22/03/2023
#ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা।এটি কিছু অনলাইন ওয়েবসাইট যার মাধ্যমে ফ্রিল্যান্সার ও ক্লায়েন্টরা একে অপরের সাথে যুক্ত হয় এবং অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের কাজ( গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কোডিং, এনিমেশন তৈরি ইত্যাদি) করে থাকেন।এটি সাধারণ চাকরির মতোই,পার্থক্য হচ্ছে সাধারণ চাকরিতে যেমন সময়সীমা নির্ধারিত থাকে,ফ্রিল্যান্সিং এ কোনো ধরাবাঁধা সময়সীমা থাকে না।এখানে শুধু দরকার যেকোনো নির্দিষ্ট একটা ফিল্ডে দক্ষতা অর্জন করা।অনেকেরই কনফিউশান থাকে আমি কি পারব? কি কি দরকার হবে? ফ্রিল্যান্সিং করতে সবচেয়ে বেশি যেটি দরকার তা হলো ইচ্ছাশক্তি আর ধৈর্য। বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত বেকার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
ডিজিটাল মার্কেটিং এর ৪ র্থ ক্লাসের বিষয় ছিল কন্টেন্ট ক্রিয়েটিং (content creating)। ক্লাসটি থেকে আমরা যা যা শিখতে পারলাম-
১.কন্টেন্ট ক্রিয়েটিং কি?
২.একজন ভালো কন্টেন্ট রাইটারের কি ধরনের দক্ষতা থাকতে হবে?
৩.ভালো কন্টেন্ট তৈরির উপায়।
৪.কন্টেন্ট লেখার দৃষ্টিভঙ্গি
৫.কন্টেন্ট আকর্ষণীয় করার উপায় ইত্যাদি।
ধন্যবাদ Md Nasir Uddin sir কে ক্লাসটি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য