পথসাজ

পথসাজ “যাত্রার পথে সাজের ছোঁয়া”
“শাড়ি, স্বাদ, বই ,সফরের গল্প”

গোধূলির আলতারাঙা আবছা উলফত আভাসের ইজহার শেষ টুকুই সম্বল🌸
16/10/2025

গোধূলির আলতারাঙা আবছা উলফত আভাসের ইজহার শেষ টুকুই সম্বল🌸

সবুজ বাড়িটা আজো তেমনি,কিন্তু যাদের হাতে গড়া, তারা আকাশে এখন নক্ষত্র হয়ে গেছে🌿তবু প্রতিবার ফুল ফোটে, মনে হয়তারা এখনো ...
14/10/2025

সবুজ বাড়িটা আজো তেমনি,
কিন্তু যাদের হাতে গড়া,
তারা আকাশে এখন নক্ষত্র হয়ে গেছে🌿
তবু প্রতিবার ফুল ফোটে, মনে হয়
তারা এখনো আছেন, খুব কাছেই।

14/10/2025

পায়রা একটা নদীর নাম 🌸
কত শত দুঃখবিলাস হয়েছে এই নদীর তীরে,
জলের ঢেউ জানে আমার নীরবতার গল্প,
আর সূর্যাস্তের রঙে মিশে গেছে কিছু হারানো স্মৃতি।

২ বছর পর এসেও, এই ছবি গুলো নিয়ে যখন লিখছি, লিখতে লিখতে হারিয়ে যাচ্ছি সেই সমুদ্রের পারে বসে, যে অনুভূতি হয়েছিল, ঠিক সেই অ...
12/10/2025

২ বছর পর এসেও, এই ছবি গুলো নিয়ে যখন লিখছি, লিখতে লিখতে হারিয়ে যাচ্ছি সেই সমুদ্রের পারে বসে, যে অনুভূতি হয়েছিল, ঠিক সেই অনুভুতির দিকে।
চমৎকার মুহূর্তের সাক্ষী ছিলাম ।জোৎস্নার আলোতে চারপাশ আলোকিত, সমুদ্রের পানি চিকচিক করছে, যেন আকাশের প্রতিচ্ছবি।
হিম হিম শীতল বাতাস বয়ে যাচ্ছিল, চারপাশে নিস্তবতা।
শুধু মনে হচ্ছিল এখানেই থেমে যাক মুহূর্ত।

সময়টা ,২০২৩

প্রথমবার সেন্টমার্টিনের পথে 🌊জাহাজের হাওয়ায়, নীল আকাশের নিচে উড়ছে গাঙচিল, আর সমুদ্রের মৃদু ঢেউয়ে ভেসে যাচ্ছিল মন। মন...
12/10/2025

প্রথমবার সেন্টমার্টিনের পথে 🌊
জাহাজের হাওয়ায়, নীল আকাশের নিচে উড়ছে গাঙচিল, আর সমুদ্রের মৃদু ঢেউয়ে ভেসে যাচ্ছিল মন। মনে হচ্ছিল, সময়টা যেন থেমে গেছে আমাদের জন্যই।
প্রতিটা মুহূর্তে ছিল দারুণ ভালোবাসা আর এক অজানা টান।
হয়তো এমনই অনুভবের নাম ‘ভ্রমণ’
যেখানে সমুদ্রও গল্প বলে, নিঃশব্দে, নীলের ভাষায়।

সময়টা ,২০২৩

🌧️🪔“অতিথি হয়ে এলাম, কিন্তু আনন্দটা যেন নিজেরই মনে হলো। ঢাকের তালে ভেসে গেলো সময়, আলো আর বৃষ্টির ফোঁটায় রঙিন হয়ে উঠলো চা...
03/10/2025

🌧️🪔
“অতিথি হয়ে এলাম, কিন্তু আনন্দটা যেন নিজেরই মনে হলো। ঢাকের তালে ভেসে গেলো সময়, আলো আর বৃষ্টির ফোঁটায় রঙিন হয়ে উঠলো চারপাশ। অচেনা ভিড়েও ছিলো এক অদ্ভুত আপনত্ব। মনে হলো, ধর্মের সীমানা পেরিয়ে আনন্দই মানুষকে এক করে রাখে 🌸

এবারের পূজোতে অতিথি আমি,উৎসবের আলো আর বৃষ্টির ছোঁয়া, দুটোই একসাথে অনুভব করলাম।🌸
03/10/2025

এবারের পূজোতে অতিথি আমি,
উৎসবের আলো আর বৃষ্টির ছোঁয়া,
দুটোই একসাথে অনুভব করলাম।🌸

২৪ সেপ্টেম্বর, সন্ধ্যা🍀 সন্ধ্যার আকাশে হঠাৎ নেমে এলো ঝুম বৃষ্টি। চারপাশ যেন এক মুহূর্তে অন্যরকম হয়ে গেলো। ভিজে যাওয়া শহর...
24/09/2025

২৪ সেপ্টেম্বর, সন্ধ্যা🍀
সন্ধ্যার আকাশে হঠাৎ নেমে এলো ঝুম বৃষ্টি। চারপাশ যেন এক মুহূর্তে অন্যরকম হয়ে গেলো। ভিজে যাওয়া শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আশ্রয় নিলাম বেঙ্গল বই-এ।
বইয়ের তাকভরা ঘ্রাণ, আলো-আঁধারির সেই পরিবেশ যেন বৃষ্টির সঙ্গে নিখুঁত সঙ্গী হয়ে উঠলো।
তখনই তাকের মাঝে চোখে পড়লো একটা বই- “বুদ্ধদেব বসু”
” রাত ভরে বৃষ্টি” ।
অদ্ভুতভাবে মনে হলো, বইটা যেন আমাকেই ডাকছিলো।
নামটাতেই যেন ছিলো আমার চারপাশের প্রতিচ্ছবি।বইটা আমার জন্যই অপেক্ষা করছিলো । যেন বৃষ্টিভেজা সন্ধ্যার গল্পটা আজ বইয়ের পাতাতেই লেখা হয়ে রইল।
মাঝে মাঝে মনে হয়, কিছু মুহূর্ত কখনোই কাকতালীয় নয় ,আমাদের জন্যই গোপনে সাজানো থাকে। আজকের এই বই কেনা হয়তো তেমনই একটি মুহূর্ত, যা মনে করিয়ে দিলো, আমার নিঃসঙ্গতাও একদিন গল্প হয়ে উঠতে পারে।🌼🌼

📖ফেরা” উপন্যাসে হুমায়ূন আহমেদ দেখিয়েছেন—জীবন যত কঠিনই হোক, মানুষ সবসময় কোনো না কোনোভাবে ফিরে আসে। কখনো নিজের জায়গায়...
21/09/2025

📖ফেরা” উপন্যাসে হুমায়ূন আহমেদ দেখিয়েছেন—জীবন যত কঠিনই হোক, মানুষ সবসময় কোনো না কোনোভাবে ফিরে আসে। কখনো নিজের জায়গায়, কখনো সম্পর্কের কাছে, আবার কখনো নিজের ভেতরের মানুষটার কাছে।
চরিত্রগুলো একেবারে বাস্তব—তাদের আনন্দ, দুঃখ, আশা-হতাশা আমাদের চারপাশের মানুষের মতোই।
এই বই পড়লে মনে হয়—জীবন মানে শুধু হারিয়ে ফেলা নয়, বরং আবার ফিরে পাওয়া। আমরা সবাই পথের মানুষ। কেউ হারাই, কেউ দূরে সরে যাই, আবার একদিন অজান্তেই ফিরে আসি। “ফেরা” সেই ফিরে আসার গল্প।”🌸

বই:০৩

17/09/2025

এই ধুলো ধুলো শহর
তোমার, আমার
আসতে পারো, চলে যেতে পারো
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পারো
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুন নেক্রপলিসে….

সূর্যের নরম আলো আর নিস্তব্ধতা 🌸
17/09/2025

সূর্যের নরম আলো আর নিস্তব্ধতা 🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথসাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share