16/04/2025
আওয়াজ উঠুক,
এই সমস্যার মূলে জাতীয় কোন গাদ্দার জড়িত----??
ফেনী জেলা হলো বাংলাদেশের চিকেন নেক। ফেনীর সোনাগাজী উপজেলা এবং চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৯০০ একর জমির ভারতকে বিনামূল্যে বরাদ্দ দিয়েছিল পতিত স্বৈরাচার হাসিনা।
পরিষ্কার ভাবে বলা যায়, এই বরাদ্দ ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ধংসকারী। কেননা ওখানে কেটে ফেললেই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
ভারত যেখানে তাদের চিকেন নেকের ধারেপাশে আমাদেরকে ভিড়তে দেয় না, বহু দূরে তিস্তা প্রজেক্ট করতে বাধা দিচ্ছে, সেখানে আমাদের চিকেন নেকের একদম ভেতরে তাদের ইকোনমিক জোন দিতে হবে কেন?
সার্বভৌমত্বের বিনিময়ে এই ভূয়া বিনিয়োগ আমাদের দরকার নাই।
দু‘দিন আগে ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে, অথচ ভারতকে দেওয়া মিরেশ্বরাইয়ের ৯০০ একর ভূমির এই জোন বাতিল হয়নি।
আওয়াজ তুলুন,
ভারতকে দেয়া এই ৯০০ একর জমি বরাদ্দ বাতিল করে সেখানে চিকেন নেক রক্ষা করতে ক্যান্টনমেন্ট বানানো হোক ॥
✊🏼✊🏼
Post Collected