P r e m

P r e m "প্রেমের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই "

ফুল বলে—"এসো রঙে ভরাও",পাখি বলে—"সুরে মন জড়াও"।দু’জনে মিলে সাজায় এ ভুবন,ফুলের সৌরভে, গানে রঙিন জীবন।
09/10/2025

ফুল বলে—"এসো রঙে ভরাও",
পাখি বলে—"সুরে মন জড়াও"।
দু’জনে মিলে সাজায় এ ভুবন,
ফুলের সৌরভে, গানে রঙিন জীবন।

ভোরের আলো রঙ ছড়ায়,পাখির গান মনকে জাগায়।শিশিরভেজা ঘাসের বুকে,নতুন দিন আসে সুখে।
08/10/2025

ভোরের আলো রঙ ছড়ায়,
পাখির গান মনকে জাগায়।
শিশিরভেজা ঘাসের বুকে,
নতুন দিন আসে সুখে।

26/09/2025

এখন কার জামাইরা সময় বলতে যা বোঝায়?
বউ এর পাশে শুয়ে বসে ফোন চালানো
আর বলবে আমি ত সব সময় তোমাকেই সময় দেই

05/09/2025

ভালোবাসা চাই, স্বার্থের সম্পর্ক নয়।

30/08/2025

“তুমি ছাড়া দিন শেষ হলেও রাতটা অসম্পূর্ণ লাগে।”
....Prem.....

30/08/2025

আমার নীরবতাই আমার সব কথা।
....Prem.....

28/08/2025

“লোভ”

“মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ কি জানো?
ভাইয়ের সাথে যুদ্ধ, নিজের রক্তের সাথে যুদ্ধ…
জমি, টাকা আর পয়সা নিয়ে।

মায়া ভেঙে যায়, সম্পর্ক ভেঙে যায়—
এক টুকরো জমির জন্য, কয়েকটা কাগজের নোটের জন্য।

যে ভাই একসাথে খেলেছে, আজ সে ভাই আদালতে প্রতিপক্ষ।
যে বোন হাসিমুখে খাইয়েছে, আজ তার চোখে কেবল তিরস্কার।

কেন?
কারণ আমরা ভুলে গেছি—
টাকা, জমি, পয়সা— সবই একদিন পড়ে থাকবে মাটির নিচে।
কিন্তু সম্পর্ক একবার ভাঙলে আর জোড়া লাগে না।

লোভ মানুষকে অন্ধ করে দেয়।
ভাইকে শত্রু, বন্ধুকে প্রতারক আর আপনজনকে দূরে ঠেলে দেয়।

আমি বারবার ভাবি—
এই ক'টা টাকার জন্য এত বিরোধ?
শেষ যাত্রায় তো কবরটা সবার জন্য একই রকম।
সেখানে কেউ টাকা গুনবে না, জমির দলিল চাইবে না।

তবুও মানুষ দৌড়াচ্ছে…
হাতের মুঠোয় যতটা আসে, ততটাই চাইছে।
কিন্তু আসলে—
সবচেয়ে বড় সম্পদ হলো শান্তি, আর আপনজনের ভালোবাসা।”

“কষ্ট কখনো ভোলানো যায় না, শুধু লুকিয়ে রাখা যায়।”
24/08/2025

“কষ্ট কখনো ভোলানো যায় না, শুধু লুকিয়ে রাখা যায়।”

23/08/2025

Better Sleep with Rain Sounds ⛈ Nature’s Therapy for a Healthy Mind

কখনও কখনও মনে হয়, আমি যত কথা লিখি, তার অর্ধেকই আসলে নিজের না বলা কষ্ট।আমি আছি সবার মাঝে, অথচ ভেতরে ভেতরে একা… খুব একা।য...
22/08/2025

কখনও কখনও মনে হয়, আমি যত কথা লিখি, তার অর্ধেকই আসলে নিজের না বলা কষ্ট।
আমি আছি সবার মাঝে, অথচ ভেতরে ভেতরে একা… খুব একা।

যাদের জন্য সবটুকু দিয়ে দিয়েছিলাম, তারাই একদিন সবচেয়ে দূরে চলে গেছে।
কারও কাছে বোঝা যায় না, তবুও আমি চাই—কেউ একজন আমার নীরবতাকে বোঝুক।

ভয় পাই… যদি একদিন আর কেউ সত্যিকারে আমাকে অনুভবই না করে?
সুখের হাসির আড়ালে আমি কষ্ট লুকাতে শিখে গেছি।

তবু ভালোবাসায় ভরসা হারাইনি।
কারণ আমি বিশ্বাস করি—কোথাও একজন আছে, যে শুধু আমার জন্যই অপেক্ষা করছে।

আর আমি চাই… একদিন সে এসে আমার চোখের জল মুছে দিক,
আর বলুক… ‘তুমি আর একা নও।’”

18/08/2025

শ্বাশুড়ি চিরকাল শ্বাশুড়ি থাকে শ্বাশুড়ি কখনো মা হয় না
........Miss You Ma........

😔
12/08/2025

😔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when P r e m posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category