতু পেরোন, যে বিদ্যুতের আলোয় রাত জেগে কাজ করেন—সবই গড়ে ওঠে আপনার করের টাকায়।
আপনি যেদিন দায়িত্ব হিসেবে কর দিবেন সেই দিন অনুভব করবেন হেটে যাওয়া রাস্তা সেইটা আপনার, স্কুল ছুটির পর ছুটে চলা দুরন্ত শিশুরা আপনার , সমস্ত অবকাঠামো সব নিজের মনে হবে। মমত্ব আর প্রশান্তি আসবে ।
রাতে যখন পুলিশ আপনার নিরাপত্তায় দাঁড়িয়ে থাকে, —সেটাও পরিচালিত হয় আপনার দেওয়া কর দিয়ে।
📊 করের টাকা কোথায় ব্যয় হয়?
1️⃣ শিক্ষা খাতে 🎓
বই, উপবৃত্তি, স্কুল-কলেজ নির্মাণ, শিক্ষকদের বেতন
2️⃣ স্বাস্থ্য খাতে 🏥
হাসপাতাল, ডাক্তার-নার্স, ওষুধ ও ভ্যাকসিন
3️⃣ অবকাঠামো উন্নয়ন 🛣️
রাস্তা, সেতু, রেল, বিদ্যুৎ, পানি
4️⃣ নিরাপত্তা ও প্রশাসন ⚖️
পুলিশ, সেনাবাহিনী, আদালত, প্রশাসন
5️⃣ সামাজিক সুরক্ষা ❤️
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষি ভর্তুকি
6️⃣ কৃষি ও শিল্প উন্নয়ন 🌾🏭
কৃষক সহায়তা, শিল্প ও গবেষণা ছাড়াও আরো কত কত খাত রয়েছে
আমরা চাই—
✨ ভালো শিক্ষা
✨ উন্নত স্বাস্থ্যসেবা
✨ আধুনিক রাস্তা ও অবকাঠামো
✨ নিরাপদ জীবন
👉 আর এই সবকিছুর মূল চাবিকাঠি আমাদের হাতেই—আমাদের করের টাকাতেই হবে ।
💡 আসুন—দায়িত্বশীল নাগরিক হিসেবে নিয়মিত কর দিই। নিজের দায়িত্ব পালনে সক্রিয় হই।