
22/07/2025
ছোট্ট একটি শব্দ যার নাম সন্তান ।আমরা হাজার ক্লান্তির পরেও যখন বাসায় এসে সন্তানের মুখ দেখি তখন আমাদের সব কষ্ট দূর হয়ে যায় ।আজ যখন বাসায় এসে কলিজার টুকরো সন্তানকে দেখতে পাবো না সেই না দেখা যন্ত্রণাটা যে কতটা ক্ষতবিক্ষত যন্ত্রণাদায়ক তা হয়তো ভাষায় প্রকাশ করে বুঝাতে পারব না ।গভীর শ্রদ্ধা রইল কোমলমতি শিশুদের প্রতি যাদেরকে হারিয়েছি আমরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে । হে আল্লাহ প্রত্যেকটি বাবা-মাকে ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করুন 🥀