21/08/2025
বিশ্বসাহিত্য কেন্দ্র সাহিত্য আড্ডায় জন্মদিন উৎসব
আমাদের শিক্ষাগুরু বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন ২৫ জুলাই। এবছর এদিন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানিয়ে ‘সময় প্রকাশন’ প্রকাশিত ‘মনোরাজ’ নামের বিশেষ সাময়িকী’র প্রকাশনাও স্থগিত করা হয়। কথা দিয়েছিলাম খুব শীঘ্রই সাময়িকীটি উন্মুক্ত করা হবে।
২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার স্যারের হাতে গড়া দশ বছরের পথ চলা ‘বিশ্বসাহিত্য কেন্দ্র সাপ্তাহিক সাহিত্য আড্ডা’য় স্যারের হাতে বিশেষ সাময়িকীটি তুলে দেওয়া হয়। এর আগে স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং জন্মদিনের কেক কাটা হয়।
সংকলনের গুরুত্ব বৃদ্ধি করেছে স্যারের সম্পূর্ণ নতুন ব্যতিক্রমী সদ্য নেওয়া সাক্ষাৎকার-৪৩ মিনিট রেকর্ডকৃত, ১০ পৃষ্ঠায় লিপিবদ্ধ। এছাড়াও স্যারের কাছের ১৮ জন মানুষ লিখেছেন স্যারকে নিয়ে এই সংকলনে!
পাঠকদের জন্য ‘মনোরাজ’ শিরোনামের বিশেষ সাময়িকীটির সম্পূর্ণ পিডিএফ অনলাইনে (Farid Ahmed ও Somoy Prokashon • সময় প্রকাশন-এর ফেইসবুক ও ওয়েবসাইটে (somoy.com)) উন্মুক্ত করা হলো।
লিংক দেওয়া হলো-
https://drive.google.com/file/d/1RLuM7ZlgtqMGU-34NwaV3zXwwWy37hyk/view?fbclid=IwY2xjawMUPadleHRuA2FlbQIxMABicmlkETFsRXJUYjVxbUFJSlpUNU1UAR7pPDajbUCdUQ5SCeuzF4EZaIp5omQpWqpkt74GVahXj-usN8gXY3eVrI4e9Q_aem_n2fCo-wAzVHEyVUuUlvZiA