
25/07/2025
শুভ জন্মদিন স্যার
আমাদের শিক্ষাগুরু বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানিয়ে ‘মনোরাজ’ নামে একটি বিশেষ সাময়িকী প্রকাশ করেছে ‘সময় প্রকাশন’।
২৫ জুলাই স্যারের জন্মদিন।
বিশেষ কারণে আজ জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হচ্ছে না। তাই সাময়িকীর প্রকাশনাও স্থগিত রাখা হলো।
স্যারের সম্পূর্ণ নতুন ব্যতিক্রমী সদ্য নেওয়া সাক্ষাৎকার-৪৩ মিনিট রেকর্ডকৃত, ১০ পৃষ্ঠায় লিপিবদ্ধ। এছাড়াও স্যারের কাছের ১৮ জন মানুষ লিখেছেন স্যারকে নিয়ে এই সংকলনে!
শীঘ্রই কোনো এক সময় ‘মনোরাজ’ শিরোনামের এই বিশেষ সাময়িকীটি পাঠকদের জন্য অনলাইনে (Farid Ahmed ও Somoy Prokashon • সময় প্রকাশন-এর ফেইসবুক ও ওয়েবসাইটে) উন্মুক্ত করা হবে।